অংকে ভুল হলে,
অংক টা কেটে নতুন ভাবে করতে বলতেন মাস্টারমশাই।
এখন ও অংক করতে হয়,
না, খাতায়-কলমে-সংখ্যার অংক নয়।
জীবনাংকে ভুল দেখার
না কোনো পথপ্রদর্শক আছেন,
না আছে, নতুনভাবে অংক করার সুযোগ।
অংক কেটে ফেলে ,সাদা খাতা কি জমা দেওয়া যাবে না আর?
-
জোয়ার তুমি কই?
মিথ্যা হাসির ছবির মেলা
দেখবে কত সই?
বোবা চো... read more
স্মৃতির কণায় অর্ধ-প্রশমিত প্রথম মূহূর্তেরা।
আদি অন্ত জুড়ে,
তোমায় খাঁটি প্রেমিক ভেবে ছিলাম।
আদতে সংসারীর পলকজুঁই প্রেমে,
আমার সরলীকৃত হৃদয়খানি নিলাম।-
ওহে!ডাঃ বিধান চন্দ্র রায়!
ভেঙে চুরে ইঁট কটা পড়ে আছে বাকি-
দূর্বা ঘাসে ফাঁসির দড়ি তৈরি করে রাখি।
আপনার নির্মান সুনিপুণ শিল্পে এ শিল্পনগরী,
আর এক বিধানের উদ্ভব আজ ভীষণ দরকারী।।-
আমি বাঁচতে চাই...... কারণ এটা নয়.... যে, আমার হাজার সখ পূরণ বাকি।
বরং
আমি বাঁচতে চাই...... রহস্যময় এ পৃথিবীর অনেক কিছু দেখাই বাকি-
কলমে শান দেওয়া যার
চীরকালের অভ্যাস,
সে সাদা আকাশ জুড়েও
কাব্য ছোড়ে,
মেঘের কালির আশায়-
আসলে,
কখনও কখনও আমাকে বোঝাটাও
তোমার বোঝা হয়ে দাঁড়ায়,
তবে,
বুঝতে চেয়ো না দায় ভেবে।
আমি সামলে নেব ঠিক,
যেমন প্রতি বার সামলে নি।-
যাচিলে নাটক,নইলে যোটক
কহিবে আশেপাশেও।
সেজন সুজন,বিপদে সহায়
হইবে যে প্রাণত্রাসেও।।-