পৃথা   (শ্রী)
227 Followers · 68 Following

read more
Joined 31 October 2019


read more
Joined 31 October 2019
22 MAR 2022 AT 9:24

মেঘের চাদরে তাপ বাকি,
অন্তহীন এই শহরের বুকে
হালকা কোন রঙ মাখি।
তুমি আমি আছি জানি
নিদ্রাহীন আলোর পরশে,
তুমি আমি থাকি জানো
চাঁদোয়ার দারুণ সুখেতে।।।।

-শ্রী

-


21 MAR 2022 AT 23:59

অসময়ে কিছু আলগা নাড়া
শুধু ইচ্ছের তৃষ্ণা জানায়,
চাঁদের আলোতে শুভদৃষ্টি পরে
কান্নার আবির মাখায়।
দশ আঙুলের শক্ত বাঁধন
আজ হল সে ধন্য,
ঠোঁটের ছোঁয়ায় আতর মেখেছে
উন্মাদনা অনন্য।

-শ্রী

-


25 AUG 2020 AT 17:31

লাজুক চাওয়ায়
মৃত আমি.........

চেয়ে থাকা রোজ,
চাতক সাজা মন হয়না ক্ষান্ত
শুধু বন্দী আবেগ হয় অশান্ত......

লেখকের কলম চলতে নারাজ
শুধু তোমাকে দেখাই হয় তার কাজ......
-শ্রী

-


30 AUG 2021 AT 15:45

When his stars are not there...

-


23 JUL 2021 AT 18:13

We never know where we have to go but still we go...
Do you know why?
Because if you stop then that will supposed to be as your Death...
So move on...
because
It's the Life Dear...
❤❤❤❤❤❤❤

-


30 APR 2021 AT 11:31

হালকা স্পন্দনের মাঝে,
আজও তোমার ঠিকানা একই
সাঁঝবাতির নিভু আঁচে।।।

-


28 APR 2021 AT 23:21

এক চিলতে আস্তানা গড়তে।।

-


27 APR 2021 AT 9:41

একটা উষ্ণ পরশ কেবল ঠোঁটে গালে মেশে।
আঙুলের কথা চলে ভীষণ অনায়াসে
চোখের পলক থাকে স্তব্ধতার গ্রাসে।
অনুভূতির নামতা পড়া এখন হয় না তেমন যার
সময় হয়েছো বড়,তার কদর কোথায় আর?

-


26 APR 2021 AT 23:06

নিস্তব্ধতা নয় বাঁধ ভাঙুক,সময় যাচ্ছে বয়ে
কথারাও যে আসতে চায়,নাহলে তাদের অভিমান হয় যে মনে।।।

-


26 APR 2021 AT 8:48

পথ ভুলে যায় মন খারাপের ক্ষত।

-


Fetching পৃথা Quotes