QUOTES ON #মানুষের

#মানুষের quotes

Trending | Latest
22 MAY 2020 AT 19:00

যখন কোরনার ছোবলে মানুষের যখন বেহালা দশা, তখন গোদের ওপর বিষফোঁড়া হয়ে এলো আম্ফান ঝড়। কত মানুষ হলো গৃহ ছাড়া, কত মানুষ হলো সন্তান হারা , কত মানুষের শেষ হয়ে গেল শেষ সম্বল টুকু।
ভালো খারাপ নিয়েই তো মানুষের জীবন। তাই আশা রাখি এই দুঃসময় খুব তাড়াতাড়ি অতিক্রম করে আমরা সু সময়ের মুখ দেখবো। তাই আমাদের ভেদাভেদ না করে সকল মানুষের পাশে দাঁড়াতে হবে।

-


14 JUN 2020 AT 21:02

মানুষের কল্যাণে নিজের শরীরের
দিতে পারো একটু রক্ত ?
রক্তদানের মাধ্যমে মানুষকে বাঁচাতে
নিজের মনকে করো শক্ত ।
মানুষের জীবনের মূল্য অনেক খানি
কজনা পারি দাম দিতে ,
রক্তদানে যদি বাঁচে একটিও প্রান
হবে দায়িত্ব কাঁধে নিতে ।
রক্তদানের মাধ্যমে মানুষকে সাহায্য
করা,বড়ই পূন্যের কাজ ,
এসো এক জোট হয়ে রক্ত দান করি
নেই এই কাজে কোনো লাজ ।

-


22 MAY 2020 AT 18:57

যখন কোরনার ছোবলে মানুষের যখন বেহালা দশা, তখন গোদের ওপর বিষফোঁড়া হয়ে এলো আম্ফান ঝড়। কত মানুষ হলো গৃহ ছাড়া, কত মানুষ হলো সন্তান হারা , কত মানুষের শেষ হয়ে গেল শেষ সম্বল টুকু।
ভালো খারাপ নিয়েই তো মানুষের জীবন। তাই আশা রাখি এই দুঃসময় খুব তাড়াতাড়ি অতিক্রম করে আমরা সু সময়ের মুখ দেখবো। তাই আমাদের ভেদাভেদ না করে সকল মানুষের পাশে দাঁড়াতে হবে।

-


11 NOV 2020 AT 20:26

নীল দিগন্তে দেখি ধোঁয়াশার মেঘ
চলে সদা ছায়াদের খেলা ,
সাগরের বুকেও মেশে ধোঁয়াশার রং
সেই রং দেখেই কাটে বেলা ।
মানুষের মনে ধোঁয়াশার লুকোচুরি
করে ছায়াদের সাথে খেলা ,
অপরূপ রঙের সজ্জিত পৃথিবীতে
যেনো বসেছে রঙের মেলা ।
ধোঁয়াশায় ঢাকা দুচোখে আমার দেখি
রঙিন রঙিন হাজারো স্বপ্ন ,
নিজেই করি নিজের ছায়ার সাথেই
খেলা,এ খেলা হলো অনন্য ।

-


10 JUL 2020 AT 19:09

মানুষের ভিড়ে

এই বেদনার শহরে কাব্যের কথোপকথনে আমি সেই জাতের মানুষ

আমি আমার মতো,আমার ব্যক্তিত্ব নিয়ে কেউ আপত্তি করুক, আঙুল তুলুক, আমি আমার মতোই, অনেকেই হয়তো আমার তীব্র সমালোচক, কারোর কাছে কটাক্ষ স্বরূপ গতিহীন মানুষের তালিকাতে লিপিবদ্ধ।
তাও আমার ভালো থাকার, ভালো রাখার গোপনীয়তা হলো আমি আমাতেই সীমাবদ্ধ রেখে নিজেকে সঠিক পথে চালিত করতেই রাজি। আমি যেমন তেমনভাবেই যারা আমাকে সর্বতোভাবে গ্রহণযোগ্য মনে করবে তাদের হয়েই না হয় থেকে যাবো.. আসলে তারাই আমার আপনজন...

-


12 JAN 2020 AT 20:00

মানুষের চেতনা জাগ্রত হোক
বন্ধ হোক সমস্ত ধর্ম ভেদাভেদ
নারীরা পাক এক পূর্ণ স্বাধীনতা
এই নিকৃষ্ট ভদ্র সমাজের কাছে.

✍️শুভঙ্কর হাজরা

-



সত্যি এবং বাস্তব

কষ্ট করে কাজ করে রোজগার করাটা জীবন নয়!
কাজতো সবাই করে মানুষের প্রয়োজন বোঝ আর মানুষের মুখে হাসি ফোটাতে যদি পারো তবে বুঝবে তোমার রোজগার যদি মাসে 50k ও হয় তখন তোমার কাছে সেই রোজগারটা ফিকে মনে হবে।
দেখে নিও।।।।

-


20 AUG 2019 AT 0:04

অ্যাকোরিয়ামে জীবন বন্দী,
কাচেঁর বেলুন উড়ানোর চেষ্টা
কংক্রিটে, দূরবীন দিয়ে ঘাসের খোঁজ!
ভেতরে সব পুড়ে ছাই,পরনে ঝুলে মানুষের বেশ,টা !

-


18 JUL 2017 AT 23:06

আমি গেম খেলতে ভালোবাসি
কিন্তু সেটা মানুষের মন নিয়ে নয়।।

-


12 JUL 2019 AT 11:11

সবাই বলে,ডক্টর হবো,ইঞ্জিনিয়ার হবো,প্রফেসর হবো,ব্যারিস্টার হবো।
আমি বলি,আগে আমি একজন মানুষের মতো মানুষ হবো।।

-