QUOTES ON #সূর্যগ্রহণ

#সূর্যগ্রহণ quotes

Trending | Latest
26 DEC 2019 AT 16:48

"তোর চোখের কাজলে প্রেমের সূর্যগ্রহণ,
অন্ধকারে হাত বাড়িয়ে,তবুও খুঁজেছি তোর মন।"

-



গ্রহণ বুঝি লাগলো আজ সূর্যে, আজকে বুঝি হেরে যাওয়ার পালা।
একটু যদি ধৈর্য্য রাখো, কাটবে আঁধার, কাটবে ক্ষতের জ্বালা।।

-


26 DEC 2019 AT 23:44

বন্দি যত ,তোর ঝাপসা চোখের আঁতস ফ্রেমে-
আমার কাজল ঠোঁট ছুঁয়েছে, সূর্যগ্ৰহণ নিথর প্রেমে।

-



না না রাহুগ্ৰাস নয়,একই কক্ষপথে এলে সূর্যগ্ৰহন হয়।

-



|| সূর্যগ্রহণ ||
°°°°°°°°°°°°°°
(পুরো গল্প পড়তে ক্যাপশনে চোখ রাখুন...!!)

-


26 DEC 2019 AT 23:08

সূর্য গ্রহণ কিছু ক্ষণের,সর্বক্ষণের নয়
অপেক্ষাকে বন্ধু করে অপেক্ষা করলেও হয় ।।

-


27 JAN 2021 AT 23:25

#সূর্যগ্ৰহণ #

সলিলে মন্থর গতিতে বয়ে চলে পল্লব
পৃথ্বী ক্রমান্বয়ে ঢাকে সূর্যগ্ৰহণ কালে
ক্রমশ এগোয় জীবন ধাক্কা খেতে খেতে।

-


26 DEC 2019 AT 18:36

"প্রেমের বান-দরিয়ার নবজলধরপটলে, যখন তুই অমানিশা,
আমি তখন নবজাগরণী সাহিত্যের সূর্যগ্রহণে খিদমতগার"!!

-মহুয়া।।

-


21 JUN 2020 AT 11:02

আজ সূর্যের সাথে কি ঘটতে চলেছে...??
**রাহু কেতুর লাঞ্চ হবে?
নাকি
***চাঁদ আর পৃথিবীর সাথে Hide and Seek খেলবে??🤔🤪😉🌞

-


30 DEC 2019 AT 21:29


আমার শীতল শহরে ঝরে পড়া তোমার উষ্ণ পরশে লাগিয়াছে সূর্য গ্রহন ,
ক্লান্ত বদনের বিষন্নতায় অবগুণ্ঠিতা আননে করিতেছি বিরহ সহন।।

-