QUOTES ON #রাগ

#রাগ quotes

Trending | Latest
16 DEC 2020 AT 13:12

"কখনো এমন হয়েছে ???"



(গোটা লেখাটা ক্যাপশনে, চোখ রেখো....😊❤️🙏)

-


21 SEP 2018 AT 16:29

মনের অনুরাগ পুষছে
তোমার অনবরত আবেগ,
সমবাদি স্বরে সুর মেলাচ্ছে
রাগ দেশ ও মেঘমল্লার,
কবিতার গায়ে মেঘের গর্জনে
তোমার আগমনবার্তা,
ওগো বৃষ্টি, তোমার আলিঙ্গনে
আমার স্বর্গবাস।

-


23 JUN 2020 AT 16:38

রাগ-অনুরাগের পালাবদলে সবুজ হারিয়ে হৃদয় কবেই হয়েছে রিক্ত,
রাতের নির্জনতায়,হয় প্রতিদিন,দুটি আঁখিপল্লব মোর সিক্ত।
জীবন মরুভুমে অবুঝ হৃদয়ও আর খোঁজে না ওয়েসিস,
একাকী জীবনের শিরায় শিরায় ছড়িয়ে পড়েছে শুধু মনখারাপী বিষ।

-


26 JUL 2020 AT 14:26

বেশিরভাগ

রাগ কমে গেলে, কিছু করার ইচ্ছে কমে যায়
কিন্তু ইচ্ছে বেড়ে গেলে, রাগটা আর বাড়ে না

-


21 NOV 2021 AT 10:31

রাগের নাম বদনাম
আপন আপনেই ফেরে
অস্পষ্ট শিকড়-শিরায়
হারতে চেয়েও যাচ্ছি হেরে।

-


19 APR 2020 AT 4:17

আজকাল অল্পতে রেগে উঠি খুব
মাথার পাশের টেবিল লাম্প ধোঁয়াটে লাগে-
মানুষ নিজে নিজেই দ্বীপাক্ষিক এখন
মাথার ভেতর ঢুকে যেতে পারে অনাহাসে
রাগ হয়, ভুলে গেছি বলতে বলতে কত
মাথা মনে রাখে তার প্রিয়জনকে -
রাগেরও দুটো দিক হয় -হয় পক্ষপাত
রাত শেষে টেবিল লাম্প-টা নিভে এলে
মনে পড়ে, কাল রাতে কত বার রাগের মাথায়
মনে করেছি তোমায়।

-


5 SEP 2021 AT 21:25

তুমি তোমার রাগ প্রকাশ করো চিৎকার করে ..
আর আমি , নিকোটিনের ধোঁয়ায় প্রকাশ করি ,
আমার ভালোবাসার মাপকাঠি ।।

-


22 FEB 2018 AT 8:00

কি হয়েছে?আমায় বল
মাথায় কেন হাত
এমনি,আবার রাগ হয় নাকি
এ কেমন অজুহাত

আচ্ছা বাবা কান ধরছি
এবার তো কিছু বল
মুখ ভারটার অনেক হলো
মুখটা এবার খোল

ভয় কিসে তোর পাশে তো আছি
মিছে ভয় পাস কেন
বন্ধু বলে ধরেছি হাত
হাত ছাড়িস নে যেন

হাসবো হাসাবো থাকবো সাথে
বল তোর আর কি চাই
তোর মুখের ওই হাসির জন্য
আমি জোকার হতে চাই....

-


28 OCT 2019 AT 21:01

রাগ করার মানুষ তো অনেক আছে।😠
রাগ ভাঙ্গানোর মতো কেউ নেই।😔

-



কখনো রাগের পারদ সীমাছাড়া!
যা বুঝাতে চাই, কেউ তো বুঝে না!
বুঝাতে বুঝাতে ক্লান্ত এ কায়া!
মন আজ তাই দিশেহারা!

-