চোখের বালি  
1.6k Followers · 3 Following

Joined 22 October 2019


Joined 22 October 2019
28 AUG 2022 AT 19:44

আজ.. মনের... খুব জ্বর!!!!
এই উত্তাপ থার্মোমিটারের পারদকে হার মানাতে পারে।
কিন্তু তার মন কে পারে না।

-


23 AUG 2022 AT 22:16

খুশির মুহূর্ত গুলিতে নয়..
মন খারাপ হলে..
একবার ডাক দিও প্লীজ.....

-


23 AUG 2022 AT 20:54

জীবনে এমন কেউ থাকে...
যার জন্য শুধু দু-দিন বা দু -বছর নয়,
তার জন্য সারা জীবন অপেক্ষা করা যায়।

-



তোমাকে ভালো বাসার, তোমাকে ভালো রাখার ইচ্ছেটা বাঁচুক অনন্ত কাল।
অন্ততঃ যতদিন এই পৃথিবী বাঁচবে ততোদিন।
আমি থাকি বা না থাকি।

-



কিছু কথা , কিছু ইচ্ছে মাঝে মাঝেই ঝড় তুলে,
তীব্র ঝড়।
আমি নিরূপায় শক্ত গাছটির মত চুপ চাপ ঝরায় পাতা।

-



তিল তিল করে ফেলে আসা দিন গুলির ভালো মন্দ সংগ্রহ করে বানিয়েছি স্মৃতির এক মস্ত মৌচাক।
মিনিটে মিনিটে পাল্টে যাওয়া জীবন আর পাওয়া না পাওয়ার দীর্ঘ্য একটা সময় লুকিয়ে আছে এই মৌচাকের কোটরে কোটরে।
ছেলেবেলা থেকে প্রয়োজনে কাছে পাওয়া, পাশে পাওয়া কিছু আপনজন।
কেউ বা আপন হয়েও ছিল না আপন।
এরা সবাই আমার প্রিয়জন।
আমি মাঝে মাঝেই দেখা করে আসি, চোখের পলকে তাদের ভিজিয়ে রাখি ।
নেই কারো প্রতি আক্রোশ , নেই ঘৃণা, ভালোবাসি সবারে সমান।
সবাই আছে সমান অধিকারে এই মৌচাকে।

-



আমার ভাবনার শহর,
তোর ছবি আঁকা হোর্ডিং এ ভর্তি।

-


28 SEP 2021 AT 16:29

তুই ছাড়া পৃথিবী সুন্দর হতেই পারে না।
কক্ষনো না.....
কোনও... দিনও.... না।

-


28 AUG 2021 AT 22:51

অপরাধের তপ্ত বালিতে ঢাকছে মন,
পুড়ে ছারখার ভেতর বালিশ,
শরীর জুড়ে পক্ষাঘাতের চলছে আয়োজন।
এমন সময়..
মাথার উপর একটা কালো মেঘ খুব দরকার ছিল,
কিন্তু এখন শ্রাবণ অনেক দূরে....

-


28 AUG 2021 AT 11:03

আমি কথা দিচ্ছি,
তোমার অপেক্ষা করতে করতে মরে যাবো,
তবু ক্লান্ত হবো না....

-


Fetching চোখের বালি Quotes