অনন্যা   (তিস্তা)
141 Followers · 12 Following

অশ্রুদগ্ধ হৃদমাঝারে, বৃষ্টি যদি আসে,
মান ভাঙাবে, অবুঝ হাওয়া, কাকভেজা নিঃশ্বাসে?
Joined 4 June 2017


অশ্রুদগ্ধ হৃদমাঝারে, বৃষ্টি যদি আসে,
মান ভাঙাবে, অবুঝ হাওয়া, কাকভেজা নিঃশ্বাসে?
Joined 4 June 2017
8 JUN 2019 AT 10:34

তাসের দেশে ঘর বেঁধেছি, জলছবি রঙ কাঁচে;
মৃত্যু? সে তো আকস্মিকেই বাঁচে!

-


21 MAY 2020 AT 4:06

খড়কুটোরা উড়ছে ভীষণ, ঠুনকো আবেগ কাকতলীয়;
ঝড়ের শেষে বর্ষা এলে, হিসেব নিকেশ চোখের স্বীয়।।

-


27 DEC 2019 AT 23:00

...ইতি,
তিস্তা

-


27 DEC 2019 AT 21:35

কালবোশেখীর এলোকেশী ঝড়ে, জল ছুঁল যাঁর চোখ,
ভীত আবদারে, মান ভাঙা ভোরে, (তাঁর) কথকতা আঁকা হোক!

-


1 SEP 2019 AT 18:13

শাওন গগনে, নূপুরছন্দে, উন্মাদ হায় হৃদি।
বংশীধ্বনি মরমে পশিল, শ্যাম তব প্রেমপ্রীতি।।

নিবিড় কুঞ্জ, নিশি উপবন, চপলা আবেগ মম।
কালা লাগি অউর ন সহে যাতনা, হেরি তুঁঝে দেবসম।।

মাধুরী অনলে, পুড়িল সকলি, নন্দ কিশোর তুঁহু আওরে।
কলঙ্কিনী, করে মিনতি, প্রেমরস বর্ষাওরে।।

-


30 AUG 2019 AT 14:41

...তবু বারবার, অপলক চোখ
(যদি) শূন্যে ভুলেছে দিক...
বনমালী আমি, পরজনমেতে,
গুলজ়ার হ'ব ঠিক!

-


18 AUG 2019 AT 23:26

পুড়লো সবই অমোঘ শিখায়, নকশীকাঁথায় গল্প আঁকা;
পথ হারানো উত্তরেরা, অভিমানের সরলরেখায়।।

-


18 AUG 2019 AT 14:00

ঘন ঘোর শ্যামল নভে জলদ ঘিরি আয়ি রে।
চপলা হৃদয় হায় শিহরিত ডরে;
গহন কুঞ্জে কালা আজ ন আওরে।।

বাদল গরজি উঠে, মন্দ্র মদির স্বরে।
চঞ্চলা হিয়া মম, অভিলাষে থরথরে,
শ্যাম, তবে দরশন আশে, যাতনা ন সহে রে।।

বিজুরি ছুটিয়া যায়, চমকিত অম্বরে।
হরখত নীরদ, বারি ঝরে ঝরঝরে;
হৃদি মম অকারণে, তব মিলন চাহে রে।।

গহন রয়নমে আঁধার ঘিরি আয়ি রে।
কলঙ্কিনী কহে সকাতরে,
নওলা কিশোর, তু‍ঁহু আওরে।।

-


13 AUG 2019 AT 0:49

তোমার জন্য গল্প বোনে আকাশপ্রদীপ;
মেঘের পাড়ায় বনপলাশীর ভীষণ গোঁসা।
কালবোশেখী মান ভাঙাতে কাব্য বারিষ;
সময় ছোটে শিরার স্রোতে মিথ্যে নেশায়।।

-


10 AUG 2019 AT 13:03

বৃষ্টি ভীষণ, মন খারাপী হাওয়া; 
মেঘের কালোয় সজল কাজল আঁখি---
পথের ভুলে চোখ এড়িয়ে হাঁটি;
অলীক প্রেমে মুখ ডুবিয়ে থাকি।।

অবাস্তবের কক্ষপথে ছুটে,
শব্দ ফেরে অচিন ছায়াপথে।
মিথ্যে শহর মুখোশ আঁকড়ে ধরে;
মন কেমনের কাব্য, অভিমতে।।

রাত পোহালে ঘুম ছোঁওয়ানো বারণ;
ঘড়ির কাঁটা নকল গল্প বোনে।
শিথিল শত মান অভিমান খেলা,
তাসের প্রাসাদ অভিসারী আখ্যানে।।

বৃষ্টি আবার, অস্ফুট আবদারে;
আঙুলখেলা জলছবি ভোর আঁকে।
আবেগ ভয়ে জমতে থাকে কথা,
কল্পনাদের ব্যর্থ এপিটাফে।।

-


Fetching অনন্যা Quotes