স্মৃতির ডালে সুখের পাতা, ঝরছে কেমন আনমনায়;
মন্দত্ব আজ বাঁধছে বাসা, ইচ্ছেগুলো ভূমিতে লুটায়।-
আমি তোমার জন্য পাগল হতেও পারলে।।
তোমার জন্য আমি!
আবার তোমাকেও ভুলে যেতেও পারি।-
রাখতে পারিস আমাকে তুই তোর থেকে অনেকটা দূরে!
বলতে পারিস আমাকে "তুই যাস আমাকে ভুলে!"
বাঁধতে পারিস ঘর তুই অন্য কারোর সাথে,
গড়তে পারিস এক নতুন সংসার পুরাতন কে ভুলে গিয়ে!
থাকতে পারিস ভাল তুই নতুন স্ত্রী কে নিয়ে,
হাসতে পারিস আবারও তুই অন্য কারোর সাথে!
মনের দুঃখ পারিস বলতে নতুন প্রেমিকাকে,
আমাকে তুই পারিস ভুলে যেতে এবারে!
আমার অনেকটা কাছে রাখব তোকে সারা জীবন ধরে!
বললেও তুই শুনবোনা ভুলবোনা আমি তোকে!
বাঁধবোনা আমি ঘর আর অন্য কারোর সাথে,
গড়বনা আর কোনো নতুন সংসার তোকে ভুলে গিয়ে!
থাকবনা আমি অন্য কাউকে বিয়ে করে তার সাথে,
হাসবনা আর আমি অন্য কারোর সাথে!
মনের দুঃখ বলবনা আমি আর কাউকে!
সাথে থাকিসনি বলেই তো আর পারিনা তোকে ভুলে যেতে?!-
অনেক ভাগ্যের ব্যাপার নিজের প্রেম পাওয়া, আর
আরও ভাগ্যের ব্যাপার সেই প্রেমকে ভুলতে পারা।-
ভুলতে চেয়েও মনে পড়ে সেই দিন,,
আসলে ভুলতে চাওয়াটাই মস্তবড় ভুল!
@তনিমা-