Subhankar Das   (শুভঙ্কর দাস)
25 Followers · 27 Following

নদী যদি হয়রে ভরা কানাই কানাই,হয়ে গেলে শূন্য হঠাৎ তাঁকে কী মানাই...।।।
Joined 18 May 2017


নদী যদি হয়রে ভরা কানাই কানাই,হয়ে গেলে শূন্য হঠাৎ তাঁকে কী মানাই...।।।
Joined 18 May 2017
14 MAY 2023 AT 21:38

কবিতার নাম "তোমার জন্য"
তোমার জন্য ছুঁতে পারি আমি আকাশ,
তাই তো করতে চাই ভালোবাসার প্রকাশ।
যতই চেষ্টা করি তোমায় করবোনা বিরক্ত,
ততই তোমার প্রতি মন হয় আমার আসক্ত।
তুমি বলতেই পারো, তুমি ভালোই তো আছো বেশ,
কিন্তু আমি যে শুধু তোমাতে শুরু তোমাতেই শেষ।
আমি জানি তুমি গেছো যে কাজে,
সেজেছো একটু হাল্কা সাজে,
তোমার প্রতি আমার যে দুর্বলতার ছোঁয়া,
তাই তো তোমায় সব সময় কাছে চাওয়া,
হয়তো আমি তোমায় নিয়ে ভাবি একটু বেশি,
তখনই আমার মুখে ফুটে ওঠে হাসি,
তুমি ছাড়া আমি যে বড় একা,
তোমায় ছাড়া চারিদিক আমার ফাঁকা।
আমি হয়তো তোমায় থাকতে দেইনা শান্তিতে,
কি করবো বলো, মন কেঁদে ওঠে একাকীত্বে।
যাইহোক তুমি ভালোভাবে ফিরে এসো,
আমায় আবার নিজের কাছে নিয়ে ভালোবেসো,
তোমায় ছাড়া থাকিনা যে ভালো,
তুমি আমার মনের প্রদীপের আলো।।।
তোমার প্রতি এই টুকু আমার আর্তি,
মনে রেখো আমার মন তোমার ভালোবাসায় ভর্তি।।

-


20 FEB 2023 AT 12:40

তোমার জন্য কষ্ট হচ্ছে খুব,
কেউ ই জানে না কার মনের কি রূপ,
গতকালের বিষয়ে যতই ভাবছি
পাচ্ছি তত ভয়,
চেষ্টা করছি জয় করার,পারছি করতে কই।
তোমায় নিয়ে ভাবি বেশি এটাই আমার দোষ,
মাঝে মাঝে মনে হয় কেন আমি সামনে নেই এটাই আমার আপসোস।
জানি তুমি সবার মাঝে আছো,
আনন্দেতে সাজো,
তাও কেন জানিনা লাগছে আমার ফাঁকা,
সত্যিই হয়তো আমি খুব একা,
একটা কথা বলবো তোমায়,
খুঁজতে খুঁজতে ভাবি যে কখন তোমার কাছে আসি,
তাই তো তোমায় এত ভালোবাসি।।।

-


6 DEC 2022 AT 21:57

তোমার জন্য সাজিয়ে ছিলাম ছোট্ট একটি আশা,
ভাবিনি তোমার কাছ থেকে পাবো নিরাশা।
বলতে পারো যদি কখনও করি জোর,
অত কিছু না ভেবে বলি, "আমি শুধু তোর"।
কদিন আগে একটি বিশেষ দিনে,
তোমার জন্য ছোট্ট উপহার সাজিয়েছিলাম মনে প্রানে।
তুমি তো ছিলে কিছুটা দূরের পাড়ে,
আমি তো ভেবে রেখেছিলাম মনেপ্রাণে,
বারবার তোমায় আসতে বলেছিলাম বাড়ি,
না এলে বলেছিলাম আড়ি,
করেছি ঝগড়া, করেছি অল্পবিস্তর রাগ,
তোমায় কিন্তু দিতে চাইনি আমি তার ভাগ।
কেন ডেকেছিলাম, বলতে চাইনি শুধু,
আজ যখন বললাম তুমি আমায় কষ্ট দিলে বধূ।।
ভেবেছিলাম বলার পরই ভাববে, হ্যাঁ সেটা তুমি করেছিলে,
ভেবেছিলাম তুমি বোধ-হয় খুশি হবে সেটা কাছে পেলে।
এরপর যখন তোমায় বললাম, "থাক নিতে হবেনা"
তোমার মনের অভিব্যক্তি, থাক আর ভাবা যাবেনা।।
যতই তুমি আপন বলো কোথাও আজ দূরত্ব,
সব কিছুতেই রয়ে গেছে কোথাও না কোথাও শর্ত।।
ঠিক আছে আমার মনের ভাবনা একটু বেশি,
তাইতো আজ কিছু সময় নিজেকে মনে হয় এলকেশী।
নিজের ইচ্ছের দাম টা মাঝে মাঝে ভাবি তুমি দেবে অনেক,
কিন্তু তোমার কাছে আমার ইচ্ছে গুলো ক্ষনেক।
আর কখনো চাইবো না গো তোমায় কিছু দিতে, ভালোই করেছো কেনোই বা নিতে,
কে বা হই আমি তোমার, ভুলে যাই মাঝে মাঝে,
সারাদিন কেন তোমায় ভাবি শুধুই সকাল সাঁঝে।।
আমার বলায় বা চাওয়ায় যদি ভুল করি কোনো,
তোমার যা মন চায় তাই তুমি মানো।।।


-


8 NOV 2022 AT 22:49

" ভালোবাসার স্বপ্ন"
তুমি আমায় ভালোবাসো সন্দেহ নেই কোনো,
কিন্তু মাঝে মাঝে এমন কিছু কাজ খারাপ লাগে জানো,
কি বলোতো,
তেমন কিছু না, শুধু ওই খোঁজ নেওয়ার অভাব,
জানি কোনদিনও পাল্টাবেনা এমন স্বভাব।।
আমি বেরোলাম অফিস থেকে, জানি খুব ব্যস্ত তুমি,
তারই মাঝে হালকা ছোঁয়া চাই আমি,
বাবাই এর কাছে ছিল ফোন, তা আমি জানি,
ওর জন্য আলাদা জায়গা এটাও আমি মানি।
আমি বেরোলাম কিনা, প্রয়োজন নেই তোমার,
দিন শেষে আমি কি এটাই ভাববো যে আমি শুধু আমার!!
তোমাকে ফোন করলাম খেয়াল ই করোনি হয়তো,
তোমার জন্য মাঝে মাঝে খুব কষ্ট হয় জানোতো।।
আমি হয়তো তোমার কাছে সময় চাই বেশি,
এটা যেন অনেকটা দামি তোমার মুখের হাসি।।।
অভ্যেসটা হয়ে গেছে তাই এমন হয়,
অভ্যেস যে হঠাৎ করে বদলে যাবে এমন টা নয়।।
চেষ্টা করবো তোমার মত হয়ে ওঠার,
তুমি আমার সব চেয়ে প্রিয় চাওয়ার।।।




-


31 MAY 2022 AT 21:22

শোনো গো মোর প্রিয়,
পারলে বুঝে নিও....
হয়তো থাকতে পারছিনা তোমার পাশে,
কিন্তু যেনো, আমি রয়েছি ঠিক আলগোছে,
আমি কি বলবো জানিনা,
কথাটা শুনে আমার মনটা যে মানিনা।
লাগলো অবাক, ভেবেছিলাম শুরু করবো অন্যভাবে,
কিন্তু যা শুনলাম, আমার ভাষা ভেসে গেল অন্য আকাশে,
ভাবতে পারিনি এমন একটা খবর পাবো,
বুজতেই পারছিনা কি উত্তর দেবো,
মনে পড়ে যায় অনেক অনেক স্মৃতি,
আজ হয়তো এই সবের-ই টানতে হবে ইতি।।
কষ্ট পেওনা পাশে আছি যেনো,
নিজের মনে করে কাছে নিয়ে রেখো।
যখন তোমার ইচ্ছে হবে মনে করো আমায়,
আমি তোমায় আগলে রাখলাম মনের মণিকোঠায়।।
সময় পেলে জানিও তোমার উপস্থিতি,
আমিও তোমার পাশে আছি যে কোনো পরিস্থিতি।।।।।
😢🥺🥺💓❤️😊💗🥰

-


17 DEC 2020 AT 21:59

তোমায় দিলাম সাতরঙা রামধনু,🌈
তুমি মনের গভীরে থাকা ক্ষুদ্র সেই অনু🔸
তোমায় দিলাম ঝরাপাতার দেশ,🍃
তুমিই শুরু,তুমিই আমার সর্বশেষ;🙋
তোমায় দিলাম কবিতার আল্পনা,💅
তুমি হলে সেই যে আমার কল্পনা; 🤔
তোমায় দিলাম গল্পের অবশেষ,🙈
থেকে যাবে আমাদের ভালোবাসার রেশ।।💗
তোমায় দিলাম গোধূলি মেঘের ছোঁয়া, 🌨️
তোমায় অনেক কষ্টে খুঁজে পাওয়া; 🔍
তোমায় দিলাম আমার ছোট্ট লেখার ভাষা,🥰
তোমার প্রতি রইল আমার অনেক আশা;🤡
তাই তোমার জন্মদিনে তোমায় দিলাম,🎂
এক আকাশ রঙিন ভালোবাসা।।।❤️

-


4 OCT 2020 AT 23:30

ভালোবেসে বেঁধে রেখেছি যারে,
মনের মনিকোঠার মাঝে;
অল্প একটু স্বাদে-আল্লাদে,
ছুঁয়ে থাকতে চাই তার মনে,
সে যে রয়েছে আমার-ই অন্তরালে,
তুমি রয়েছ যে কষ্ট নিয়ে,
আমি তা মুছে দেব বুকে জড়িয়ে দিয়ে,
তোমায় আদর করবো এত,
যা তুমি মনে রাখবে শত শত।।

-


15 AUG 2020 AT 21:05

তোমার ছোঁয়া এত তো দামি,
তুমি নয়তো অন্য কেউ বেনামি।
পরিচিত হাত খুজ্জে যখন তাকে,
সে তো ব্যস্ত বাড়ির আবদারের ফাঁকে।।

-


3 AUG 2020 AT 14:39

"রাখীর বাঁধন বাঁধুক আমায়,
তোমার প্রানের সাথে।
রেশমি ডোরে বাঁধা পড়ুক,
সম্প্রীতি হাতে হাতে।।"

-


31 JUL 2020 AT 22:15

এই যে তোমায় বলছি,
তুমি শুনছো ওগো,
আমি বলছি যে-গো,
তোমায় ভাবছি বলবো কিছু,
কিন্তু কি বলবো সেই ভাবনাই হাঁটছে পিছু পিছু।
আজ দেখা করবো ভাবনা এলো মনে,
কিন্তু ওই যে আটকে গেলো সময়ের সন্ধিক্ষণে।
তুমিও আজকাল ব্যস্ত তোমার কাজে,
যার জন্য তোমার নাজেহাল অবস্থা হচ্ছে সকাল-সাঁঝে,
তুমি আমার কাছে সেই মানুষ,
যার ভালোবাসার হাওয়ায় ভাসেনা কোন ফানুস।
তুমি সন্ধের মেঘমালা,
তুমি নয়তো কোন অনন্ত চপলা,
তুমি হলে সেই রূপের নারী,
যার মাথায় দুষ্টুবুদ্ধি ঝুড়ি ঝুড়ি।
তারও মাঝে,
যখন জীবনে মোর হয় কোনো ব্যথা,
সমাধান দেয় তোমার সাথে অল্প-বিস্তর কথা,

ভালোই লাগে এই রূপে তোমার সাথে চলতে,
তুমি যে আমার জীবনে কত মূল্যবান মানুষ সে কি আর বলতে!!
তোমার অল্পবিস্তর রাগ,
যেটা আমার মানাতে লাগে বেশ,
ভিডিও কলে তোমার মুখের হাসি এনে দেয় আনন্দের রেশ।
এই ভাবেই থেকো তার পাশে,
যে মানুষ তোমায় নিজের চেয়েও বেশি ভালোবাসে।।।
😊😊😊

―–-------****--------―

-


Fetching Subhankar Das Quotes