নিঝুম রাতের আবছা আলোয়
ঘুমন্ত একটুকরো পৃথিবীর উন্মুক্ত রাজপথের বুকে
সন্ত্রাসের কামড় বসাচ্ছে ক্ষুধার্থ, নিষ্ঠুর নেকড়ের দল।-
গাঢ় মেঘে ঢাকা শহর,
বছর শেষের পালা এবার....
নস্টালজিয়ার কাঁচে জমাট বাঁধা কুয়াশার শিশির,
নতুন স্বাদের অপেক্ষায় সকলে আবার....!
অভিজ্ঞতা বড় হওয়ার সমানুপাতিক এখন,
"বন্ধু" শব্দে গ্রহণ --সংখ্যা বাড়ে হারানোর তালিকায়....
একটা বছর কত কি বদলে দিতে পারে...
যার আর কিছু হারাবার নেই,
তার আর কিসের নতুন করে হারানোর ভয় ?-
পরের জন্মে আমি বুক ধুকপুক ভয়
বুঝলে?
বারুদবাহী যুদ্ধ তরী, হার্ট অ্যাটাক
পছন্দ হল না?
তবে, লকলকানো দাবানল
তোমার বাগান-পাট জুড়ে এক ঝোপ দুঃস্বপ্ন,
অপমৃত্যু।
এতেও নারাজি?
সে যা ইচ্ছে বলো;
সাধারণ মানুষের চেতনে অবচেতনে দূষণের মত আতঙ্ক.....
আমাকে আর এত সহজে এড়িয়ে যেতে পারবে না।-
#ভয়
পড়াশোনায় শ্রেণীতে বরাবর ভালো স্থানাধিকার করা ডানপিটে বছর দশেকের ছেলে সুভাষের ইদানিং পরীক্ষা যত এগিয়ে আসছে ততই যেন এক গভীর আতঙ্কের ছায়া তার মুখমণ্ডলে ছাপ ফেলছে।
বিষয়টি তার বাবা-মা অনুধাবন করে একদিন স্টাডি রুমে বোঝাতে গিয়ে তার মা বলল- " কিরে! বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি তোর খাওয়া-দাওয়াটা যেমন কমে গেছে তেমনি ঘুমটাও ঠিকমতো দিচ্ছিস না; মনে হচ্ছে পরীক্ষার ভীতি তোকে চালিত করছে।"
আদরের ছেলেকে বুকে জড়িয়ে তার বাবাও দৃঢ়তার সাথে বলল- "শোন বাবা! পড়াশোনার জীবনে প্রথম বা দ্বিতীয় হওয়াটাই শেষ কথা নয়, স্বাভাবিকতায় ভয়'কে বিদায় দিয়ে মানসিকভাবে প্রস্তুতি নেওয়াটাই জীবনের সাফল্যের চাবিকাঠি।"-
আমি ভয় পাইনা।
ভয় আমাকে পায়,
সোল মেট থেকে ইল ফেট অবধি
রাতবিরেতে কোন্দল করি;
ফের চুম্বনরত হই
ইট মেকস্ মাই হার্ট রেসিং...
রেসিং লাইক হেল!
দুর্ভেদ্য মিলন। দুর্দমনীয়।
যে যা ইচ্ছে বলুক,
এর আগে এত আপন
আমাকে কেউ কখনো করেনি।
― Eternal Moon-
কী আখ্যা দেব আমাদের সম্পর্কের বন্ধুত্ব নাকি প্রেম?
নাকি নিছকই কোনো ভালোলাগা - ভালোলাগা গেম্ আকর্ষণের চেয়ে বেশি, তবে নেই ভালোবাসার উপকরণ
তবে কি এই সম্পর্ককে বলা যাবে 'ভিত্তিহীন সমীকরণ'
-
ভেবে দেখেছ কি
নিঝুম রাতে ঝুমঝুম করে শব্দ করে কে
অমাবস্যায় শশ্মান ঘাটে চিতায় বসে ওটা কে
পাশ ফিরলেই কেন মনে হয় জানলার পাশে কে দাঁড়িয়ে
রক্তবরন চক্ষু যেন তোমার দিকেই তাকিয়ে।
ভেবে দেখেছ কি
শিরীষ গাছে বিশ্রী মতোন সাদা রঙের ওটা কি
ওটা কি একটা ঘুড়ির কাগজ নাকি শাঁকচুন্নির ঝি
মৃদু হাওয়া তেই দোল খায় আর খনখনিয়ে হাসে
এই সব কি তোমারাও দেখো নাকি কেবল আমার চোখেই ভাসে?-
দিয়েছে দেখা কাজের সঙ্কট,
পেট তো করেনা বয়কট।
"করোনা" মহামারী নিচ্ছে ভয়ঙ্কর রূপ,
নামের আগে ৺ (চন্দ্রবিন্দু) পড়লেই সকলে চুপ।
আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না,
চিতার আগুনে পুড়বে "করোনা"।-
এই বছরে জীবনযাপন উল্কা হয়ে গেল
বলো, এরপর কি হবে?
এই বছরে খাটো মানুষ পাতালপুরী পেল
বলো না, এরপর কি হবে?
এই বছরে মৃত্যুশোকে আকাশ ছলোছলো
ভয় করছে। এরপর কি হবে?
এই বছরে......
থাক।
পরের কথা পরে হবে
পাশে ব'সো,
এনেছি আমার খুলি ভেঙেচুরে তোমার জন্য এক গেলাস মাদক।
তোমার টুঁটি উপড়ে ফেলো
কলসি কলসি রক্তচন্দন আমার গায়ে মাখিয়ে দাও
আজ.... এখানে.... এক্ষুনি....
আমায় একটু ধ্বংসের মত করে ভালোবাসো প্লিজ....-