QUOTES ON #ভাবনাচিন্তা

#ভাবনাচিন্তা quotes

Trending | Latest
18 JUN 2020 AT 20:31

কলমে ফ্রাস্ট্রেশন !!

"কি অদ্ভুত তাইনা....

দাঁত থাকতে দাঁতের মর্ম
তুমিকি বুঝবে ভায়া,
ফোকলা হলে বুঝবে তবে....
ক্যায়া থা, আর ক্যায়া চলা গ্যায়া!"

(ক্যাপশনে চোখ না রেখে যাবেন না 🙏।
বক্তব্য অত্যন্ত ব্যক্তিগত,অ্যারেস্ট করবেন না প্লিজ😪😑)

-


2 MAY 2019 AT 20:40

ভাবনা চিন্তা,
ঘেঁটে গেছে আমার,
প্রেমে পড়েছি আবার!!

-


1 JUN 2018 AT 14:29

-ওই শোন,আমি তোকে ভালবেসে ফেলেছি😊
-ভালবাসিস,কিন্তু আমাকে ভালবাসতে গেলে তোকে কটা শর্ত মানতে হবে।
-শর্ত??ক্ষমা কর,আমি শর্তহীন ভালোবাসায় বিশ্বাসী,তাই কোনো শর্ত মানতে পারবো না☺

-


19 SEP 2019 AT 19:10

কুঁকড়ে থাকি আমি
মুঁষড়ে থাকে হৃদয়
ভাবনাচিন্তা শির্ষ আঁকে
মগজ আঁটে যুদ্ধজয়।।

-


3 MAR 2018 AT 22:18

ঘৃণাবশত ভুলের সাজা দিবি আমায়?
শোনাবি আমাকে আমার মৃত্যুসংবাদের গান?
প্রাণভরে শুনবো সেই আহবানের হুংকার।
বুকপেতে নেবো হিংস্র ছুরির দাগ।
গুপ্তহত্যার দায় মেখে রক্তাক্ত হবে সে,
গুজব রটবে শুধুই আত্মহত্যার প্রয়াস।

-


9 MAY 2021 AT 9:25

সত্যি ভাবনাচিন্তা গুলো নেশার মত। যত ভাবি, ততই নেশার মতো ডুবে যাই। ভয় হয় ,কিন্তু তাও বেরিয়ে আসতে পারিনা।
এত অতীত ঘেঁটে, ভবিষ্যৎ এ হেঁটে ফেলার পরেও আমাকে আবার বর্তমানে ফিরতে হবে। সমস্ত চেনা পরিচিতদের খোঁজ নিতে হবে, সতর্কতামূলক post করতে হবে। আর যখন কেউ জিজ্ঞাসা করবে "কিরে তোর মন ভার কেন? সব ঠিক হয়ে যাবে।"
তখন হাসি মুখে সেটা শুনতে হবে, বলা যাবে না আমি ঠিক কি ভয়ঙ্কর জিনিস চোখের সামনে দেখেছি। কারণ কেউ বুঝবেনা। এটাই হয়তো লেখকদের ব্যর্থতা, ওরা যেটা ভাবে, যেটা বোঝে সেটা সেই মুহূর্তে অন্য কাউকে বলে বোঝানো সম্ভব নয়। কারণ বাকিরা তো তার লেখা টা পড়বে, কিন্তু লেখক! সে তো ওই লেখার মধ্যে দিয়ে গেছে☺️।

-


15 FEB 2019 AT 8:51

বড় হয়েছি, বুঝতে শিখেছি

লাগেনা কোনো মন্ত্রণা।

খুঁজিনা নীরব আশ্রয়টুকু

খুঁজিনা নরম শান্তনা।

জীবন যুদ্ধে লড়ছি তবু

সঙ্গী শুধু যন্ত্রনা।।

-


4 JAN 2019 AT 11:28

স্বার্থপর / অকৃতজ্ঞ ব্যক্তিদের জন্য, সম্পর্কের কোনো মূল্য নেই যতক্ষণ না পরিস্থিতি তাকে বাধ্য করে উপলব্ধি করতে। তাঁরা মোহের পিছনে সদা ধাবমান, কিন্তু শেষ পর্যন্ত! তারা একা দাঁড়িয়ে থাকে, একাকীত্বের জালায় ভোগে। যখনই এমন মানুষের সাক্ষাত্ পাই করুণা জাগে, দুঃখিত হই তাদের কথা ভেবে মনে মনে। সমাজ আজ অবক্ষয়ের পথে ধাবিত। আমাদের দায়িত্ব একে রোধ করার চেষ্টা করা, কলমের থেকে বড় হাতিয়ার আর কিছু নেই। তাই! আমাদের উচিত লেখার মাধ্যমে পথ দেখানোর পদক্ষেপ হাতে তুলে নেওয়া।
সবাই একমত হলে চলো চেষ্টা করি কিছু করার।।

-


16 MAR 2019 AT 8:59

খুব মেঘ করেছে,
বোধহয় বৃষ্টি হবে।
অন্ধকার ঘনিয়ে আসছে,
আসা টা কি স্বাভাবিক নয়...???
যেখানে আমার সবটুকু আলো,
তোকে ঘিরেই ছিলো।
সেখানে আজ তুই-ই নেই।
ভাবতেও অবাক লাগে,
যে শ্রাবন এ ভিজতে ভিজতে,
দুটো চোখে নীরবে কত কথা হতো।
আজ সে শ্রাবনের নাম শুনলেই,
কেমন যেন শিউরে ওঠে গা।
আচ্ছা তুই কি আজো,
বৃষ্টি হলেই ভিজিস...???
আমি তো বেশ অন্ধকারে,
ভাবের স্মৃতিচারণ করি।
ভাবতে বড় ভালো লাগে,
তাই ভাবনা নিয়েই থাকি।

-


16 MAR 2018 AT 18:55

দূর থেকে দেখতে পাচ্ছি তুলসীমঞ্চে কত আলো, দেখে বোঝাই যাচ্ছে কে যেন সন্ধ্যা প্রদীপ জাললো....।।।
শুভসন্ধা...

-