QUOTES ON #সপ্তমী

#সপ্তমী quotes

Trending | Latest
23 OCT 2020 AT 11:46

"মায়ের বরণ"
(অনুগল্পটি রয়েছে ক্যাপশনে)

-


23 OCT 2020 AT 7:26

" নবপত্রিকার আগমন "

অশুভ শক্তির শোধনে মহাসপ্তমীর আমন্ত্রণ,
হৃদয়তন্ত্রী বাঁধভাঙ্গা ধ্বনিত আনন্দের বোল।

মন্ডপ সেজেছে নিজের রং মেশানো ভাষায়,
দেশ-বিদেশের বাঙালি হৃদয় গ্রথিত এক ধাগায়।

নবপত্রিকার আগমন শঙ্খ-উলু ধ্বনির রবে,
লাল পাড়ে সাদা শাড়ি ঘোমটা পরা বধূর রূপে।

দর্পণে দেবীর মহাস্নান পুষ্প-বিল্বপত্রে,
উৎসবের আয়োজন পূজা-পুষ্পাঞ্জলীতে।

কল্পনায় প্রতিষ্ঠিত মা ত্রিনয়নী মনের আসনেতে,
আদ্য শক্তির আরাধনা সকলে ভক্তিযুক্ত চিত্তে।

চালচিত্রে মহাদেব যৌথ পরিবারের মস্তকোপরে,
কার্তিক,গণেশ,লক্ষ্মী,সরস্বতী পূজা পালন শাস্ত্রমতে।

ভক্তিভরে নতশির প্রণমী করজোড়ে,
প্রসাদ বিতরণ মণ্ডপে মণ্ডপে পূজা সমাপনে।

-


3 OCT 2022 AT 10:03

মহালক্ষ্মী, মহামায়া'র আগমণে জাগরিত হোক শুভচেতনা
মহাসপ্তমীর মহামন্ত্রে সপ্তলোকে জাগে নব-আনন্দের অপূর্ব প্রেরণা

-



শুভ মহা সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই তোমাদের এবং তোমার পরিবারের সকলকে।

-


23 OCT 2020 AT 10:32

সপ্তমীতে হাতের মুঠোয় বৃষ্টিফোঁটা।
রাস্তা ফাঁকা খুব একটা কেউ বেরোয়নি আজ।
আজ সকালে দেবীকে তাই দেখতে এলো,
তিনটে চড়াই, একটা বেড়াল আর দুটো গাছ।

-


16 OCT 2018 AT 7:13

মা তুই কিসে খুশি পাঁঠা বলির রক্তে
না কি খুরধার অস্ত্রে?
আমারও একটা ছোট্ট মা আছে, সে খুশি
ফুটপাতের সস্তা বস্ত্রে।।

-



মহাসপ্তমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা

সমস্ত যা আছে সব কালো, দুর্বিষহ
তোমার আভায় পুড়িয়ে দাও
ফোঁটাও নতুন আলো

টুসি





-


16 OCT 2018 AT 12:53

দুঃখ আছে, দুঃখ থাকেই, আজ ভুলে যাও সব তুমি
কিছু কিছু দিন উদযাপনের...আজকে যেমন সপ্তমী

-


16 OCT 2018 AT 9:00

ঘর সেজেছে নিজের রং মেশানো ভাষা,
মাদাম কুড়ি সপ্তমীতে ক্যালেন্ডারে আসা।🙏
-Guria

-


10 OCT 2024 AT 17:50

শুভ সপ্তমী।🙏🙏

-