প্রেমিকা বলেছে ঝুটা,
আমারতো মন নেই!
জামার পকেটে ফুটা।-
জীবন সবে শুরু করেছি....
প্রচন্ড এককেন্দ্রিক
নিজের মতোন করে নতুন ভাবে জগৎ চেনায়... read more
ওরা দুটিতে মিলে গড়ছিল ওদের সাধের বাড়ি ধীরে,ধীরে.|
ভালোবাসার শক্ত কাঠামো দিয়ে তৈরি হচ্ছিল ওদের সাধের বাড়ি...
যেন তা ভেঙে না দিতে পারে কোনো বুল্ডোজার গাড়ি...
ছোট্টো কুটির,মাটির দেওয়াল,একটা বড়ো উঠোন...
পাশাপাশি থাকবে বসে ওদের দুটি মন...
ছোট্টো বাবুই যেমন গড়ে নিজের হাতে বাসা..
তেমন করেই ধীরে ধীরে জমছিল ওদের আশা...
আশা ভালোবাসা নিয়েই তৈরী হল ছোট্টো নীড়...
স্বপ্ন হওয়ায় সত্যি ওরা আনন্দেতে অস্থির..
হঠাৎ করে তাদের ঘরে,বিপদ আসে অতিথি হয়ে...
নিজের স্বরূপ প্রকাশ করে, কর্তার প্রাণ সঙ্গে চেয়ে...
ছোট্টো আঁখি জল ভর্তি করে কর্তী ও তার সঙ্গ ধরে....
ওগো সখী করছটা কী পাগল তুমি হয়েছ নাকী..!!
সখা তোমায় কেমনে ছাড়ি,কোরোনা আমার সাথে আড়ি...
তোমার সাথেই যাব আমি,আরেকটা বাড়ি গড়বে তুমি..
সবকিছু দেখেশুনে,বিপদ বলে আমি যাচ্ছি চলে...
তোমরা দুজন এখন থেকে,স্বপ্নগুলো গায়ে মেখে,
দুঃখ,সুখ আপন করে,জীবন কাটাও এই বাড়ির তরে.....
-
হারিয়ে যাওয়ার দুপুর গুলো আলাদা;
এলো-চুলে কেউ দাঁড়িয়ে থাকে,
বিষণ্ণ বারান্দায়।
রডোডেনড্রনগুলো চুপসে যায়;
তাজারা চাপা পড়ে বরফের তলায়,
বাজারে মন্দা!-
আলোটাকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছে ঋভু। বেশ হাল্কা লাগছে এখন ওর নিজেকে। পৃথিবীটাকে তো অনেক আগেই পিছনে ফেলে এসেছে, কিন্তু এখনো তো বুধের দেখা পেলো না! মঙ্গল ও নেই আশেপাশে। চারিদিকটা বড্ড অন্ধকার, শুধু এই হলুদ আলোটুকুই যা আছে। তাতে আরো চোখে লাগছে। ওমা এটা কি! এতো বড়ো হা করে আছে! স্পেসশিপ কোনো! এলিয়েনদের বাড়ি চলে এলো নাকি ও ভাসতে ভাসতে! হঠাৎ যেন দম বন্ধ হয়ে এলো ঋভুর। মনে হলো কেউ ওকে খুবই জোর চেপে ধরেছে। এবাবা এতো শূন্যরা কোথা থেকে দৌড়ে দৌড়ে আসছে! শূন্যগুলোর হাত পাও আছে দিব্যি! ওমাগো বাঁচাও......!
-"এই কাল না তোর পরীক্ষা, এখনো ঘুমাচ্ছিস তুই ঋভু। ওঠ বলছি, শিগগির ওঠ।"
মায়ের ডাকে চোখ খুলে তাকাতেই যেন প্রাণ ফিরে পেলো ঋভু। উফফ কি বাজে স্বপ্নটাই না দেখছিলো সে। ভয়ের চোটে এক্কেবারে একলাফে পড়ার টেবিলে। সত্যি সত্যি খাতায় শূন্য পেলে, খুবই বিপদ।
-
I just always love the concept of love without being loved.
-
হাতটি রেখে চেয়ার শুধুই ভাবুক,
পার্সন আজ ছোটায় কথার চাবুক;
অনাহারে মৃত চাষের জমি,
মিডিয়া আর পার্সেনে চুমাচুমি!
ট্রাক্টরেতে রক্ত লেগে,
বিচার চাই, নয় ক্ষমা;
কৃষক মানেই লাঙল নয়,
যুদ্ধ তার পরিসীমা।-