স্তব্ধ পুরুষ   (স্তব্ধ পুরুষ)
280 Followers · 112 Following

হুম্, একটা সময় যে সমুদ্রের ঢেউ থামতো না, আজ সেই সমুদ্র মৃতের শহরে পরিণত..!🖤
Joined 9 June 2020


হুম্, একটা সময় যে সমুদ্রের ঢেউ থামতো না, আজ সেই সমুদ্র মৃতের শহরে পরিণত..!🖤
Joined 9 June 2020

তারা আজ অন্ধকারের মেলায় হারিয়ে গেছে..
দাঁড় করিয়ে দিয়ে গেছে একাকীত্বের দুয়ারে...
হ্যাঁ তারা ফেরেনি আজও আর ফিরবেনা কোনোদিনও..!!

-



- কিরে কতক্ষন দাঁড়িয়ে আছিস...??
- নাহ্ বেশিক্ষন না, ঘণ্টা দুয়েক হবে..
- সরি রে ওই একটু কাজ পড়ে গেছিলো তাই...
- নাহ্ ঠিক আছে। অভ্যেস আছে, আর মানুষ তো অভ্যেসের দাস তাইনা।।
- সরি!
- হুম....
- আচ্ছা কি যেনো বলছিলিস..?
- নাহ্ তেমন কিছু না,
- আরে বলনা...
- ওই তোর জন্য একটা শাড়ি এনেছিলাম,
- কই দে...
- হুম
- কি হুম ? দে !
- এই নে... কাল তো তোর বিয়ে ... এটা পরিস...!
- হুম,
- নাহলে হয়তো এটা দিয়েই....
- কি..?
- কিছুনা! যাইহোক আসি, ভালো থাকিস....!

( ছেলেটি চোখের জল মুছতে মুছতে চলে যায়, আর মেয়েটি দূর থেকে দেখতে থাকে)...

-



রাত্রির আঙ্গিনায় মৃত মানুষটার ছায়া,
সুইসাইড নোট খুলে দেখো, মৃত্যুর কারণ “মায়া ” !

-



ওই,
জানিস,
আজ সত্যিই অনেক অসহায় আর একা লাগছে নিজেকে..!!

-



ঠিক গুছিয়ে লিখতে পারছিনা আজ,
হৃদয়ের গভীরে ক্ষতটা যেনো বেড়েছে।
কারণ লোকে বলে সত্যি ভালোবাসার পরেও,
যদি সেই মানুষ ছেড়ে যায়,
তাহলে বৃষ্টির দিন অপর মানুষকে বড্ডো কাঁদায়।

-



শীতের বিকেল..ঘাটের কাছে অপু সিগারেট হাতে দাঁড়িয়ে ছিলো, হঠাৎ পল্লবীর আগমন, এসেই অপুকে জিজ্ঞাসা সুরে বলে ওঠে.....
- আরে তুই এখানে..??
- হুম্...
- কেমন আছিস..?
- যেমন রেখে গেছিস..
- সিগারেট ! তুইতো এসব ছাইপাঁশ খেতিস না!
- সময় মানুষকে অনেক কিছুই ধরিয়ে দেয়।
- চুলগুলো কাটিসনি কেনো.? নিজেকে দেখেছিস আয়নায়,কেমন অগোছালো হয়ে গেছিস, নিজের একটু যত্ন রাখতে পারিস না..
- প্রয়োজন বোধ করিনা, আর আমার না থাকায় কি এসে যায় বল..যাইহোক, আসি ভালো থাকিস...

( বলে ছেলেটি চলে যায়, আর মেয়েটি চোখে জল নিয়ে তাকিয়ে থাকে যতক্ষণ না ছেলেটি কুয়াশায় মিশে যায়)।

-



এই গল্পটা নাহয় অসমাপ্তই থাক

-



.....

-



তোমার অবহেলার উষ্ণতায় আজ আমি শেষ....

-



হ্যাঁ অন্ধকারেও অনেক খুঁজেছি,
কিন্তু পাইনি,
আজ এত বছর পর যাকে পেলাম,
তাকেও হারালাম,
এটাই কি জীবন তাহলে.?
আমার একটাই প্রশ্ন...
আমার ভুলটা কোথায়..?
জীবনে যাই চেয়েছি সেটাকেই হারিয়েছি,
কালকেও সেটারই পুনরাবৃত্তি ঘটলো,
আহা কি জীবন আমার ...!
এরকম ভাবে রোজ মরার চেয়ে একবারে মরে যাওয়াটা অনেক সুখের,
আল্টিমেট দিনের শেষে আলোর কোনো অস্তিত্ব থাকেনা,
রাজত্বটা অন্ধকারই করে...
হায়রে পোড়া কপাল আমার,
সেদিন নিজের ক্যারিয়ার হারালাম,
তারপর ভালোবাসা,
তারপর বাবা,
আজ আবার একটা প্রিয় মানুষ।
সত্যি বলে বলুন তো ...
ভুলটা আমার কোথায় ছিলো..??

-


Fetching স্তব্ধ পুরুষ Quotes