প্রত্যেক রাখিপূর্ণিমার সকাল বয়ে আনে এক মিষ্টি আবেদন,
তৈরী হয় সারাবছরের খুনশুঁটি,আর মারপিটে ঘেরা সম্পর্কের এক নতুন সমীকরণ |
উৎসবের আমেজে প্রচুর উপহারের চমক,
তবে পাশে থাকার বার্তাটাই একমাত্র স্মারক |
রাখীবন্ধনের স্বার্থকতা সমাজেও বাঞ্চনীয়,
সর্বধর্ম সম্মেলনই আসল লক্ষনীয়|-
রাখি শুধু রাখি নয় ভালোবাসার বন্ধন, এ বন্ধন যেন থাকে হয়ে চিরন্তন। সারাবছর অটুট থাকুক ভাইবোনের সম্পর্কের সমীকরণ , রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে এ ভাবেই হোক সম্পর্কের উদযাপন।
-
যতই হোক রাগারাগি
হোক যতই খুনসুটি,
শেষপর্যন্ত বলতে চাই
ভাই রে, তোকে খুব ভালোবাসি..
এই শুভ দিনে
চল রাখিবন্ধনে মেতে উঠি,
দীর্ঘায়ু লাভ কর
এই প্রার্থনা করি...-
মিলি দু'বছর হল ঘরছাড়া,সে আরও বড় হবার উদ্দেশ্যে,পড়াশুনার জন্য KIIT ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে।
প্রতিরাতে মায়ের ফোন আসে।কাল রাখি,বারোটা বেজে পাঁচ।
আজ দাদা আছে ফোনে;
মিলি দমবন্ধ চাপা গলায় বলে ওঠে-
দাদা,এবার রাখি?
-
হাতে বাঁধছ রাখির বাঁধন,রক্ষা করার কথা দাও।
বিপদে পড়লে নিজে না রুখে দাদা বা ভাইকে পাশে চাও!
ফুলের রাখি বাঁধছ বলে মনকে করো ফুলের মতন...
মনের জোর অটুট থাক,তোমার আর ভাইয়ের সম্পর্কের মতন।।-
প্রিয় বোনেরা,
তোমরা আজ নিজেরাই নিজের হাতে রাখী বেঁধে নাও। কারণ ভাইদের নয়, তোমাদেরই আজ রাখীর সবচেয়ে বেশী প্রয়োজন।-
ও মেয়ে তুই কাকে বাঁধিস রক্ষা কবচ ডোর?
ঐ ভাই তোর, নারীর প্রতি দেখায় বাহুর জোর।।-
বাঁধিয়া রাখিবো রাখির বাঁধনে...
প্রিয় ভাই ও দাদাদের জানাই শুভ রাখিবন্ধন উৎসবের শুভেচ্ছা ও ভালোবাসা 😊-
শুভ রাখীবন্ধন অনুষ্ঠানে
আমার সকল ভাই ও দাদাদের জন্য
রইল প্রান ভরা শুভেচ্ছা এবং ভালোবাসা...-
রাখী মানে এক উড়ন্ত পাখি
রাখী মানে এক উৎসব
রাখী মানে সব জাতির মধ্যে
ভালোবাসার এক বিপ্লব ।-