যে কোনো সম্পর্কে একটা সূক্ষ্ম দূরত্ব থাকা খুব জরুরী,যে দূরত্বে বিপরীতে থাকা মানুষটি না তোমাকে দুঃখ দিতে পারে, না তুমি তাকে।।
-
... read more
হারিয়ে ফেলার ভয় পাই ,এ কথা তুমি জানো,,,
সব জেনেও,নিয়ম এটাই, শুধুই হারানো ।।
— % &-
শিল্পীর, কোন লিঙ্গ হয় না, ধর্ম হয় না, জাত হয় না, বর্ন হয় না,,,,
যারা শিল্পকলা না দেখে,,,,লিঙ্গ, ধর্ম, জাত, বর্ন,, দেখে শিল্পের বিচার করে,,, তারা কখনো শিল্পী হতে পারে না।।-
বিরহ-বিচ্ছেদ মিশে যাক ,
ভোরের শিশির কণায়,
কুয়াশার চাদরে...।
শীতের দুপুর ফিরে পাক,
এক ফালি রোদের হাতছানি,
রুক্ষ ডিসেম্বরে....।।-
মুখে-চোখে ভাজ যতই বাড়ুক,
চুল হয়ে যাক ফ্যাকাশে,,,,
নতুন করে রোজ পড়বো প্রেমে তোমার,
শুধু তোমায় ভালোবেসে।।-
সরে আসা ঢের ভালো, ভির-ভার এর চেয়ে,
মাঝে একটু একলা হতে হয়, নিজেকে নিয়ে।।-
প্রেম আসে, আবার প্রেম ফিরে যায়,
সেই একই পথ দিয়ে।
খাঁচার ভিতর প্রাণ পাখি মোর,
রয়ে যায়, এক কোনায় বন্দি হয়ে।।-
যারা সব সময় হাসায় তোমায়,
তাদেরও কষ্ট হয়।
তাদেরকে বুঝতে গেলে,
মন পড়তে জানতে হয়।।-