প্রভাতের রেডিওর দর নেই,
যুগ, আধুনিক হল যেই।
রেডিওউ ভালোবাসতো মহালয়াকেই?-
মহালয়াটা আমার কাছে, সকালে উঠতে না পারা....
সাথে বাবার টাকাই ডিম পাউরুটির টোস্টটা মিস করা...
বি: দ্র: = (আমাদের বাড়ির মা দুর্গার ছবিটা)
বাড়ির মা দুর্গার কিছু কথা ক্যাপশন এ থাকলো-
এ হেন জগতের জাত-পাত,
সাদা-কালো, ভালো-মন্দ
এমনকি সর্বোপরি সুখী-দুঃখীর
অন্তরালে যে দেখি ;
মূর্তভাবনার খেলাঘরে
উৎসবের রঙ লাগে অমলিন
কিছু হাসির আবদারে |
উর্বশী সূর্যোদয়ের উচ্ছাসে
ঘটুক মহান আলোয়ের সূচনা ;
এসো মাগো প্রাণেরও দ্বারে,
নিয়ে সুস্থতার মোহময়ী
আগমনী বার্তা |
-
প্রতিমা গড়তে....
পল্লী মাটি সংগ্রহনে নিষিদ্ধ পল্লী তোমরা বেছে নাও,
অথচ এ সমাজে জ্যান্ত প্রতি 'মা' কে সম্মানের পালা এলে পরে...
তাদের পৃথক গ্রহের কটূক্তির তীরে কত সহজে 'বেশ্যা' বলে,
মানুষ শব্দটাই ভুলে যাও !-
এ ত্রিভূবন জুড়িইয়া চিত্তপ্রসাদের বাতাবরণে মোদের শোভনসুচেতার আগমন হইল।
শিউলি পুষ্পে, কাশ পুষ্পের সমারোহে শ্বেতশুভ্র জীমূতের ভাঁজ,
মা দূর্গার আগমনের এক অপরূপ সাজ।
চারটি দিনের শোভনমেজাজ , আর বাঙালির রাজ,
মায়ের বোধন হইতে অঞ্জলী আর সন্ধিপূজার কাজ।
তাই মোর মায়ের বোধনের জন্য -
"রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ।।"-
" দেবীপক্ষ "
শিশিরনলক রূপ দূর্বা ঘাসে
ঢাকীর বাজনা, শঙ্খনিনাদ প্রভাত মাঝে,
শুভ্র বরণ কাশফুলেদের অতল ভিড়ে
আগমনীর সুর মহালয়া মর্তলোকে।
সুখস্মৃতির আশ্রয় মহান এ আলয়
দেবীপক্ষের মহাতিথিতে পৃথিবী মহালয়।।
শাস্ত্রে মিলায়ে মত, বিজ্ঞানে বহুদূর
বিশ্বাসে আস্থা হৃদয়ে মঞ্জুর,
পূর্বপুরুষ স্মরণে মহালয়া তর্পণ
প্রজন্ম হতে বয়ে চলা শান্তি অর্জন।
উত্তরপুরুষের আশ্রয় মহান এ আলয়
দেবীপক্ষের মহাতিথিতে পৃথিবী মহালয়।।
রণচন্ডীকা রূপ হতে দেবী মহামায়া
অসুরশক্তি বিনাশিনী তুমিই অন্নপূর্ণা,
খড়গ্ হস্তে শক্তি, শঙ্খে জগৎ সৃষ্টি
দশ হস্তে শতরূপে নারীশক্তির অধিষ্ঠাত্রী।
স্নেহের আশ্রয় মহান এ আলয়
দেবীপক্ষের মহাতিথিতে পৃথিবী মহালয়।।-
শিউলি জানে আগমনী সুরে, সময় পেরোয়। তবু কিছুটা মুহূর্ত থেমে থাকে। আজ ভোর থেকে সকালের এই আলোটুকু, এই আবেগটুকু এখনও বেঁচে আছে। হয়তো যারা আমাদের সঙ্গে মহিষাসুরমর্দিনী শুনতো, আজ কেউ আছে কেউ নেই। মনে পড়ে, আমি দাদুর কাছে তর্পণের গল্প শুনতাম, আর আজ শুধু আকাশের দিকে তাকিয়ে বলে উঠি– "যাও যাও গিরি অনিতে গৌরী। আজও ছোট ছোট ফ্ল্যাটবাড়ির জানলায় আলো আছে, আবেগ আছে, শুদ্ধি আছে...
-
আজি এ সুপ্রভাতে, অজশ্র শঙ্খনিনাদে...
মোর নয়নপাতে , অমলমুরতি ধরি...
এলে মাগো ত্রিভূবনে দশভূজা, কোন অপরূপ বেশে অপরূপা হইয়া...
আকুল মনপবনে , তব পদধ্বনি বাজে ;
এলে তুমি সুনয়না মধূর বেশে...
ভরালে মোদের মনান্তর অধীরাবেশে।
"আদিত্যৈরুত বিশ্বদেবৈ
অহং মিত্রাবরুণোভা বিভরম্যঃহম্
ইন্দ্রানী অহমশ্বিনোভা
অহং সোমমাহনসং বিভরম্য হং
ত্বষ্টারমুত পূষণং ভগম্
অহং দধামি দ্রবিণং হবিষ্মতে
সুপ্রাব্যে যজমানায় সুন্বতে
অহং রাষ্ট্রী সংগমনী বসূনা
চিকিতুষী প্রথমা যজ্ঞিয়ানায়্
মা দেবা বদ্যধুঃ পুরত্রা
ভূরিস্থাত্রাং ভূর্যাবেশয়ন্তীম্
ময়া সো অন্নমত্তি যো বিপশ্যতি
প্রাণিতি য ঈং শৃণোতভ্যুক্তম্
অমন্তবো মাং ত উপক্ষিয়ন্তি
শ্রুধি শ্রুত শ্রদ্ধিবং তে বদামি ।।"
-