বসন্ত হোক আলো
মুছে যাক মনের যত কালো
আবিরের রঙে রঙিন হয়ে উঠুক সবার জীবন
ভালোবাসায় ভালো থাকুক সবার প্রিয়জন।-
বসন্তের অবসানে
চৈত্র দিনের আহ্বানে
সবুজাভের বাতায়নে
নতুন রূপে সাজিয়ে তোমায়
বেঁধে নেবো আপন সুরে।
-
ভোরের আলো হাসছে ঐ
সূর্য ওঠার দেশে
নতুন দিনের শুরু হোক সবার
আনন্দ উল্লাসে।
-
হঠাৎ করেই সব থেমে যাবে একদিন
থেমে যাবে ধুক্ পুক্ হৃদয়ের কোলাহল
সাঙ্গ হবে জীবনখানি
সাথে শুধু তুলসী আর গঙ্গা জল
-
বন্ধ হল আসা যাওয়া
বন্ধ হল মনের কথোপকথন
হঠাৎ করেই সব নিস্তব্ধ হল
ছিঁড়ে গ্যালো হৃদয়ের বন্ধন!
বদলে গ্যালো পরিস্থতি
সময়ের সাথে চলছে লড়াই
ভালো মন্দে যার পাশে থাকার কথা ছিল
আজ তার কোথাও দেখা নাই।
__Suma(সুমা)
-
ভাঙ্গা মনে স্মৃতির ঋণ, ঢেউ তোলে আপন বেগে...
কিছু স্মৃতি আগলে রেখে, কিছুটা ভাসিয়ে দিতে হয় স্বত্ব ত্যাগে...-
বসন্ত এখন নব যৌবনা
লাল পথের পলাশের বাঁকে
শিমুল যেন তারই সাথে
মনের ছবি আঁকে।
কৃষ্ণচূড়া আহ্লাদে অটখানা
বসন্ত বুঝি তারই প্রেম মোহে
বিছিয়ে দিয়ে মকমলি চাদর
পলাশ সুন্দরী তোমারই অপেক্ষায় রহে।
এসো তুমি ধীর পায়ে
লাল পলাশের রঙিন পথে
রাঙিয়ে দেবে তোমায় রক্তিম সাজে
ভরে নেবে আপন মনোরথে।
__সুমা
-
সময় ঘড়ি যাচ্ছে দৌড়ি
বেধে রাখা দায়
একমুঠো রোদ গায়ে মেখে
জীবনটা দৌড়ায়।
চায়ের কাপে চিনি গলে
উষ্ণ চুমুকে মধুর আলিঙ্গন
শালিক ওড়া সকাল বেলায়
ভাবনাদের কত আয়োজন।
-
হৃদয় নামক ঘরের মাঝে যখন আছড়ে পড়ে সমুদ্রের বাঁধভাঙা ঢেউ !
সামলে নেবে তার গতিবিধি তখন থাকে না তো তুমি নামক কেউ !-
লিখে নেয়া মনের কথা টুকরো টুকরো রঙিন কাগজে ছিল বন্দি,
দূরত্বকে আপোষ করে মনের সাথেই করেছিলাম সন্ধি।
তোমার ভালোবাসার হলফনামায় নাম গোত্রহীন আমার অবস্থান,
হাত বাড়িয়ে যদি ডাকতে একবার হয়তো তোমার পাশেই হতো আমার সহাবস্থান।
-