।।জোনাক,ছাতিম।।
ছাতিম ফুলের গন্ধ তোমার শরীর জুড়ে।
বুকের ভেতর জ্বলতে থাকা জোনাক আলো ।
আমরা যারা বেড়াই ঘুরে ভর দুপুরে;
কেমন করে তাদের তুমি বাসবে ভালো?
তোমার ভিতর বিছানো এক শীতল পাটি
সেইখানেতে বসবো বলেই লম্বা পাড়ি।
আমরা যারা তেষ্টা নিয়ে রাস্তা হাঁটি;
তারা হলাম ভীষন বোকা খুব আনাড়ি
সেই বোকাদের ভিতর থেকে আমায় নিলে,
ছাতিম ফুলের গন্ধে বিবশ সারা শরীর।
বুকের কাছের দীঘির মতো ছোট্ট তিলে,
ডুব দিয়ে আজ বলছি এসো আদর করি.
আদর শেষে সময় ঝড়ুক আস্তে ধীরে।
ভালোবাসার জোনাক জ্বলুক, আগুন যেন।
এখন যখন তোমার থেকে যাচ্ছি ফিরে,
ছাতিম ফুলের গন্ধ আমায় ঘিরছে কেন?
-
♟️দাবা খেলতে পছন্দ করি, কিন্তু ... read more
আমাদের কিছু নেই ,
মৃত কোনো নক্ষত্রের মতো
ধিকি ধিকি জ্বলে নিভে গেছে ভালোবাসা।
ঠাকুর ঘরের মেঝেতে অবহেলায় পড়ে থাকা বাসী শিউলির মতো ম্লান মুখ তোমার।
আমিও যেন ডানা ভাঙ্গা গাংচিল ,
বহুদূর যাওয়ার উদ্যোগ নেওয়ার আগে
কোনোমতে কাশের খেত পেড়িয়ে উড়ে এসে বসলাম তোমার পাশে,
তারপর হঠাৎ যদি
আমাদের নিভে যাওয়া নক্ষত্রে
যদি আবার আগুন জ্বলে ওঠে
তাহলে ?
-
মেঘ কলশির মুখ দিয়ে আজ খুব ঝরে যায় জল।
অঝোর ধারায় যাচ্ছে ভিজে মোড়ের চায়ের স্টল।
রিকশাওয়ালা জল ঠেলে যায়। বর্ষাতিদিন স্টার্ট।
হঠাৎ কেমন অন্যরকম রাস্তা এবং ঘাট।
অম্বর জুড়ে গরজি বাদল।গুরুর গুরুর গুম।
সমস্তদিন সারাটা শহর বারিষধারায় ঝুম।
বেশ কিছুদিন ঝগড়ার পর বন্ধ তোমার ফোন।
বুকের ভিতর কেমন একটা শান্ত ঠান্ডা মন।
চাইলেও আর হয় না আলাপ ।চোখের মধ্যে ঝিল।
হাজার রকম বারণ - নিষেধ পাত্তা দ্যায় না দিল।
তাই এই লেখাতে ফিরিয়ে দিলাম আমার দিকের টান।
মাতাল হাওয়ায় শহর শুনুক ভালো থাকবার গান।
-
আবার হাসিমুখে সবাই পাশের মানুষটাকে চিৎকার করে বলি, "আমি আজ খুব ভালো আছি, তুমিও ভালো থেকো"
-
উঠে আসে মাছেদের ফিসফাস,
হাঁসেদের দল শরবনে নেমে মুখ ঢাকে
এমন দুপুর তুমি খেয়ে উঠে আঁচানোর পর
তোমার আঙুলের হলুদে লেগে থাকে...-
Let's share the journey and let's make it memorable for both of us
-