Iti Sarkar   (ইতি)
695 Followers · 141 Following

Assistant Teacher (Beng H/PG)
Joined 6 June 2017


Assistant Teacher (Beng H/PG)
Joined 6 June 2017
9 OCT 2018 AT 8:47


প্রতিটা দিনই বরং বলে যায় কিছু কথা ...
বৃষ্টি ভেজা স্বপ্নবিন্দু যেমন ঘাসের শীষে
পোহায় রোদ !
তেমনি আকাশপথে তারার সঙ্গমে সন্ধ্যে নামার গন্ধে
সলতে প্রদীপে দুঃখ জ্বালায় আজান সুর ...

– ইতি

-


1 OCT 2018 AT 22:29

তাই ফেরা হয়নি আর ,
তবু ঘর ফিরতি পাখির-দল ।

একা গল্প সে আমার ...
ভালোবাসার ছিল বানান ভুল ।

– ইতি

-


30 SEP 2018 AT 11:27

বৌদি হাঁপাতে হাঁপাতে খবর দেয় যে , রঞ্জনার পাড়াতুতো দাদারা বাড়ি ঘেরাও করেছে !

-


29 SEP 2018 AT 22:33

কাজের মাসি কাজের অছিলায় ঘরে এসে ক্লিভেজ দেখায় ...

-


29 SEP 2018 AT 16:26

জানি না কেন , শূন্য মনের নেশার ঝোঁক
গল্প হারায় খেই ।
পরকীয়া প্রেম ! ক্ষণস্থায়ী শোক ,
তবু জীবন ছন্দ সময়ের মুজরায় ।

–ইতি

-


28 SEP 2018 AT 22:45

ইতিহাস সৃষ্টি হচ্ছে প্রতি মুহূর্তে বুকের বাঁ-পাশে ,
ভাবনায় যখন অবকাশে মুহূর্তগুলোর আঁধি ।

স্মৃতিতে সঁপেছে জীবন । চলছে কাঁটা কম্পাসে ,
আদিম সভ্যতায় খুঁড়ে রেখেছে যারা নিজের সমাধি ।

– ইতি



-


19 SEP 2018 AT 18:14

দস্যিপনার কোন এক বেলায় দেখেছিলাম যারে ।
বন্দি যত ইমোশন পলকে জেগেছিল চোখের ধারে !
ঝড়ের তোড়ে রিমঝিম , হারিয়েছিল দুটো ঠিকানা ।
হাত বাড়ালেই আজ ছুঁতে পারি ,শুধু প্রেমটাই মনে আসে না !

মন ভাঙার রীতি পায় না কখনো স্বীকৃতি ।

– ইতি

-


18 SEP 2018 AT 18:35

ধমনী বেয়ে বাড়ছে যত প্রেমের খিদে ,
ভেজা অন্তরমাস তবুও জটিল আবর্তে
গন্ডিহীন সীমারেখা চারদেয়ালের মৌনতায় ।

প্রত্যাশারা নিহত
ক্ষণিক স্বপ্ন বুনেই !

যেন আজন্মকাল বাকি আছে চিঠিলেখা ,
পৃথিবী নগ্ন দেহে ক্ষয় হচ্ছে রোজ
তেলেনেপোতা আর হয় না আবিষ্কার ।

– ইতি

-


15 SEP 2018 AT 20:52

গাড়ির হর্ণে স্থির চোখদুটোর বিমূঢ়তা কাটল । ল্যাম্পপোষ্টের নীচে একমুঠো চালের চারমুঠো গ্রাস দেখতে দেখতে হারিয়ে গিয়েছিলাম ।

ঝুম বৃষ্টিতে গলির মুখে নেমে ভেজা কাক হয়ে ঘরে ফিরে কফি খেতে খেতে হাতে নিলাম বিভূতিভূষণের 'পথের পাঁচালী' ।

হরিহর সর্বজয়ার সাংসারিক কাহিনী পড়তে পড়তে সম্বিৎ ফিরল ! ইনবক্সে অনিমেষদাকে জানালাম , কালকের হেডলাইন ... " পথের নয় , জীবনের কাহিনী ! "

– ইতি

-


11 SEP 2018 AT 15:28

পরিত্যক্ত সময়গুলোর ইশতেহারে ...
ক্ষয়ে ক্ষয়ে হারাই নিজেকে রোজ ! শোক ,
মনগড়া অমিত্রাক্ষরে বাঁধি আকাশের সাতটি তারা ।
আরশিনগরে লেগেছে মহামারী ! হিসেব হয়নি কখনো
যদি পারতাম ভুলে যেতে...
বৃষ্টির শত শত পাপ । বুকের মফঃস্বলে
ছুঁয়ে থাকে যত নষ্ট অভিমান।

পরিত্যক্ত সময়গুলোর ইশতেহারে ...
ছুঁয়ে থাকে যত নষ্ট অভিমান ।

– ইতি

-


Fetching Iti Sarkar Quotes