QUOTES ON #অভাব

#অভাব quotes

Trending | Latest
26 AUG 2020 AT 20:57

-


28 JUN 2020 AT 17:53

আসলে এ জীবনে কেউ কারুর অভাবটা পূরণ করতে পারে না। যে যাওয়ার সে যায়। আমাদের একা করে ফেলে রেখে যায়, সে জানে না, আদতে আমরা একাই থাকি.....

-


30 OCT 2019 AT 9:28

যেমন ভাবে চললে পরে;দাগ পড়ে না স্বভাবে।
সমাজ গড়ার অঙ্গীকারে;চলতে থাকো সমাজ মাঝে,
কারন
সমাজ আজ নষ্ট ভীষন;ভালো মানুষের অভাবে।।
-....Abdulgoni💞

-



ভালো মানুষির তকমা পড়া মুখোশের ভীড়ে,
শহর জুড়ে চেনা অবিশ্রান্ত মহামারী
ফুটপাথে পোকামাকড়ের আক্রমণে অসাড় দেহের ছড়াছড়ি
উপচে পড়েছে প্রার্থনা,অচিরেই কেঁদেছে শত শত চেনা মুখ
রাত পেরোলে ঘেমেছে শরীর,বেড়েছে মনখারাপী অসুখ
অনাহারে শূন্য হয়েছে অজস্র মায়ের কোল,
অসহায়ের উপমা পরিহীতা বৃদ্ধা খুঁজেছে ভরসার হাত
অত্যাচারের শিকারে মরেছে নারী,কেউ করেনি প্রতিবাদ
ভিক্ষে চেয়েছে ভাঙাচোরা বস্তি,লাঞ্ছিত শরীর গুনেছে ক্ষত
মায়ের আঁচলে কান্না মুছে,কুড়িয়েছি আঘাত,হয়েছি অক্ষত
দোমড়ানো কাঁটাতারে বিচ্ছেদের বলিরেখা,ধর্ম আতকে বিভেদের বাড়াবাড়ি
অভাবের সংসার মহামারিতে কাঁদে,খিদের যন্ত্রণায় ভাতের কাড়াকাড়ি
বেড়েছে বেকারত্ব,মধ্যবিত্তের আধপোড়া কপালে অ-সুখের তোলপাড়
পোড়া রুটিতে স্বাদ মেলেনা,হারিয়েছে চাকরি,ডুবেছে অবেলার সংসার
শূন্যে মরে একলা দেশ,মৃত মানুষের শিরোনামে অচিহ্নের কারাবাস
বিক্ষিপ্ত নক্ষত্র হাসিমুখ খোঁজে,সময়ের অপেক্ষায় অভ্যাসের বসবাস

-


19 MAY 2020 AT 0:45

নুন পেঁয়াজের পান্তা ভাতে, নিত্য অভাব দিনে রাতে
শিকল বাঁধা পায়ের ভাজে, নতুন অভাবের গল্প বলে
ঘুম আসেনা ক্ষুধার জ্বালায়, স্বপ্ন আবার কারে ভাবায়
ডাস্টবিন টা যাদের খাওয়ায়, কান্না টা কি তাদের মানায়?

জ্যোৎস্না ঢাকা ব্যালকনি টা উদাসী রাতের গল্প বোনে
নিকোটিনের গন্ধ মেখে ঘুম খুঁজেছ স্লিপিং পিলে
ভরা পেটে মনের অসুখ কাব্যিক প্রেমের ছন্দ শুনে
"মন কেমনটা "তোমায় মানায় , বেদনা জমানো সেফটিপিনে....

-


18 APR 2020 AT 21:37

পুরোনো শ্যাওলার স্তূপ । পা পিছলোতে গিয়ে মনে পড়ে,এ তো দীর্ঘদিনের অভ্যাস ।
আমাদের নিঃশ্বাসের ওপর হেসে ওঠে চুন-খসা দেওয়াল ।
কিশোরীর শীতল হাতে বিঁধিয়ে দেওয়া প্রতিশ্রুতি,
সকালে উঠোন ঝাঁট দেওয়ার সাথেই দূর হয়ে যায় ।
ভাতের গন্ধে অভিশাপ লেগে থাকে ।
দুয়োরে কিছু শুকনো আশ্বাস, চালের রঙে মিশ খায় না ।


কয়েকটা মড়া চিৎ হয়ে থাকে । ওদের গা থেকে লোভের গন্ধ ছিটে আসছে ।
মুক্তির লোভ ; সামলাতে না পেরে খাটিয়ায় পা তুলে দেয় ।
চড়া দামে শান্তি কেনাবেচা করে ডোমের দল ।
চারিদিকে ছড়িয়ে থাকে ধূপকাঠি,এক আধলা খই, ছেড়া সুতোয় কয়েকটা রজনীগন্ধা ; তুলে নিয়ে যায় হাড় লিকলিকে ছেলের দল ।

আজ তিনদিন পর ওদের বাড়িতে ভাত রান্না হবে ।




- শাশ্বতী 🍂












-


27 MAR 2020 AT 21:03

হ্যাঁ! ওরাই মাঝরাতে কেঁদে ওঠে অযথা !
চাদরের ঘষায় শোকতাপ ঘুচে যায়,
অভাবের সাথে পাল্লা দেওয়া;এটাই কিনা ওদের বেঁচে থাকার ধরন ! মা শিখিয়েছিলেন ছেলেবেলায়।
আবারও যেমন ঘামের গন্ধে অস্থির হয়ে,বাড়ির দিকে দু'পা বাড়াতেই তোমার মনে পড়ে কর্তব্যের কথা,
মনে পড়ে দুর্ভিক্ষের সেই চেনা হাসি,তুমি পেরোতে পারোনি আজও।
দুহাতে যতটুকু মাটি আঁকড়ে ধরলে জীবনটাকে ক্ষণিকের অতিথিশালা ভেবে ফেলো তুমি, হাজারটা কাঁধ ভেঙে গুঁড়িয়ে যাওয়ার পরও হুঁশ ফেরে না তোমার, ওখানে তোমার অজান্তেই সতেরোটা কবর খোঁড়া হয় দিনরাত!

দিনান্তে সেই তো আগাছায় মোড়া নড়বড়ে গাঁথনিতে ঠাঁই খুঁজতে আসো,অভাব বুঝি মনকেও ছুঁয়ে নেয়,থালা ছুঁড়ে দাও আরেকটা কঙ্কালসারের দিকে ! পোড়া ভাতে তারও খিদে মিটে যায় কেমন !
অভাব লাগে গর্ভে, অভাব লাগে সভ্যতায়, অভাব লাগে মনুষ্যত্বে।
শুধু স্বার্থপরতায় অভাব লাগে না,তাই না !

-


16 JUN 2021 AT 12:53

আবরণহীন কেন?

জানার আগে

ক্ষুধা নিবারণ

করাটা অত্যাবশ্যক।

-



নতুন পারফিউমটা নাকে ধরে
মিলি বললো “দারুন গন্ধ তো”...
রাস্তায় নোংরা জামা গায়ে মেয়েটা ভাবলো
গরম ভাতের গন্ধের চেয়েও ভালো?

-


12 MAY 2022 AT 18:49

অভাব থাকে থাকুক,
তার ভিতরেই
খুঁজে
নেবো একান্ন সুখ।

-