Kakoli Das   (Tota (K.Das))
58 Followers · 2 Following

read more
Joined 14 October 2019


read more
Joined 14 October 2019
25 AUG 2022 AT 9:33

তোমার শ্রাবণ বুঝতে শেখায়
মিলন আছে সুর ও ছন্দে,
আমার শ্রাবণ বুঝতে শেখায়
তফাৎ আছে ভালো মন্দে।

-


22 JUN 2022 AT 10:13

স্মৃতির পাতায় পাতায় লেখা
আমি এক ক্লান্ত মুসাফির
পথ চেয়ে চেয়ে ঘুরি এখানে সেখানে
আজ আমি হারিয়ে গেছি মন অজানের।

-


9 MAR 2022 AT 9:16

অপেক্ষাতে আকাশ লিখি
মনের পাতায় তোমায় দেখি,
একার দেশে চলতে গিয়ে
ছন্দ মেলাই তোমায় পেয়ে।

-


4 MAR 2022 AT 10:51

এই পৃথিবী আমার আসল ঠিকানা নয়
মরণ একদিন মুছে দেবে আমার সকল পরিচয়।

-


25 FEB 2022 AT 9:09

মন কেমনের মেঘলা দিনে
মৃদু হাওয়া কেমন বইছে,
হারিয়ে গিয়ে তোমার সাথে
মন যে কতো কথা কইছে।— % &

-


24 FEB 2022 AT 9:25

আজ আকাশ জুড়েই মন কেমন
হারিয়ে ফেলেছিলাম নিজেকে কখন
খুঁজতে গিয়ে দিশেহারা এ মন
তবুও পথ ভুলে নিরাশায় এখন।l
— % &

-


22 FEB 2022 AT 10:53

তোমার আমার নিবিড় আলাপে
আজ জোস্না গিয়েছে ঘুচে,
মন যে আজ কাছে যেতে চায়
হৃদয় বেদনা মুছে।— % &

-


21 FEB 2022 AT 9:09

যে ভাষাতে ভাবতে শিখেছি
সেই ভাষাতেই আমি লিখে যাই
আমার প্রাণ আমার বাংলাভাষা
আমি তোমায় নিয়েই বাঁচতে চাই।— % &

-


9 FEB 2022 AT 10:41

খুঁজে দিও আলো
মনটাকে করে ভালো
রঙ বেরঙের জীবন থেকে
কাছের রঙ আমার কালো।— % &

-


31 DEC 2021 AT 10:40

শেষের দিনে দাঁড়িয়ে আছি
ঠিক প্রথম দিনের মতো,
জীবন থেকে স্বপ্ন গুলো যাচ্ছে ভেসে
গুছিয়ে রেখেছিলাম যতো।

-


Fetching Kakoli Das Quotes