বিরূপ  
202 Followers · 378 Following

read more
Joined 24 May 2019


read more
Joined 24 May 2019
11 JUN 2021 AT 22:19

অংকে ভুল হলে,
অংক টা কেটে নতুন ভাবে করতে বলতেন মাস্টারমশাই।


এখন ও অংক করতে হয়,
না, খাতায়-কলমে-সংখ্যার অংক নয়।

জীবনাংকে ভুল দেখার
না কোনো পথপ্রদর্শক আছেন,
না আছে, নতুনভাবে অংক করার সুযোগ।

অংক কেটে ফেলে ,সাদা খাতা কি জমা দেওয়া যাবে না আর?

-


6 SEP 2020 AT 15:45

স্মৃতির কণায় অর্ধ-প্রশমিত প্রথম মূহূর্তেরা।
আদি অন্ত জুড়ে,
তোমায় খাঁটি প্রেমিক ভেবে ছিলাম।

আদতে সংসারীর পলকজুঁই প্রেমে,
আমার সরলীকৃত হৃদয়খানি নিলাম।

-


22 JUL 2020 AT 18:43

"সবুজে সবুজ আর নীলিমায় নীল"
তরণীর তীর খানে 'আমি' তোমাতে বিলীন

-


17 JUL 2020 AT 0:14

ওহে!ডাঃ বিধান চন্দ্র রায়!
ভেঙে চুরে ইঁট কটা পড়ে আছে বাকি-
দূর্বা ঘাসে ফাঁসির দড়ি তৈরি করে রাখি।
আপনার নির্মান সুনিপুণ শিল্পে এ শিল্পনগরী,
আর এক বিধানের উদ্ভব আজ ভীষণ দরকারী।।

-


16 JUL 2020 AT 8:58

আমি বাঁচতে চাই...... কারণ এটা নয়.... যে, আমার হাজার সখ পূরণ বাকি।

বরং

আমি বাঁচতে চাই...... রহস্যময় এ পৃথিবীর অনেক কিছু দেখাই বাকি

-


2 JUL 2020 AT 14:46

এক আকাশ জুড়ে
আড়ম্বরের আলো,

শেষবেলা
দীঘির কালো জলে
মিলিয়ে গেল🖤

-


25 JUN 2020 AT 23:17

কলমে শান দেওয়া যার
চীরকালের অভ্যাস,
সে সাদা আকাশ জুড়েও
কাব্য ছোড়ে,
মেঘের কালির আশায়

-


19 JUN 2020 AT 0:57

আসলে,

কখনও কখনও আমাকে বোঝাটাও
তোমার বোঝা হয়ে দাঁড়ায়,

তবে,
বুঝতে চেয়ো না দায় ভেবে।

আমি সামলে নেব ঠিক,

যেমন প্রতি বার সামলে নি।

-


13 JUN 2020 AT 0:36

সে গতিপথের কি মানে
যেখানে নদী বয়ে চলে না?

-


7 JUN 2020 AT 21:37

যাচিলে নাটক,নইলে যোটক
কহিবে আশেপাশেও।
সেজন সুজন,বিপদে সহায়
হইবে যে প্রাণত্রাসেও।।

-


Fetching বিরূপ Quotes