Sayani Biswas   (কবিতার জন্য🍁)
74 Followers · 14 Following

Student
Joined 16 July 2019


Student
Joined 16 July 2019
27 MAR 2024 AT 23:40

প্রাপ্তবয়স্ক ছেলেটার মোড়কের আড়ালে থাকা
দুই বছরের বাচ্চাটাকে আমি চিনি,
যে নতুন জামা জুতোয় খুশি হয়ে যায়,
যে নিজের পছন্দের আইসক্রিম বা চকোলেট পেলে খুশি হয়ে যায়...
যে বাচ্চাটি ছোট্ট একটি উপহার পেলেই হেসে ওঠে
যে ভরসার জায়গা পেলেয় নিজেকে উজাড় করে দেয় , আমি তাকে চিনি...

তোমার মধ্যে আমি সেই বাচ্চাটাকে ভীষণ নিজের করে চিনেছি

-


27 MAR 2024 AT 10:30

বাতাসে মিশে থাকা বালুকণার মত থেকে গেছ তুমি,
দেখা না গেলেও অস্তিত্ব আছে

-


26 MAR 2024 AT 23:57

যাকে তুমি আমার রাগ ভেবে দূরে সরে গেছ,
সেটাই আমার ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল

-


26 MAR 2024 AT 21:23

তোমাকে ভুলতে চেষ্টা করে বুঝতে পেরেছি,
তোমাকে ভোলা সম্ভব নয় |
যদি বল কেন,
ভোলা তো তাকে যায় যাকে মনে করতে হয়,
কিন্তু তোমাকে তো মনে করতে হয় না |
তাই, ভুলতেও পারবো না ||

-


23 MAR 2024 AT 16:00

যে মানুষ খুন করে, তার সাজা আছে...
আর যে মন খুন করে, তার?

-


23 MAR 2024 AT 15:39

বহুদিনের আংটির মৃত দেহের ছায়া
বয়ে নিয়ে বেড়ায় আঙুলের দেহ


আর মানুষ চলে গেলে
তাকে কি এত সহজেই ভুলে যাওয়া যায় ||

-


22 MAR 2024 AT 16:16

স্মৃতির অতল জলে ডুবে গেছে যে তরী,
তারে ফেরানোর আর কি উপায় বার করি...

আর যে ডুবিয়েছে সে তরী,
সে নাবিক বুঝি বোঝেনি তাহার ক্ষতি

-


15 JUL 2022 AT 20:54

বন্ধু,তোর বদভ্যাসেই অভ্যাসিত আমি,
কেমনে পিছনে ফেলি,সময়গুলো যে বড্ড দামি।

চাঁদের কার্ণিশ গরম চায়ে,কিংবা বিকেল মাঠে...
সাইকেলের চাকাগুলোও লাটাইয়ের সুতো কাটে,

চোখের সেই ইশারা আর ক্লাস বাঙ্কের ছুটি,
মজা হোক বা আড্ডা আমরা দুটিই জুটি।।

-


15 JUL 2022 AT 0:44

Life is just like the lonely road
You meet many people on the road

But the journey of every life is different like every road...

-


15 JUL 2022 AT 0:39

চোখের পাতায় স্মৃতির আসন,
গল্পতে মুগ্ধ দুজন।
পেরিয়ে গেছে অনেক সময়...
মনেদের গ্রামে বেঁচে আছে তাদের জোনাকি আলাপন ।।

-


Fetching Sayani Biswas Quotes