সমরেন্দ্র দাস   (🖋️@সমরেন্দ্র)
237 Followers · 343 Following

চেষ্টা করছি,পারবো হয়ত কোনো না কোনোদিন😊
সমস্তটাই কাল্পনিক,বাস্তব এর সাথে কোনো মিল নেই 😊
Joined 5 April 2019


চেষ্টা করছি,পারবো হয়ত কোনো না কোনোদিন😊
সমস্তটাই কাল্পনিক,বাস্তব এর সাথে কোনো মিল নেই 😊
Joined 5 April 2019

গোলাপে মুখরিত দিনটায়
নিত্যদিনের ব্যাস্ততায়
সময়ের স্বল্পতায়,
হলো না সময়
বাঁচিয়ে রাখলাম,
আগলে রাখলাম।
সময়ের পরিবর্তনে
অকারণে আড়ম্বরে
দেবো ফিরিয়ে
তোমায়
ভালোবাসার ছোঁয়ায়।।

-



ওই শুনতে পাচ্ছিস
দেখতে পাচ্ছিস,
আচমকা ওই উষ্ণ বালিঝর
রুক্ষতার চাদরে সবটা ঢেকে ফেললো।
কি হবে আলগোছে,আদরে
প্রেমের ললাটে সাজিয়ে
সব যে আজ নিঃশেষ।
অচেনা ছবি,চেনা স্মৃতি
নির্বোধ মন , মিথ্যে আশ্বাস
ক্লান্ত মনে
আকন্ঠ জীবনে
বৃষ্টি এলে
বড্ড ভালো হতো আজ।।

-



আজ খুব শুনতে ইচ্ছে করছে
জীবনের মায়া শেষ হচ্ছে,
আকড়ে রেখে আর কতদিন
চিলেকোঠার ঘর আজ প্রাণহীন
অচেনা রাস্তা,একলা রাত
আজ বাক্যহীন।।।।

-



ওই,
শুনতে পাচ্ছিস
সেই ছবি গুলো,
দেখতে পাচ্ছিস
এটা সেই গানের কথা গুলো।।
শরীর আজ ক্লান্ত বড্ডো,
অচেনা শব্দেরা তোলপাড় করে
ঝিরঝির হালকা নিশ্বাস পরে
বেচেঁ আছিস!!!!!!
কিন্তু এ কি আমি এখন কোথায়???

-



অসুখ করেছে আজ
ক্লান্ত আমি,
নির্দ্বিধায় আজ
কিছু বলতে পারি না,
শুন্যতা ঘিরে
রয়েছে আমায়।
পাশ ফিরে শুয়ে পড়ি
কারা যেনো ডাকছে আমায়।
তবে কি আমি ফিরে গেছি আবার সেথায়।।।

-



ওই চিরন্তন বাস্তবতার মাঝে বারেবারে হারিয়ে ফেলি তোকে,
মন চায় না,ভুলে যাই প্রেম কাকে বলে
ভুলে যাই কে তুই,কি বা তোর পরিচয়
অতঃপর বৃষ্টি নামে,ওই ভেজা গন্ধ
ওই বিপ্লবী বাতাস,ঘিরে ধরে
বলে ভালোবাসিস,ভালবাসিস যে তুই ওকে।।

-



বৃথা এই অশ্রুজল,বৃথা ওই গল্প বলা
বৃথা এই রাতের আলাপ,বৃথা ওই বিষণ্ণ
গোধূলি বেলা।
অবচেতন মনে, পথের বাঁকে,
গল্প গুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে,
কল্পনা বারবার আঁকড়ে ধরে,
ফিরে যাই,ফিরে পাই না তো আর তাকে।।❤️❤️

-



হয়তো আর কোনোদিন দেখা হবে না,
না বলাই রয়ে যাবে অনেক কথা।
জীবনের পথে এগিয়ে চলব
ভুলেও যাবো তোমার কথা।
বা হয়তো কোনদিন বৃষ্টির দিনে
একলা ফেরার সময় দেখা হবে তোমার সাথে,
সেদিনও কী পাশ কাটিয়ে চলে যাবে,
নাকি একটিবার ঘুরে তাকাবে,
ফিরে তাকাবে প্রাক্তন নামের অতীতের দিকে.....

-



সত্যিকারের ভালোবাসার মানুষ প্রাক্তন হলেও কখনো অপ্রিয় হতে পারে না। হয়ত মানুষ থেকে প্রিয় পালটে যায়,মানুষটি থেকে রঙ হারিয়ে যায়,কিন্তু মানুষটির প্রতি কখনও, কোনোদিন ঘৃণা জন্মাতে পারে না🤗🤗♥️♥️

-



Dhoni Finishes Off In Style,A Magnificent Strike In The Crowd,India Lift The World Cup,After 28 Years......
This is emotion for you Mahi,you are Captain,Legend,Finisher and Our Love... Happy Birthday MAHI❤❤..................

-


Fetching সমরেন্দ্র দাস Quotes