PALAKSHI SINHA   (পালক)
96 Followers · 26 Following

মনের কথাই বলি
Joined 29 June 2018


মনের কথাই বলি
Joined 29 June 2018
12 JAN 2019 AT 21:10

একাকিত্ব কে ভেদ করে আকাশে ওড়ার আরেক নাম হল "বন্ধুত্ব "

-


30 NOV 2018 AT 16:58

পাগলামি করবি না তো?

- হুম....................


-তবে পাগল হবো 😑

-


25 NOV 2018 AT 18:04

প্রিয় শীত,
তুমি আসবে বলেই কুয়াশারা ভিড় করেছে পথে ঘাটে, হলুদ পাতারা দখল করেছে উঠোন, ভোর হয়েছে নিশ্চুপ, দুপুর মাখিয়েছে সোনা রোদ্দুর,রাত হয়েছে নিশ্চুপ।
তোমার মহিমায় রক্তমাংস হয়েছে শীতল।

-


25 NOV 2018 AT 12:17

প্রথম প্রেম শেখায় ভালবাসার পথ
দ্বিতীয় প্রেম জোগায় পথ চলার সাহস

-


23 NOV 2018 AT 20:29

When someone says "How far is your exam preparation"

Me:

-


23 NOV 2018 AT 19:44

ভালবাসার সম্পর্কে Ego নয়,
প্রয়োজন ধৈর্য ও যত্নের।

-


8 NOV 2018 AT 16:54

জীবন মাত্রই এগিয়ে যাওয়া সময়ের অভিমুখে।

-


24 OCT 2018 AT 16:59

হাতে হাত ধরে চলতে চাই বহুদূর
এভাবেই সম্পর্কটি হয়ে উঠুক সু-মধুর।

-


30 SEP 2018 AT 13:18

চেয়েছিলাম মেঘ হয়ে তোর বুকে জমে থাকতে,
ঝরে পড়লাম বৃষ্টি হয়ে তোর পথের মরুভূমিতে!

-


28 SEP 2018 AT 18:50

আবেগ-অনুভূতি সবারই থাকে,
কিন্তু তা প্রকাশ করে ক-জন?

-


Fetching PALAKSHI SINHA Quotes