চক্রবর্তী সায়ক তনিমা  
22 Followers · 9 Following

Joined 19 July 2018


Joined 19 July 2018

সব ভুললেও ভুলি না নিজের অপমান!
অন্যের ভালোর জন্য সব করলেও করবো না মিথ্যে মিথ্যে অভিনয়!

-



সব ভুললেও ভুলি না নিজের অপমান!
অন্যের ভালোর জন্য সব করলেও করবো না মিথ্যে মিথ্যে অভিনয়!

-



"সত্য" বড় অসহায়,,,
"সত্য" জানে সে বড় একা,,,
"সত্য"র লড়াই একার লড়াই!
"মিথ্যে " হাসে "সত্য"র অসহায় অবস্থা দেখে!
"মিথ্যে" অহংকারী,
তার পিছনো আছে অনেক সঙ্গীসাথী!
"সত্য" তবুও কঠিন,
লড়াই শক্ত হলেও হাল হার মানবে না নিজের কাছে!©তনিমা

-



আমার শারীরিক অক্ষমতা দেখো তোমরা,
তবে সেই অক্ষমতা আমার দুর্বলতা কখনই নয়!!©তনিমা

-



সময় বুঝিয়ে দিলো আরো একবার,
দূরের হতে গেলে দূরত্বকে সঙ্গী করে দূরে যেতে হয় না!
কাছে অনেক কাছে থেকেও দূরত্ব তৈরী করা যায়, যদি মন চায়!!

-



প্রয়োজন কম করে রাখি জীবনধরে,
শুধু একটিও যেন প্রিয়জন পাই!
সব্বাইকে প্রিয়জন ভাবি,
প্রয়োজন হবার যোগ্যতার অভাব বলেই বোধহয় অবহেলিত আত্মীয় হয়ে রই!!©তনিমা (24/12/2021-শুক্রবার )

-



সন্মান শুধু পা ছুঁয়ে দেওয়া যায় না।
কাউকে দেখে নিজের মোবাইলটা পাশে রেখে তাকে সময় দেওয়া টাও এক প্রকার সন্মান।(সংগৃহীত )

-



একা থাকা, কথা না বলা, কারোর সাথে দেখা না করা, কারোর সাথে হৃদতা না দেখানো, সব কিছু একটানা করতে করতে ভীষণ তীব্র নরসায় পরিণত হয়!
উপলব্ধি :একান্ত নিজস্ব,,, #তনিমা

-



তোকে আজ বড্ড দরকার ছিলো যে 😔
ওপাড় থেকে শোনা, দেখা যায় সত্যি ❓️
তবে একবারটি আয় 🙏🏽বলে যা কিছু 🙏🏽

-



21 (একুশ) এর
22 (বাইশ) হতে আর
23 (তেইশ) দিন বাকি 😁(সংগৃহীত )

-


Fetching চক্রবর্তী সায়ক তনিমা Quotes