গাছকেটে করেছি আসবারপত্র ও রান্না
বুঝেছি আমরা আর না,
অক্সিজেনের জন্য কেবলই কান্না
গাছ লাগাতে ভুলবেন না।-
দুঃখ দিলে যত,
এখন তুমি তোমার মতো
হৃদয় আমার ক্ষত-বিক্ষত।😢😢😢
আমি কি এতটাই খ... read more
ফুল যখন ফুটে
গাছ সুন্দরী হয়ে উঠে,
ফুল যখন ঝরে
গাছ তীক্ষ্ণ রোদ্রে পুরে।
ফুলের মতো
দুঃখে রাঙা
জীবন সেইতো
হৃদয় ভাঙা।-
মহাদেব
ডমরু বাধা ত্রিশূল হাতে
নন্দী ভৃঙ্গী থাকে সাথে,
শরীরে ভস্ম রুদ্রাক্ষ
সঙ্গী ভূত-পেত্নী আর যক্ষ,
মাথা চাঁদ ও গঙ্গার সাজ
শিব শম্ভু নটরাজ,
নিরীহ তোমার ভাব
ক্রোধ অগ্নি বড়ই উত্তাপ,
গাজায় মারো টান
সতীর রেখেছো মান,
বহুরূপী তুমি দেব
হর হর মহাদেব।
" শরীরে থাকবে যতদিন রক্ত
আমি কেবলি তোমার ভক্ত"-
মেয়ে ?
ফাগুনের শেষে
বিয়ে করলে হেসে,
বাধ্য মেয়ে সেজে
চললে অন্য দেশে।
ভরা চৈত্র
সূর্য মামা দেয় রোদ্র,
গরমের ছ্যাকা
পুড়ছি কেবলই একা।
বাবা খুব সুখি
মা, বলবে না , মরতে আর মুখি,
দাদা মারবে না আর
বর তো এটাই চাই।
হবে মহামিলন
অনিচ্ছা তার কারণ,
করবে না আর গুন-জ্ঞান (মন্ত্র-তন্ত্র)
ভূত নাকি সুমন।
উন্নত এই দেশ
মেয়েদের ইচ্ছা এখনো হয় শেষ,
জন্ম হলেই ক্লেশ
বিয়ে দিয়ে মুক্তির সন্দেশ।
মেয়ে কি সুখি ?
জানতে চাইনা কেউ মুখি,
শেষ করেছি বিয়ের নিয়োম
তোর হয় যেন ঐ বাড়িতে মরণ।।-
বাঁচব কি !
এই ভাবে বলোনা তুমি
শয়তে পারছিনা আমি,
বাড়ির লোকের কথা
নিঃসঙ্গ আমি বড়ই একা,
বোঝাব কি করে তোমায়
হৃদয় পুড়ছে আমায়,
কিছু আর লাগেনা ভালো
এ-জীবনে কী অন্ধকার এলো,
আমি কি থাকতে পাড়ব ?
হয়তো চিতার আগুনে পুড়বো 😢😢😢-
Voter ?
ছোট্ট একটা মন্ত্রে
আমরা কি গনতন্ত্রে ?
দেশের সব মাথা
ভাষাতে নেই আঠা,
শিখবে কি নতুন প্রজন্ম
অশিক্ষিতরাই জোগাচ্ছে অন্ন,
বাড়ছে এদের শক্তি
শিক্ষা পাবেনা আর ভক্তি,
মস্তান হচ্ছে জন্ম
বিচার ব্যবস্হা জঘেন্য,
সকলে বলছে হবে খেলা
প্রাশাসন দেখবে কি তবে মেলা ?
ভোটাররা কি অসহায়
এক জনই কি ঠিক করবে, মূর্খমন্ত্রী কে হয় ?
এটাই এখন পশ্চিমবঙ্গ
সকল গুনি ব্যক্তিদের স্বপ্ন হয়েছে ভঙ্গ।-
জবাব
আসছে ভোট
উড়বে নোট,
দাদার জোট
দিদির কোট ।
বঙ্গ জুড়ে
বিজ্ঞাপন ওরে,
দাদার তরে
দিদির ঘরে।
ভোটের আগে
লেখা প্রতিশ্রুতি পরে,
চেয়ারের ভাগে
ওই প্রতিশ্রুতি যাই উড়ে।
বেকারদের নিয়ে
সকলে করছে খেলা,
দিন আসছে এগিয়ে
বুঝবি কেমন ঠেলা।
শিক্ষিতরা অনশনে
চাকরির জন্য রাস্তায় মরে,
মূর্খের বড় বড় ভাষণে
বঙ্গ থেকে শিক্ষার নাম যাচ্ছে উড়ে।
-
সত্যি লজ্জা পাই
মূর্খ ব্যক্তির ভাষনে নয়,
গ্রামো লোকেরা ঐ ভাষনে দাঁড়িয়ে খাবার চাই
আমাদের দেশে এটাই হয়।-
শিক্ষাকে যদি দিত দাম
চিন্তা থাকতো না ভাই,
মূর্খদের এখন বেশি ইনকাম
নিজেকে শিক্ষিত বলাটাই দাই।
-
" মা রক্ষা কারো মা "
শুনলাম সুপ্রীম কোর্টের রায়
জলে গেলো সব হায়,
মিটিং- মিছিল যখন হয়
করোনা তখন ঘুমাতে যাই,
ভীর যখন বাসে
করোনাও নিজের জান নিয়ে ফাঁসে ।
সরকারি চাকরিজীবী পাচ্ছে টাকা
পুজোয় কত মানুষের পকেট ফাঁকা,
কত গরীবের বয়ছে চাখের জল
করানোর অভিশাপের ফল,
করানোর ওষুধ নেই কোনো
নার্সিং হোমের দশ লাখ বিল জেনো।
সুপ্রীম কোর্ট জানে ভালো মন্দ
এই দিক গুলো দেখলে সকলে পাবে আনন্দ,
চলে গেছে নয়-নটা মাস
ঘরে বসে,শুয়ে সকলে করে হাঁস-ফাঁস,
দেখতে দেখতে মা দূর্গা এলো ঘরে
সব জীবানু যাবে মরে,
মনের পূর্ণ আসা
দূর্গা মা- ই ভরসা।-