Iti Sarkar   (ইতি)
700 Followers · 141 Following

Assistant Teacher (Beng H/PG)
Joined 6 June 2017


Assistant Teacher (Beng H/PG)
Joined 6 June 2017
2 SEP 2018 AT 10:39

সব থেকেও কী যেন নেই ..
ভালোলাগাগুলো সাঁতরে বেড়ায় এপার থেকে ওপার ।
ভালোবাসা আত্মঘাতী । সৃষ্টি তবু ন হন্যতে ;
বঙ্গোপসাগরীর অকাল বায়ুতে অবসাদ সাদাকালো ছবি..
আধফালি চাঁদ নিখোঁজ প্রেমে শায়েরী জমায় !

বিরহ আবহমান ! ....বাকিটা ব্যক্তিগত ..

– ইতি

-


16 FEB 2018 AT 15:09

নাসিকা গর্জন নিয়ে সবাই জোর গলায় দাবি করে সে নাকি নাক ডাকে না ।ঘরঘর খরখরে তর্জন এ বা সে তুমি করে ,তাহলে বলি নাসিকা গর্জনের তর্জন শুনতে হলে চলে আসুন আমাদের বাড়ি ...অধিকাংশ সদস্যই রাতের বেলা ছুঁচোর কেত্তন করে ।আমার মা ঘুমিয়ে পড়তে না পড়তেই ফু-উ ফু-উ
টিভি চলছে শাশুড়ি মুখ ঝামটা দিতে দিতে বউকে ধাক্কা দিয়ে বের দিল ...আমার মা জানতেই পারলো না তবুও স্বীকার করবে না নাক ডাকছিল 😴😴।
আমার বাবা ঘুমানোর কিছু সময় পর থেকে নিশ্চিন্ত হওয়া যায় যে ,বাড়িতে চোর আসবে না গর-র-র-র তর্জনে ,আর আমার দিদির কথা কি বলবো ও তো বেশ মোটাসোটা । হয়তো বসে গল্প করছি সবাই হঠাৎ ব্যাকগ্রাউন্ড সুর ...ফুস-ফুস -ফুস ..বড্ড মায়া হয় ।
আমার দাদু যখন আমাদের বাড়ি আসে তখন বাড়িতে উচ্চাঙ্গ সংগীতের আবহ তৈরি হয় ...সারা রাত বাড়ির আনাচে কানাচে সুর ছড়িয়ে পড়ে ,ঘুমের বারোটা বেজে দশ মিনিট তখন ভাবি এ কোন পরিবারে আছি সবাই ঘুমায় আমার ঘুম কেড়ে নিয়ে ।
ও হ্যাঁ পরিবারের আরেক সদস্যর কথা না বললেই নয় ...সে আর কেউ না স্বয়ং আমি 😛যদিও আমি কখনো প্ৰমাণ পায় নি যে আমি নাক ডাকি ।কিন্তু সবাই যে বলে
আমি নাকি প্রতি রাতে তাল লয় সুরের রিমিক্স ....থাক নিজের কথা ।
কারোর নাক ডাকা শুনলে হাসি পায় আমাদের আবার বিরক্তের কারণ হয়ে দাঁড়ায় ... ।তাই নাসিকা গর্জন থেকে বিরত থাকুন ।😁😁

-


9 OCT 2018 AT 8:47


প্রতিটা দিনই বরং বলে যায় কিছু কথা ...
বৃষ্টি ভেজা স্বপ্নবিন্দু যেমন ঘাসের শীষে
পোহায় রোদ !
তেমনি আকাশপথে তারার সঙ্গমে সন্ধ্যে নামার গন্ধে
সলতে প্রদীপে দুঃখ জ্বালায় আজান সুর ...

– ইতি

-


1 OCT 2018 AT 22:29

তাই ফেরা হয়নি আর ,
তবু ঘর ফিরতি পাখির-দল ।

একা গল্প সে আমার ...
ভালোবাসার ছিল বানান ভুল ।

– ইতি

-


30 SEP 2018 AT 11:27

বৌদি হাঁপাতে হাঁপাতে খবর দেয় যে , রঞ্জনার পাড়াতুতো দাদারা বাড়ি ঘেরাও করেছে !

-


29 SEP 2018 AT 22:33

কাজের মাসি কাজের অছিলায় ঘরে এসে ক্লিভেজ দেখায় ...

-


29 SEP 2018 AT 16:26

জানি না কেন , শূন্য মনের নেশার ঝোঁক
গল্প হারায় খেই ।
পরকীয়া প্রেম ! ক্ষণস্থায়ী শোক ,
তবু জীবন ছন্দ সময়ের মুজরায় ।

–ইতি

-


28 SEP 2018 AT 22:45

ইতিহাস সৃষ্টি হচ্ছে প্রতি মুহূর্তে বুকের বাঁ-পাশে ,
ভাবনায় যখন অবকাশে মুহূর্তগুলোর আঁধি ।

স্মৃতিতে সঁপেছে জীবন । চলছে কাঁটা কম্পাসে ,
আদিম সভ্যতায় খুঁড়ে রেখেছে যারা নিজের সমাধি ।

– ইতি



-


19 SEP 2018 AT 18:14

দস্যিপনার কোন এক বেলায় দেখেছিলাম যারে ।
বন্দি যত ইমোশন পলকে জেগেছিল চোখের ধারে !
ঝড়ের তোড়ে রিমঝিম , হারিয়েছিল দুটো ঠিকানা ।
হাত বাড়ালেই আজ ছুঁতে পারি ,শুধু প্রেমটাই মনে আসে না !

মন ভাঙার রীতি পায় না কখনো স্বীকৃতি ।

– ইতি

-


18 SEP 2018 AT 18:35

ধমনী বেয়ে বাড়ছে যত প্রেমের খিদে ,
ভেজা অন্তরমাস তবুও জটিল আবর্তে
গন্ডিহীন সীমারেখা চারদেয়ালের মৌনতায় ।

প্রত্যাশারা নিহত
ক্ষণিক স্বপ্ন বুনেই !

যেন আজন্মকাল বাকি আছে চিঠিলেখা ,
পৃথিবী নগ্ন দেহে ক্ষয় হচ্ছে রোজ
তেলেনেপোতা আর হয় না আবিষ্কার ।

– ইতি

-


Fetching Iti Sarkar Quotes