swapnomoy swapnodeep   (স্বপ্নময়)
1 Followers · 3 Following

i am simple writer
Joined 24 June 2021


i am simple writer
Joined 24 June 2021
2 MAR 2023 AT 1:00

কৌতূহলী আমি:-
আচ্ছা জীবন মানুষ যা চায়
তুমি তাকে সব দিয়ে দাও না কেন?
পেয়ে গেলেই সুখী হতো সবাই
দুঃখ‌ই থাকতো না আর কোনো।

অভিজ্ঞ জীবন:-
মানুষের চাহিদার সীমানা
কখনো কি শেষ হয়?
আকাঙ্খিত বস্তু প্রাপ্তির পরেও
কিছু না পাওয়ার সংশয় ঠিকই র‌ই।

-


28 FEB 2023 AT 10:06

মুক্তি বলে আদৌও হয় কি কিছু নাকি শুধুই একটা ভাষা?
কয়েদি জীবনে আটকে সবাই করছে আজব তামাশা।

-


7 FEB 2023 AT 0:36

পরিস্থিতি সর্বদাই পরিবর্তনশীল,

সময়ের সঠিক পদক্ষেপ খুলতে পারে বন্ধ জীবনের খিল।

-


27 DEC 2022 AT 0:00

প্রতিবাদী আমি :
আচ্ছা মন……….
তার জন্য অহেতুক অপেক্ষা করো কেন?
তাকে এই জীবনে আর ফিরে পাবে না
এইটা তো তুমি ভালো করেই জানো।

নির্লজ্জ মন :
অপেক্ষা কি......
কিছু পাওয়ার আশাতেই সবাই করে?
অপেক্ষা সবাই শেখাই যাতে না তার আকাঙ্খিত বস্তুটি
তার নিজের কাছেই মূল্যহীন না হয়ে পড়ে।

-


1 DEC 2022 AT 13:14

 অভিমানী আমি :
আচ্ছা জীবন তুমি এতো মুশকিল হয়ে আছো কেন?
সমস্ত দুর্ভাগ্য আমার উপরেই ঢেলে দিয়েছো যেন।

শান্ত জীবন:
আসলে আমি ততোটাও মুশকিল না
যতোটা তোমরা আমায় ভাবো,
তোমাদের চাহিদার কারণেই
তোমরা আমায় কঠিন বানিয়ে রাখো।

-


27 OCT 2022 AT 0:43

তোমার হাতটা ধরার জন্য বারিয়েছি হাত আমি যতবার……
কাছে আসার সত্ত্বেও ফিরিয়ে দিয়েছো তুমি বারবার।

-


23 OCT 2022 AT 10:36

কবিতা  :  আমার বন্ধ খাতা
কলমে  :  স্বপ্নময়

লিখবো বলে খুললাম খাতা
কলম ধরলাম হাতে,
কিন্তু শুরু করবো কি দিয়ে
কোন অক্ষরের সাথে।


একজনের কথা বলার ইচ্ছা হয় খুব
নাম যে তার রাই,
কিন্তু আজকে তার কথা বলার আমার যে আর
কোনো অধিকারই নাই।


অনেক ভেবেও কোনো উপায় খুঁজে নাহি পাই,
তাই আমার খাতাখানি বন্ধ করলাম পুনরায়।

-


2 OCT 2022 AT 22:58

বিশ্বাস একটা মজার শব্দ বটে,
কারো প্রতি বেশি হলেই দুর্ঘটনা ঘটে।

-


21 SEP 2022 AT 10:34

মানুষ মানেই একে অপরকে কষ্ট দেবে
সুখী তো নিজের থেকেই হতে হয়,
নয়তো শুধুই দুঃখ পরে র‌ই।

-


10 SEP 2022 AT 11:09

ভালোবেসে ভালোবাসায় সুখী হয় তারা……
ভালোবেসে হতে পারে সর্বহারা যারা।

-


Fetching swapnomoy swapnodeep Quotes