Dyuti Biswas   (দ্যূতি ✍)
55 Followers · 19 Following

লিখতে পড়তে শিখতে ভালোবাসি
Joined 10 July 2017


লিখতে পড়তে শিখতে ভালোবাসি
Joined 10 July 2017
20 AUG 2024 AT 16:58

City of Joy became City of Voy


Voice of Youths

-


20 AUG 2024 AT 6:31

এই লড়াই টা যদি চাপা পরে যায় তাহলে সব মেয়েরা সহজ লভ্য হয়ে যাবে, তার উপর যদি Account এ ১০ লক্ষ টাকা থাকে তাহলে তো কোনও কথা নেই।

-


19 AUG 2024 AT 5:56

কোলকাতার পাশে সব রাজ্যে, দেশ আছে।
কি আশ্চর্যজনক ভাবে কোলকাতার পাশে কোলকাতাই নেই।

ন্যায় বিচার যেটা কিনা গনতান্ত্রিক অধিকার সেটার জন্য আমাদের লড়াই করতে হচ্ছে এর থেকে কষ্টের , লজ্জার কি আর হতে পারে!!!!

-


17 AUG 2024 AT 6:58

কি হবে মায়ের আরাধনা করে, যেখানে মেয়েই সুরক্ষিত নয়।

-


15 AUG 2024 AT 7:38

যদি আমরা সত্যিকারের স্বাধীন হতাম, তবে কাল রাতের (রাত দখল) ঘটনা টার কোনও প্রয়োজন থাকত না।

-


1 MAY 2024 AT 8:08

আমরা সবাই মজুর। আমরা সবাই শ্রমিক। কেউ সংসার দাড় করানোর জন্য শ্রম করছে, কেউ সংসার নিয়মিত চালানোর জন্য।

কারোও শ্রম শৌখিনতায়, কারও আবার ঐ আস্তাাখুর ঘেটে দিতে হয় শ্রমের পরিচয়।

কারও শ্রম চলে হাতে পায়ে গতরে, কারও চলে মাথায় আর মেশিনে।

তথা ... আমরা সবাই মজুর সবাই আমরা শ্রমিক।

-


14 APR 2024 AT 21:04

মানুষ থাকবে বলেই আসে।
শক্ত করে নয়, যত্ন করে ধরে রাখতে হয়।

-


14 APR 2024 AT 5:32

তোমাকে পাওয়ার অনেক চেষ্টা করে আমি তোমাকে হারিয়েছি।

-


3 APR 2024 AT 5:33

জীবনকে আমারা যা দেবো, জীবন আমাদের তাই ফেরৎ দেবে।
ভালোবাসা দিলে ফেরৎ এ ভালোবাসাই পাবো, হতে পারে সেটা তুমি যে মানুষকে দিয়েছো সেই মানুষের থেকে পেলে না অন্য মানুষ তোমায় সেটা দেবে, তখন সেটা গ্রহণ করো কারন সেটা তোমার প্রাপ্য।

আবার তুমি যদি ছলনা করো, তবে সেইটাই ফেরৎ পেতে তুমি বাধ্য। কিন্তু সেটা আবার সেই মানুষ এর থেকে পেলে যার থেকে তুমি এটা আদৌ আশা করোনি।

-


22 MAR 2024 AT 20:36

মায়া ত্যাগ করতে পারা এক ভীষণ বড় সাফল্য।

-


Fetching Dyuti Biswas Quotes