প্রত্যেক ভাঙা কাঁচে মানুষ রাবণ হয়ে ওঠে
-
9 MAY 2020 AT 16:54
জ্বলছে,
কত চিতাই তো জ্বলছে-
প্রতিনিয়ত কত মৃতদেহ,
সব মৃতদেহ কি চিতার আগুনে পোড়ে?
কথিত আছে,
রাবনের চিতা এখনো জ্বলন্ত।
-
6 AUG 2020 AT 2:02
সীতাকে অগ্নি পরীক্ষা দেওয়া রামের থেকে,
বোনের জন্য মরা রাবনই সেরা।।-
21 JAN 2019 AT 8:00
দু-চার কথার আদিখ্যেতা,উদ্দেশ্য শরীর টাকে খাওয়া,
মনন টা কে ছিবড়ে করে, অতীত টা কে ধোঁয়া,
অাকাশ থেকে রক্ত ঝরে, কার্পেট চেপে লুকোস,
দশানন এর মানছি দশটা মাথা, তবে ছিলোনা কোন মুখোশ।।-
27 AUG 2020 AT 20:22
বেশ কালো, কন্ঠ কালো
আমি আঁধারের প্রতীক।
তোমার জন্য রাম ভালো
আমি রাবনই ঠিক।।-
9 MAY 2020 AT 23:33
শুরু শুরুতে সবাই দেয়, কয়েকশো রকম ভাষন,,
শেষমেশ লঙ্কায় যেই আসে, সেই তো হয় রাবন।।-
30 OCT 2020 AT 3:19
শুধু রাবন, মহিষাশুররা কেন মরবে!
কৈকয়ী, মন্থরারা
কি যুগ যুগ বেঁচে থাকবে?-