QUOTES ON #ভালবাসা

#ভালবাসা quotes

Trending | Latest
13 MAY 2019 AT 15:07

-


5 JUN 2020 AT 13:32

থাকলো না যে তোমার মনে
সেই আগের মতো ভালোবাসাবোধ,
প্রেমের প্রতি মুহূর্তের দাম
এবার কিভাবে করবে বলো শোধ।

স্বপ্ন জুড়ে নয়নে কত
তোমার সাথে সাত পাকে বাঁধি,
তুমি আমার মনটা ভেঙে
কেন হলে অপরাধী।

মন যে মানে না
কোনো নিয়ম, কোনো নীতি
পারবো না মুছে ফেলতে আমি
তোমার সঙ্গে জড়িত একটাও স্মৃতি।

যদি ও তুমি করবে
এই মনটা নিয়ে খেলা,
তবু ও আমি পারবো না
তোমায় করতে অবহেলা।

চোখের জল রাখবো লুকিয়ে
ঠোঁটে সাজিয়ে রাখবো নকল হাসি
তুমি ভুলে গেলেও,
আমি চিরকালই বলবো তোমায় ভালোবাসি।

-



সখী তোমারে মোরাঙ্গনে প্রনয়লীলার সহিত বাহুডোরে আবদ্ধ করিবার বাসনায় মোরান্তরও পূষ্পকলির প্রস্ফুটিত কোমল নলীনের ন্যায় ব্যাকুল হইতে ব্যাকুলতর হইয়া যায়।

-


24 JUN 2021 AT 17:32

অবেলার গল্পে সবটুকু
ভালোবাসা রেখে গেলাম
শুধু তোর জন্য...

-


21 SEP 2021 AT 11:02

-


19 JUN 2020 AT 11:37

রঙ তুলিতে ভাসছে জীবন
নতুন রঙের খোঁজে
মনের কোণে রঙ লেগে যায়
সঠিক মানুষ পেলে
অন্য রকম রঙিন মন
তোমার ভাবনায় সারাক্ষণ
সাজিয়ে মনের রঙিন কোণ
দিয়েছ দোলা জানি না কখন
নতুন রূপে খুঁজছি তোমায়
হয় তো কখনো দেখা হবে নিশ্চয়

-


23 JUL 2020 AT 18:36

প্রকৃতিকে ভালোবেসে দেখো অনেক শান্তি পাবে।

-


11 MAY 2020 AT 21:18


যে বন্ধুতায় থাকেনা কোনো হিংসা
থাকে শুধু প্রীতি ,
সেই বন্ধুত্বের ভীত গড়া হয়
দিয়ে ভালবাসা সম্প্রীতি ।
যে বন্ধুত্বে থাকে অপরিসীম আস্থা
আর থাকে বিশ্বাস ,
সেই বন্ধুত্ব ততদিনই বেঁচে থাকে
যতদিন চলে নিঃশ্বাস ।

-



সত্যিকারের ভালোবাসার মানুষ প্রাক্তন হলেও কখনো অপ্রিয় হতে পারে না। হয়ত মানুষ থেকে প্রিয় পালটে যায়,মানুষটি থেকে রঙ হারিয়ে যায়,কিন্তু মানুষটির প্রতি কখনও, কোনোদিন ঘৃণা জন্মাতে পারে না🤗🤗♥️♥️

-



সবই কি তবে ভুল?
আমার জীবনে তবে কি আর ফুটবে না কোনো ফুল?

এই মন তার সবকিছু দিয়ে ভালোবেসেছিল যারে,
সেই ভালবাসা ধু ধু মরীচিকা পাঠিয়েছে উপহারে।
অবহেলা তীর বিঁধে মনে তবু, তাকে ডেকে করি ভুল।
ভালোবাসা সেকি ভুল?

অশ্রুবারিতে মালা গেঁথে মন করছিল আরাধনা,
আরাধনা মোর প্রতিদানে শুধু দিয়ে গেল বেদনা।
সেই বেদনার স্রোতে চলি ভেসে ভেসে নেই তার কোনো কূল।
সবই যে হলো ভুল,
এই ভুল আর আমার জীবনে ফুটবে না হয়ে ফুল!!

-