QUOTES ON #শুভ_সকাল

#শুভ_সকাল quotes

Trending | Latest
17 APR 2019 AT 8:37

দিশেহারা আমি... হয়ে ক্লান্ত অবেলায়।
জানি, নিশিত রাতের জড়ানো দুঃস্বপ্ন দেখেছিলাম আবেগের টানে।

চোখ খুলে দেখি, "বাস্তব" পরিকল্পিত নিয়তির আধার। যা প্রতিনিয়ত অনিচ্ছুক পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে বহুবার।

-



আজকের সকালটা আমি তোমায় দিলাম,
তোমার ভেজা চুলের গন্ধে আমি মুগ্ধ হলাম।।
ভালোবাসা আর ভালোবাসা সকালের শুরুটায়,
এবাবেই যেন মোদের জীবন আনন্দেকেটে যায়।

-


16 MAY 2021 AT 8:35

রাত পুড়ে যেতো তখন
আমার জোড়া মন ভেঙে জ্বলছিলো যখন;
রাত জেগে থাকতো বালিশ চাপা কান্নার শব্দে,
গ্যালারির কিছু স্মৃতি আর পুরোনো ম্যাসেজের স্ক্রোল করে ঘুমের হয়েছিলো পতন।

আজ বছর দুই পর কোনো রকমে নিজেকে সুস্থ করেছি,
টুকরো মনকে কবিতা দিয়ে ভালো রেখেছি,
উপন্যাস, জীবনানন্দ সকলকে সঙ্গী করেছি
আমি এখন ভালো আছি।

এই ভাবে যত্নে থাক সকলের
ভেঙে যাওয়া টুকরো মন,
ভাঙ্গাচোরা তো জীবনের নিয়ম
তাই বলে কী বেঁচে থাকা বারণ?

-



যদি একবার বলতে
"ওগো.. ও প্রিয়তমা.....
শুনছো..
নাকি....
বাতাসে কান পেতে তুমিও ...
আনমনে বিরহ ব্যাথা নক্সী কাঁথায় বুনছো??

তোমাকে কত কাল দেখিনি...,
তবু .....
আদরে সোহাগে বুনেছো যে মায়াজাল,
আজও আছি বাঁধা সেই পাঁজরে।

প্রতিদিন কাকভোরে দূর্বা, তুলসী
যেমন সুগন্ধি সাবান জলে স্নাত হয়!!
তেমনি করে আমিও রোজ....
স্মৃতির চাদরে তোমাকে জড়িয়ে ধরি।
শিহরিত হই।

যেন রোজই তোমার আমার প্রথম আলাপ হয়
নতুন করে।
আমার প্রিয় অপরাজিতার নীল ঝিনুক ফুলটি
যেন...
তোমার লম্বা কালো চুলে সাজানো লাল গোলাপ।"

-



অভিনয় করতে করতে তুমি আমি দুজনেই ক্লান্ত,
আজ ভালোবেসে ভোরের নদীর মতো হয়ে যাব শান্ত।।

-


14 APR 2020 AT 8:41

বৈশাখী - ৭
নতুন নতুন হলদে শাড়ি আর স্পঞ্জিত জুঁইফুল,
সাদা পাঞ্জাবি বৈশী ছোঁয়ায় যেন শ্বেত-রাঙা কাঁশফুল।
শুভ্রতরো গগনের কোলে তোমার ভালোলাগার উচ্ছাস,
দিন প্রতিদিন পাই খুঁজে আমি তোমার ভালোবাসার বিশ্বাস।
শুভ নববর্ষ ১৪২৭

-S🔴mraj✍️


-


14 SEP 2020 AT 6:27

বজ্র বিদ্যুৎ ঝড় বৃষ্টি , এই নিয়ে কাটলো রাত -
ঘুম ভেঙ্গেই মিললো দেখা এক রঙিন প্রভাত ‌।

-


1 JUL 2022 AT 9:29






-


3 MAY 2019 AT 7:34

বৃষ্টি ভেজা ভোরের বেলায়,
মন হারানো পাগল হাওয়ায়-
চুপকথাদের রাত হল সাড়া,
রূপকথারা তবু স্বপ্ন সাজায়।

এতক্ষণের বৃষ্টি-খেলায়,
মেতেছিল রাত সারাবেলায়;
ভোরের এই শান্ত ভূতল,
বৃষ্টি-রাতের গল্প শোনায়।

মিষ্টি এক রোদের আলোয়,
আড়মোড়া ভেঙে সকাল তাকায়;
কোকিলের ওই কুহুতানে,
শুরু হল দিন, নতুন আশায়।।

-


10 JUL 2017 AT 8:35

।। এলোমেলো ১ ।।
© মৃন্ময় দাস ( অপরিণত_কলম )

শহর জুড়ে বন্যা যখন…
আমি তখন জানলাই…
শরীর জুড়ে কাক ভেজা ভাব…
শুখচ্ছে মন আলনাই…
কেদারা তে এলিয়ে জীবন তৃষ্ণা…
হাতের মুঠোয় "পাগলি তোমার জন্য"..…
শহর জুড়ে উষ্ণ চায়ের আমেজ…
ঘরের শালিক জলের ঠেলাই বন্য…

-