-
প্রথম -
এ বাবা, কিরকম কাপড় পড়েছে দেখ, ছিঃছিঃ,
উফফ বাড়ির বাইরে চলা ফেরা করা দায়,
দ্বিতীয় -
আজ কাল ছেলে মেয়েরা কি যে শুরু করলো,
মান সম্মান সব গেলো,
আমি -
জামা কাপড় জাত ধর্ম গামছা মিছিল প্রেম সর্গ
কার কি হবে! কে কি করে! তা ভেবে করেন কাল শোক
তাদের জীবন, তারাই বাছুক, যা ইচ্ছে তাই হোক
আসলে ভুল আদেও পোশাকের না,
ভুল তো আপনাদের নিজেরই চোখ...
-
এটা ভেবোনা ভুলেও এক রতি,
তুমি এসেছো বলে, হলাম কবি রাতারাতি।
কবিতা আমার রক্তে ছিলই রোজ।
তুমি আসাতে, নিজেকে ভাসাতে,
একটা সুবিধা হল তাতে,
পেলাম হরেক রঙের লেখার খোঁজ।-
আপুনি কি ভাৱে?
যে আপুনি গৰ্হিতভাৱে উপায়ন কৰা ভৈষজ্যহীন
পিঁজাল ত্ৰিশূলৰ বিষ বুকুত সামৰি
মই বিষণ্ণতাৰ সাজ পিন্ধিম!
সেয়া আপোনাৰ প্ৰভাদপূৰ্ণ ধাৰণা!!-
শত অভিমানের পাহাড় গড়ে,
আমায় সরিয়ে ছিলে দূরে।
হঠাৎ আজ মন বদল করে;
আমন্ত্রণ কেন অন্য বসন্তে??-
'জানি- কিছুই পারিনা আমি"...
'পদে- পদে করি ভুল"
'সবই এবার সঠিক হবে"...
'দিব্যি তোমার ঝুমকো দুল"
ভালোবাসার মন গলিতে তুমিই যে আমার প্রথম ভুল"-
ভুলগুলো শুধরে দেওয়ার নামে বুঝি বড় ভুল করে বসি!
এবার তবে একটা শেষ নিঃশ্বাসের রক্তঝরা উপহার দেবো,
যেখানে শিরদাঁড়া বিক্রির ভয় নেই,
নেই কোনো দিব্যি দেওয়া ভবিষ্যতের স্বপ্ন,
আর নেই কোনো আবদার,নেই কোনো চাহিদা।
খুব বেশি হলে থাকবে একটা শূন্যতা....-