স্তব্ধ পুরুষ   (স্তব্ধ পুরুষ)
283 Followers · 112 Following

হুম্, একটা সময় যে সমুদ্রের ঢেউ থামতো না, আজ সেই সমুদ্র মৃতের শহরে পরিণত..!🖤
Joined 9 June 2020


হুম্, একটা সময় যে সমুদ্রের ঢেউ থামতো না, আজ সেই সমুদ্র মৃতের শহরে পরিণত..!🖤
Joined 9 June 2020

তুমি আমার প্রেমিকা হলেও,
আমি তোমার প্রেমিক হতে পারিনি।
তোমার সবকিছুকে আপন করলেও,
আমি তোমার আপন হতে পারিনি।
সারাটা দিনের অপেক্ষার পর যখন একটু কথা বলতে চেয়েছি,
তখন তোমার ব্যস্ততার কারণে আমি কথা বলতে পারিনি।
হ্যাঁ আমি তোমার প্রেমিক হতে পারিনি।
তোমার রাগের কাছে আমি হার মেনেছি বারবার,
হাজারও বার চোখের জল ফেলেছি,
কিন্তু নিজে বেশিক্ষণ রাগ করে থাকতে পারিনি।
নিজের মনে করা প্রত্যেকটা মানুষই বুঝিয়ে দিয়েছে,
যে আমি আপন হওয়ার যোগ্য না।
সত্যি বলতে কি জানো,
আমি হয়তো কারোরই আপন হতে পারিনি,
নাহলে বারবার ভগবানের কাছে মৃত্যু চেয়েও ব্যর্থ হতাম না।
হ্যাঁ হয়তো আমি কারোর আপন হতে পারিনি।

-



- একটা সম্পর্ক টেকাতে গেলে একটা সূত্র থেকে দরকার বুঝলি
- সূত্র ..??
- হ্যাঁ সূত্র, ভালোবাসার সূত্র।
- যতসব ন্যাকামি মার্কা কথা বার্তা
- হ্যাঁ আজ হয়তো তোর সবকিছুই ন্যাকামি লাগবে।
- ন্যাকামি না তো কি । রিলস দেখে দেখে মাথাটা নষ্ট করে ফেলেছিস একদম।
- ওহ, হুম, হয়তো। কিন্তু কথা গুলো ভেবে দেখিস। যে ছেলেটাকে আজ অবহেলা করছিস কাল তার কথায় মনে করে কাঁদবি। সত্যি কি জানিস তো যখন আমাদেরকে কেউ প্রয়োজনের তুলনায় বেশি প্রায়োরিটি দেয় তখনই আমরা তাকে এইভাবে অবহেলা করি। যাইহোক, আসি রে কষ্টটা আমার হচ্ছে , যন্ত্রণা টা আমার হচ্ছে আমাকেই মেটাতে হবে।
(এতক্ষণ মনে মনে বাবাই কথা গুলো ভাবছিলো হঠাৎ মাহি বলে উঠলো......)
- কি কিছু বলবে তো কেনো ডেকেছিলে ..??

-



ফুলের বাজার,
গঙ্গার ঘাট,
রাম সীতার মন্দির,
ফুল হাতে বসে থাকা ব্যর্থ প্রেমিক,
মুঠো ফোনে ভিডিও কল,
আর অশ্রু ভরা চোখ,
সাথে বুকে তীব্র যন্ত্রণা।

-



আজ বহুদিন পর লিখতে বসলাম। এর আগে বিছানায় শুয়ে শুয়ে শুধু মরকচার বাঁশটার দিকে চোখ যাচ্ছে। আর মাথায় শুধু একটাই জিজ্ঞাসা আসছে, ঠিক কোন জায়গায় দড়িটা বাঁধলে কোনো সমস্যা হবে না।
সত্যি বলতে আবারো আমি জীবনের কাছে হারলাম, ভাগ্যটা বোধহয় সাথ কোনোদিনই দেবেনা। যখনই মনে হয়েছে যে হ্যাঁ আমি পারবো তখনই ভগবান সব শেষ করে দিয়েছে। এইতো কাল রাত্রেও সবকিছুই শেষ হলো। এতো কল, এতো ম্যাসেজ,কোনোটারই রিপ্লাই পেলাম না। এদিকে চারিদিকে লোনে ডুবে আছি। দুদিন পর কিভাবে ইএমআই দেবো বুঝতে পারছি না।
কাজের জায়গাতেও বেঈমানীর শিকার হচ্ছি। বেকার বাড়িতে দিন কাটছে। এদিকে বেকার ছেলেদের কেউই বেশিদিন খাওয়াতে পারেনা, সে যতই হোক নিজের বাড়ি। আর হয়তো কয়েকটা ঘণ্টা।
মাসির বাড়িতে পুজো। সকলে কাল যাবে। দাদাও এসেছে বাড়ি। কিন্তু আমি কি ভাবছি বলুন তো , আমি ভাবছি ওদের পাঠিয়ে দেবো কাজের অজুহাত দেখিয়ে।বলবো তোমরা যাও আমি ঠিক কাজ শেষ করে যাচ্ছি।
সবাই চলে গেলেই আমি আমার জীবনযাত্রা এখানেই শেষ করবো। আর পারছিনা আমি সহ্য করতে। সম্ভব না আর।
আমি আছি এই কথাটা সবাই বলতে পারে। কিন্তু কেউই থাকেনা। যাকে সব কথা বলতে পারতাম। আজ সেও নেই। আমি হেরে গেছি জীবন যুদ্ধে। বিগত পাঁচ টা বছর ধরে যেটা সহ্য করছি সেটা আমার আয়ত্তের বাইরে। আর না। আর পারছিনা।

-



মৃত্যু নিশ্চিত,
কারণ ভালোবাসার থেকে
ভয়ংকর আগুন আর নেই।

-



আজ বুঝতে পারছি আমি এতটাই অপয়া যে
মৃত্যুও মুখ ফিরিয়ে চলে যায়....

-



তারা আজ অন্ধকারের মেলায় হারিয়ে গেছে..
দাঁড় করিয়ে দিয়ে গেছে একাকীত্বের দুয়ারে...
হ্যাঁ তারা ফেরেনি আজও আর ফিরবেনা কোনোদিনও..!!

-



- কিরে কতক্ষন দাঁড়িয়ে আছিস...??
- নাহ্ বেশিক্ষন না, ঘণ্টা দুয়েক হবে..
- সরি রে ওই একটু কাজ পড়ে গেছিলো তাই...
- নাহ্ ঠিক আছে। অভ্যেস আছে, আর মানুষ তো অভ্যেসের দাস তাইনা।।
- সরি!
- হুম....
- আচ্ছা কি যেনো বলছিলিস..?
- নাহ্ তেমন কিছু না,
- আরে বলনা...
- ওই তোর জন্য একটা শাড়ি এনেছিলাম,
- কই দে...
- হুম
- কি হুম ? দে !
- এই নে... কাল তো তোর বিয়ে ... এটা পরিস...!
- হুম,
- নাহলে হয়তো এটা দিয়েই....
- কি..?
- কিছুনা! যাইহোক আসি, ভালো থাকিস....!

( ছেলেটি চোখের জল মুছতে মুছতে চলে যায়, আর মেয়েটি দূর থেকে দেখতে থাকে)...

-



রাত্রির আঙ্গিনায় মৃত মানুষটার ছায়া,
সুইসাইড নোট খুলে দেখো, মৃত্যুর কারণ “মায়া ” !

-



ওই,
জানিস,
আজ সত্যিই অনেক অসহায় আর একা লাগছে নিজেকে..!!

-


Fetching স্তব্ধ পুরুষ Quotes