Suma Das   (Suma(সুমা))
225 Followers · 43 Following

Joined 27 February 2022


Joined 27 February 2022
25 MAR 2024 AT 13:00

বসন্ত হোক আলো
মুছে যাক মনের যত কালো
আবিরের রঙে রঙিন হয়ে উঠুক সবার জীবন
ভালোবাসায় ভালো থাকুক সবার প্রিয়জন।

-


18 MAR 2024 AT 8:20

বসন্তের অবসানে
চৈত্র দিনের আহ্বানে
সবুজাভের বাতায়নে
নতুন রূপে সাজিয়ে তোমায়
বেঁধে নেবো আপন সুরে।

-


17 MAR 2024 AT 8:41

ভোরের আলো হাসছে ঐ
সূর্য ওঠার দেশে
নতুন দিনের শুরু হোক সবার
আনন্দ উল্লাসে।



-


16 MAR 2024 AT 20:49

হঠাৎ করেই সব থেমে যাবে একদিন
থেমে যাবে ধুক্ পুক্ হৃদয়ের কোলাহল
সাঙ্গ হবে জীবনখানি
সাথে শুধু তুলসী আর গঙ্গা জল


-


16 MAR 2024 AT 20:32

বন্ধ হল আসা যাওয়া
বন্ধ হল মনের কথোপকথন
হঠাৎ করেই সব নিস্তব্ধ হল
ছিঁড়ে গ্যালো হৃদয়ের বন্ধন!
বদলে গ্যালো পরিস্থতি
সময়ের সাথে চলছে লড়াই
ভালো মন্দে যার পাশে থাকার কথা ছিল
আজ তার কোথাও দেখা নাই।

__Suma(সুমা)









-


15 MAR 2024 AT 21:39

ভাঙ্গা মনে স্মৃতির ঋণ, ঢেউ তোলে আপন বেগে...
কিছু স্মৃতি আগলে রেখে, কিছুটা ভাসিয়ে দিতে হয় স্বত্ব ত্যাগে...

-


15 MAR 2024 AT 16:44

বসন্ত এখন নব যৌবনা
লাল পথের পলাশের বাঁকে
শিমুল যেন তারই সাথে
মনের ছবি আঁকে।

কৃষ্ণচূড়া আহ্লাদে অটখানা
বসন্ত বুঝি তারই প্রেম মোহে
বিছিয়ে দিয়ে মকমলি চাদর
পলাশ সুন্দরী তোমারই অপেক্ষায় রহে।

এসো তুমি ধীর পায়ে
লাল পলাশের রঙিন পথে
রাঙিয়ে দেবে তোমায় রক্তিম সাজে
ভরে নেবে আপন মনোরথে।

__সুমা





-


14 MAR 2024 AT 14:55

সময় ঘড়ি যাচ্ছে দৌড়ি
বেধে রাখা দায়
একমুঠো রোদ গায়ে মেখে
জীবনটা দৌড়ায়।
চায়ের কাপে চিনি গলে
উষ্ণ চুমুকে মধুর আলিঙ্গন
শালিক ওড়া সকাল বেলায়
ভাবনাদের কত আয়োজন।

-


14 MAR 2024 AT 8:23

হৃদয় নামক ঘরের মাঝে যখন আছড়ে পড়ে সমুদ্রের বাঁধভাঙা ঢেউ !
সামলে নেবে তার গতিবিধি তখন থাকে না তো তুমি নামক কেউ !

-


11 MAR 2024 AT 15:38

লিখে নেয়া মনের কথা টুকরো টুকরো রঙিন কাগজে ছিল বন্দি,
দূরত্বকে আপোষ করে মনের সাথেই করেছিলাম সন্ধি।
তোমার ভালোবাসার হলফনামায় নাম গোত্রহীন আমার অবস্থান,
হাত বাড়িয়ে যদি ডাকতে একবার হয়তো তোমার পাশেই হতো আমার সহাবস্থান।

-


Fetching Suma Das Quotes