QUOTES ON #মৃত্যু

#মৃত্যু quotes

Trending | Latest
26 DEC 2019 AT 15:13

........

-


25 NOV 2019 AT 17:31

~•~ মৃত্যুর খবর ~•~

আমার মৃত্যুর খবর পেলে,
আমার কবিতাগুলো পুড়িয়ে ফেলো ;
যা বেঁচে আছে তোমার মনের মাঝে,
সব ভুলে নতুন করে শুরু করো..


( বাকিটা ক্যাপশনে... )

-



পর্দার ফাঁকে যে
সোনালি অন্ধকারটা
ঠিক মৃত্যুর মতো

-



অনেক তো হলো হাঁটা,
এবার খানিক জিরিয়ে নেব নাহয়;
কুঁড়ি থেকে চার কুড়ি হওয়ার যাত্রায়,
জীবন রথ টেনে নিয়ে চলে সারথি মৃত্যুভয়।

-


8 JUN 2019 AT 10:34

তাসের দেশে ঘর বেঁধেছি, জলছবি রঙ কাঁচে;
মৃত্যু? সে তো আকস্মিকেই বাঁচে!

-



একটা কান্না শুনি...
যন্ত্রনা চিরে নতুন কেউ এলো!
সাদা কাপড়ে লেপ্টানো কচি লাল মাংস;
একলা চলা শুরু হয় পিছুটান কেটে,
খসে পড়ে ঘড়ির ঠুনকো অভিমানে;

অন্ধকার শান্তি বজায় রাখে ভালো..
এই কিছুদিন আগেও ঠিক ছিল সব,
শুধু যাবার বেলায় উল্টো ঘোরে কেন?
পুরোটাই হয় শুরুর মতো হুবুহু এক্কেবারে,
মরতে ভয় পেয়ে, বাঁচা হয়না কেবল।।

-



আয়নায় এঁকে মনের চরিত্র,
সঙ্গোপনেই তোলা থাক বিষ পাত্র।
তাসের ঘরে ফিরুক প্রাণ অমৃত ভালোবেসে,
একলা হয়েও বারোয়ারী হোক মৃত্যু ত্রাসের দেশে।

-


17 MAY 2021 AT 19:36

মৃত্যু কেবল অভ্যাস হয়ে যাচ্ছে–
তবু এ শোকের তো সান্ত্বনা নেই।
হাতে বুঝি সময় কম; এক-পা দু-পা
এ মিছিলে একদিন আমিও হেঁটে যাবো...


ধূসর অতীত, ফেলে আসা পিছুটান;
লুকিয়ে রাখা সব মান অভিমান ভুলে,
আমি কবিতার গায়ে বিপ্লব আঁকবো–
তুমি তোমার মৃত্যু তারিখ পিছিয়ে নিও...

-


13 JUL 2020 AT 21:30

বাঁচতে শেখা
সাবেকিয়ানা মৃত্যু
তো বিলাসিতা

-


6 MAR 2021 AT 20:05

তারপর স্থগিত হয় কবিতা লেখার বেগ,
ঝিমিয়ে পড়ে সূর্যাস্তের সাম্যবাদী গান।
রচনা সম্ভারে এক এক করে মুছে যায় চরিত্রদের দাগ;
মুহূর্তরা ভরাডুবি, চেতনায় জাগে গোলাপবিরাগ।
অবশেষে ধ্বংস হয় অন্তঃপুরের অহংকারী দেশ, দ্বেষ।
সীমাবদ্ধতা পেরিয়ে হৃদয় ছোঁয় আকাশ,
বদলে যায় ভাবের পরিভাষা;
এরপর ভানুর কথা মনঃতিমিরে ধ্বনিত হয়
"শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা". . .

-