MOUMITA SHEE   (Moumita..)
38 Followers · 21 Following

read more
Joined 31 August 2019


read more
Joined 31 August 2019
11 JUL 2023 AT 12:45

দুঃখ মাপার কোনো যন্ত্র হয় না,মন খারাপের কোনো কারণ হয় না। কেউ ভুল ভেবে সব ভাবনা বানায়,কেউ আপন ভেবে দূরে সরে যায়। আসলে এ পৃথিবী মিথ্যে মায়া অবুঝ রঙের টান।কেউ জানেনা মন কেমনের কান্নারা শুধু ভিতরে ব্যথার দাম।

-


9 SEP 2021 AT 8:00

ভালোবাসা চার অক্ষরের মায়াজাল
মন সায় দিলে গভীর সুখের আবেশ ,
দুঃখের একটা বিশাল বড় মজবুত আল
যেখানে ভালো চাওয়ায় অনেক বেশি তৃপ্তি
ভালো রাখায় মন খারাপের মুক্তি
এই ছোট্ট শব্দের মাহাত্ম্য এক কথায় অনাবিল
যেখানে ভালোলাগা পছন্দ গুলো
কেমন অজান্তেই দুটো হাতের মুঠোয় সামিল..

-


22 APR 2021 AT 11:05

সুস্থ হয়ে ওঠো এ ধরণী স্বপ্নের মতো,
সাজানো সংসার পুনরায় গড়ে তোলো,
মহামারী বিনাশ করে মাথা তুলে দাঁড়াও,
আবারো পুরোনো ছন্দে জেগে ওঠো
ভালোবেসে আগলে রাখো
তোমার কোলে আশ্রিত মানুষগুলোকে

-


16 NOV 2020 AT 9:10

অটুট থাকুক ভালোবাসা...
বারেবারে ফিরে আসুক মুখে হাসি,
ছোটখাটো আবদার আর অনেকটা
আশা ভরসা...❤️

-


25 OCT 2020 AT 10:08

বিষাদ ছুঁয়েছে বাঙালি হৃদয়ে
পুজো পুজো গন্ধ নিয়ে
সাজতে সাজতে দিন কটা কেটে গেল
নিমেষে ভালোমন্দের আবেশে
আবারও অপেক্ষা বছরভর প্রতীক্ষা
ভালো কাটুক আগামী সময়
ভালো হোক সকলের
মানুষের আশা আকাঙখার দিকে তাকিয়ে
পৃথিবী সেরে উঠুক নতুন রূপে নতুন ছন্দে

-


17 SEP 2020 AT 5:02

শিউলির মুগ্ধতায়,
কাশের দোদুল্যমানতায় দিকে দিকে আগমনীর বার্তা
জরাব্যাধি, জটিলতা, বাধাবিঘ্ন নাশ করে সকলের মুখে
আবারও হাসি ফিরুক তাঁরই সহায়তায়
যিনি আমাদের সৃষ্টিকর্তা

-


20 AUG 2020 AT 15:31

অনুভূতি ?সে তো কত কথা বলে? কিন্তু কার মাধ্যমে ?? ভালোবাসার ভাষায় রূপকের কারুকার্যে..
ভালোবাসার কি কোনো সংজ্ঞা হয়? না, আমার মতে হয় না। এর কি কোনো সমার্থক আছে? তা আছে বটে, কতগুলো?অগুন্তি... কারণ এই চার অক্ষরের শব্দটা বড়ই অভিমানী, কোনো একটা কিছু কম পড়লেই সঙ্গতি হারায়, টালমাটাল হয়ে যায় আর সেটাই স্বাভাবিক.. সবার কাছে গ্রহণযোগ্য মনে হোক বা না হোক নিজেকে সেভাবেই গড়ে তুলতে হবে, মানিয়ে গুছিয়ে প্রতিটা পদক্ষেপকে আঁকড়ে নিয়ে বাঁচিয়ে রাখার ক্ষমতাই বোধ হয় ভালোবাসার পরিপূরক। বাকি রইল আরও অনেক বিষয় বোঝাপড়া, সহানুভূতি, দায়িত্ববোধ এসবের পরিপূর্ণতা পেলে বেশ ভালো মানুষ হিসেবে প্রথম সারিতে জায়গা নেবে এই কাটাকুটি খেলায়... আসলে সমস্ত ভালো গুনগুলো সঠিকভাবে চরিতার্থ করতে পারলেই জয়ী.. নইলে ওই অসময়ে বৃষ্টির মতো অপ্রিয় হতে হতে একসময় বড়ই ক্লান্ত...

-


19 AUG 2020 AT 23:09

ধুঁকছে পৃথিবী ভ্রান্ত মুখে,
দিশেহারা আজ কোটিতে কোটিতে..
কথার হদিশ মেলেনা আর ,
ভাষা হারিয়ে সে ও তো আজ যাযাবর..
কারোর কাজে ছন্দ নেই,
তাল হারিয়ে আজ কেউই ভালো নেই..
দিন কেটে যায় নিমেষে ফুরোয় মাস,
মানুষের জীবনে জিজ্ঞাসার ভাঁজে শুধুই দীর্ঘশ্বাস...

-


18 AUG 2020 AT 8:21

খুঁজে নিতে মন কেমনেরা পাড়ি দেয় নীল সাগরের কিনারে...
যেখানে দিগন্ত ছুঁয়ে যায় মাঠের পরে ,
সবুজ হলুদের রঙ্ মেশে আবছা মেঘের ক্লান্ত শরীরে..

-


16 AUG 2020 AT 22:24

মন চায় তারা খুঁজে নিতে
বর্ষ পেরোলে অক্ষরের ভাঁজে স্মৃতিরা আবছা আলোয় নিভতে থাকে
চোখ ভোলেনা কোনো মুখ, কোনো স্পর্শ
শুধু দাগের আঁচড়ে নিজেকে সামলে নিয়ে ঘুরে দাড়াতে শেখায়....

-


Fetching MOUMITA SHEE Quotes