এখন থাকো পাশে-
আমাকে ভালোবেসে।
যদি আসে মরণ-
ফিরে যেও তখন।-
শুধু বদলে যায় ভালোবাসার ধরণ....
যখন স্মৃতিগুলোই করতে হয়ে শরণ....
তখন বদলে যায় মানুষটার জীবন....-
***শেষ অপেক্ষা ***
কিছু প্রিয়জন,কিছু প্রয়োজন,
বাকি সব আয়োজন।
ভূমিকা ছেড়ে-খোলস খুললে,
অন্তসারঃশূন্য।।
কিছু ভালোলাগা, কিছু চাওয়া-পাওয়া,
শেষ হবে লেন-দেন, মোহ-মায়া,
ভার হবে জীর্ণ এ জীবণ।
রইবে শুধু অপেক্ষা...।
মৃত্যু অপেক্ষা কঠিন সে ক্ষণ--
প্রতিনিয়ত -মৃত্যুর জন্য অপেক্ষা ।।-
আমি তাঁর অপেক্ষাতেই থাকি,
তবুও কারো উপেক্ষার যোগ্য তো আমি।
সে কি বোঝে না,আমার মনের ব্যাথা,
মনেই মরে যায়,সমস্ত মনের কথা।
ভীষণ দুঃখে,আমার ইচ্ছেরা,মৃত্যু চায়,
ঝঞ্ঝা প্রলয়ের মতো,মাতে,মরণ নৃত্যে,
অস্ত নামে,জীবন সায়রে,তিমিরে হারায়।।
-
আমি কোন এক মরণের অপেক্ষায় বসে আছি।
তুমিও বসে প্রহর গুনছ অপেক্ষার পৃথিবীর অন্য একপারের দেশে। দুজনের হয়তো হবে দেখা আবার কোন এক অন্যভুবনে, তুমি চাঁদ হয়ে জ্যোৎস্না বিলিয়ে যাবে। আর আমি শুকতাঁরা হয়ে জ্বলবো তোমার পাশে।
—সাহিত্যিক-
জীবনের বেসুরো ব্যাকরণ গুলি যতোই সন্ধি বিচ্ছেদ ঘটাক, ভালোবাসার হয় না মরণ।।
— % &-
কেন যাবো?....মরণে থাকবো বসে হাতটা ধরে পাশে,
হ্যাঁ অবশ্যই ভালোবেসে যাবো দুজনে একসাথে কোনো অচিন দেশে।-
চাকুরী
খাওয়ালে, পড়ালেই মানুষ করা শেষ;
মনে ব্যাথা লাগিয়ে ফিল করে,"ঠিক হয়েছে বেশ।"
মনের খোঁজ কে ই বা রাখে!
"চাকরি পেলিনা" বলা চলে...
সময়ের আঁকে-বাঁকে।
মানুষের বিচার হয়,
দেখে অ্যাপয়েন্টমেন্ট লেটার।
মানসিক চাপে মনে হয়,
চলে যাওয়াটাই বেটার।
জনক-জননী ভালো রাখতে চায়,
তবে জানিনা কু-কথা শুনিয়ে...
কী শান্তি পায়!
চাকরি চাকরি চাকরি
এটাই তাদের ইচ্ছা আখরি।
প্রাইভেট নয় গো,সরকারি;
আমাদের পাওয়া খুব দরকারী।
পড়াশোনা করেছি,ফল ও ভালো;
চেষ্টাও চলছে;তবে বাজার কালো।
ভাগ্য প্লাস পরিশ্রম;
ফিল আপ করে যাব চাকরির ফর্ম।
ঠিক পাব, জীবন হবে মনোরম।।-