Ritesh Goswami   (Ritesh(অস্থির ))
89 Followers · 57 Following

read more
Joined 27 July 2020


read more
Joined 27 July 2020
28 APR 2022 AT 21:09

এখনও অনেক কিছু আছে বাকি
এখনও কিছুই হয়নি খালি
তারা জমা রাত এখনও একা করেনি আমাকে
এখনও ভোরের কুয়াশা বুকে ঠান্ডা জমায়নি।

এখনও অনেক কিছু আছে বাকি
এখনও পাতা কচি আছে,
এখনও ট্রেন থেমে যায়নি,
বেশ কিছুটা সমাজ দেখলেও
জগৎ দেখা এখনও হয়নি।

-


1 APR 2022 AT 7:43

মানুষ যেভাবে প্রতিদিন মানুষকে বোকা বানাচ্ছে
তাতে এপ্রিল ফুল বলে আর কোনো নির্দিষ্ট দিন হয়না।

-


30 MAR 2022 AT 9:36

।। পৃথিবীর চোখ।।

পৃথিবীর বুকে পৃথিবীর চোখ
তাতে আছে গভীর জগৎ
হাজার বছর ধরে দেখছে সে
কতো মহিখাত, শৈলশিরা, প্রবাল প্রাচীরের সৃষ্টির গল্প।

কোটি কোটি স্রোতের দাগ
লেগে আছে চোখের পাশে,
নীল সমুদ্রের মাঝে চোখ মেলে সে
সমুদ্র সাজায় আকাশে।

-


24 MAR 2022 AT 8:38

।। না বলা কথারা ।।

কালো পর্দায় নিজের মুখে
না বলা কথাদের ছায়া পড়ে,
যারা প্রতিনিয়ত নিজেদের স্বপ্ন
বলার মাধ্যমে পূরণ করতে চায়ছে।
উজ্জ্বল মনি কোটা থেকে নিরব ভাষার স্তূপ
দূরের সমুদ্রে সৈকতে আছড়ে পড়ছে।
না বলা কথা দের শব্দপাত
বৃষ্টি ডাকছে দক্ষিণের কালো মেঘে,
না বলা কথাদের লাল ধুলো
ধুলায়িত করছে প্রাচীন শব্দথাক গুলোকে।

সহ্য করেছে হাজার যন্ত্রণা, হাজার বেদনার চাপ,
তাও তারা মুখ বুঝে না বলা কথা হয়ে আছে আজও,
আশায় বাঁচছে তারা
মিথ্যা সাজিয়েছে নিজেদের সাজঘর।

-


23 MAR 2022 AT 16:34

।। দরজা খুলবো না আর ।।

দরজা বন্ধ, ওপারে বোবা ভূত!
বুক চেপে বসে আছে
ধরবে বলে;
না খুলবো না
কিছুতেই খুলবো না দরজা।
বিমর্ষ, উপেক্ষা, ক্রন্দন, নিঃস্তব্ধ স্বন্দন দু হাতে নিয়ে
বসে আছে সে আমার দরজার বিপরীতে।
ভেজা কান্না ছিটিয়ে দেবে আমার গায়ে,
চুন খোসা অন্ধকার দেওয়ালে বন্দী করবে—
সে আমায় ছুঁতে পেলে।

তাই তো আমি দরজা খুলবো না,
আর তাকে ভালোবাসবো না,
মানুষ একবার ভুল করে বার বার না।
না, আমি আর তার চোখে চোখ রাখবো না,
আমি আর তাকে কিছুতেই কাছে টেনে
ভালো বাসবো না...
বাসবো না...
বাসবো না..................

-


23 MAR 2022 AT 9:44

মহা বিষণ্ণতার উপর সিড়ি দিয়ে যদি আরও উপরে উঠি
তারপর যদি আকাশে হাত রাখি,
আকাশে একটা তুলি দিয়ে সাগরের ঢেউ এঁকে
তার মধ্যে সকলের দুঃখকে ভাসিয়ে দিই—
তবে কী কবিতা বলে কিছু আর থাকবে?

— না, থাকবে না। দুঃখ ভুলে গেলে কবিতাও
হারিয়ে যাবে। আনন্দের রসের চেয়ে দুঃখের রস
অনেক গাঢ়। মানুষ খায় বেশী।

-


21 MAR 2022 AT 8:56

"ভালোবাসি, শুধু তোমাকেই ভালোবাসি"—
বাক্যটা শুনলে আজ হাসি পায়,
ছেলে খেলা বলে বোধ হয়;
বাবুই এর ফাঁকা বাসার মতো দেখতে ভালো লাগলেও,
আকাশের এক বুক সুরের মতো শুনতে ভালো লাগলেও—
বাক্যটা নিছকই একটা ছেলেখেলা মনে হয়।
আসলে আমিও এক সময় বাক্যটাকে
উন্মাদের মতো বিশ্বাস করতাম,
নীল সমুদ্রের মতো গভীর ভাবতাম,
তারপর আর কী.....

দূরে চলে যাওয়ার গল্প কী শুধু আমার,
যে এই পৃথিবীতে বাঁচে সবাই প্রায়
এই দুর্যোগে ভোগে।

-


15 MAR 2022 AT 21:14

আমি যা

-


15 MAR 2022 AT 9:15

পণ্যের দাম যতো বাড়ছে
মানুষের দাম ততো কমছে।

-


8 MAR 2022 AT 10:30

*নারী মানে প্রাণের কেন্দ্রবিন্দু*

উপ্যাখান নাট্য থেকে সুদূর ভবিষ্যতে-
যতো দিন নিশ্বাসের শব্দ শোনা যাবে
ততদিন নারীর রক্তম্বুজা ফুলে একটা একটা করে
জীবনের পরাগ জন্ম নেবে।
সূর্যের ঔরসে কখনো এলোকেশী বেশে,
কিংবা কখনও নদীর মতো অম্লান কেশে—
নারীর মৃন্ময়ী শক্তি চিন্ময়ী রূপে
পৃথিবীর বুকে প্রাণের গাছটি ধরে।


সকল নারীকে জানাই নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। 🙏🙏🙏🙏

-


Fetching Ritesh Goswami Quotes