নতুন ঠিকানা খোঁজের বশে
কেবল নিজেকেই দিচ্ছো ফাঁকি।
পুরোনো শহর ডাকছে তোমায়,
আজও সফল হওয়া বাকি...-
ইচ্ছাশক্তি অবাধ্য হলে পরে ;
সফলতার বাণী বাড়ায় না খিদে ।
বিফলতার গ্লানি মোছার দায়ে ,
নিয়তিকে দোষারোপ , বৃথায় বিঁধে....-
তিনটে মাত্র অক্ষর "সফল"
কত মানুষ সফল হয়, কতজন দেখে, কারাও বা আবার করে সাহায্য আর থাকে কিছুজন যারা এটা
সহ্যই করতে অপারগ!
কিন্তু তারাও আছে যারা এই শব্দটা ঠিক অত রকম ভাবে জানেনা, দেখতে হয়তবা কেউকেউ পায়না! তবু তারা বেঁচে থাকে!
অদৃশ্য তাদের কাছে সফলতা
তবুও তারাও অপ্রকাশিত জনসমুদ্রে হচ্ছে 'সফল', আর হবেও 'সফল'!-
সফলতা
হইবে না হইবে না, একথাটি কইবে না।
কেন হইবে না...... একবার ভাবিবে না.?
পাঁচ জনে তা করিলে, তুমি কেন না পারিলে.?
পারিবনা পারিবনা, একথাটি বলিবে না।
-
জীবনে বারবার অসফল হলেই যে তুমি অকর্মণ্য তা লোকে ভাবলেও তুমি নিজে কখনো ভেবোনা, সফলতা সহজ সাধ্য নয়, বহু কঠিনতা সহ্য করলে আর ভেঙে না পড়ে চেষ্টায় অবিরত থাকলে সফলতা অর্জন করা যায় কোনো এক সময়, মন্তব্য অনেকেই করতে পারে, যে এই কঠিনতা সহ্য করে সেই বিজয়ী হয়, মন্তব্য গুলোকে মনে রেখো আর মনে আশা রাখো যে তুমি সফল হবেই।
-
তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও জেনে রেখো সফল হতে গেলে অনেক বেশি বাঁধার সম্মুক্ষীন হতে হয়।
-
অদৃষ্ট কে দোষ দিওনা,কারণ নিজের কর্মের দায়িত্ব শুধু তোমার,কোথায় কি খামতি আছে সেটাকে খুঁজে বার করো,যদি মনে হয় সব ঠিক তবুও কেন অন্যরকম,তখন একটু রাস্তা বদলে নতুন কোরে ভাবার চেষ্টা করো,মন খারাপ আর থাকবেনা, কর্মে ও জীবনে সফলতা আসবেই।
-
হারিয়ে ফেলেছি প্রাণচঞ্চলতা,জীবন হয়েছে যন্ত্র বিশেষ,
এক এক অধ্যায় অতীত হবে হয়তো পড়েও থাকবেনা কোনো ধ্বংসাবশেষ,
কর্তব্য, আর দায়িত্ব পালনে ব্যস্ত মন ভুলেছি নিজের সফলতা,
আসল চেহারাগুলো আজ বহুরূপ,নেই বিন্দু মাত্র নিরাপত্তা,
প্রতিভা আজ বিক্রি হচ্ছে যার যতো ধন তার ততো মান,
আসল মানুষ?
তারা বিলুপ্তির পথে, ছলাকলার মাঝে হাবুডুবু খাচ্ছে তাদের প্রাপ্য সম্মান,
মিথ্যে আজ গ্রাস করেছে চতুর্দিকে কেবলই স্বার্থপরতা, আজ তুমি গুণী, কাল থেকে মুছে গেলে কি অদ্ভুত মানসিকতা,
তবুও জীবন তা সে যেমনি হোক তাকে বয়ে নিয়ে চলা,
মনের কথা না বলাই থাক উপযুক্ত স্থানে হবে অভিযান সুযোগ পেলে তখন তা হবে বলা।-