জীর্ণ জীবন মুহুর্মুহু জ্বালিয়ে দিচ্ছে শোক
নিত্যনতুন দাবদাহের সাক্ষী হচ্ছে চোখ
পঞ্চৈন্দ্রিয়ে সংক্রমিত খিট খিটে এক রোগ
অস্থিরতায় বিদ্ধ মগজ চাইছে মুক্তি হোক
- দেবারতী
-
writing is not my hobby jst a way for ... read more
সৌজন্যতার কাফনে করি আত্মগোপন ...
দ্বিধা দ্বন্দ গেছি ভুলে
এবার আমার ব্যক্তিত্বের মিলিয়ে যাবার পালা
যত ভ্রান্ত ভঙ্গিমার আড়ালে-
🍂ভাবনা তরীর পালে যে আজ বাঁধন নেই 🍂
🌚মন কেমন এর হিসেব রাখার মানুষ নেই 🌚
🥀উড়নচণ্ডী মেয়েটিরও দুরন্ত সে স্বভাব নেই 🥀
🎭হাঁসির মাঝের মুখোশ খানির মুহূর্তেরও ছুটি নেই 🎭
-
হাঁসি ঢাকা কান্নার বুকে অভিশপ্ত সব ছলনা
হৃদয়হীন এ পাষাণ ব্রহ্মাণ্ডে আর জন্ম নেবনা
মিটিয়েছি যত সুখের ঋণ পুড়িয়ে স্নিগ্ধতা,,
আজি চাই আমি মুক্তি, ক্ষতি হীন শান্তি,
আর উন্মাদ স্বাধীনতা 🕊️🖤-
শত সহস্র বছরের অবাধ অতিক্রম
হঠাৎই তোমারি পাড়ে আসিয়া রুকি
জানি বহুপথ আরও অগ্রসরে বাকি
তবু তোমারি সহিত বহিবে যে পথ বাকি ।।
-
হৃদয় এর চাহনি নাহ্ই নাই বুঝলে প্রিয়
চোখ এর চাহনি তো বুঝতে পারো,,,,,
আমি কেবলা কবি হয়ে গান খুঁজি তোমাতে
তুমি গান এর বদলে নাটক গড়তে ব্যাস্ত-
চিৎকারে যুদ্ধ জয় হয় ভেবেও হয়না
খানিকটা শান্তির ভিক্ষা চেয়ে ও পাওয়া যায় না
তাই ভিক্ষুক আমি ভিক্ষা চেয়ে ও পায় না-
শুনতে যা চাই আমি শুনতে পাই কই ?
বুকের এ খাঁচায় পাখি দাঁড়ায় কই !?
সুখ,, তা রয়ে না দুঃখ,, যে ঘুঁচে না
মনে ও একতারা টি সুর ও যে বাঁধে না...
সুখ পাখিটির চতুর স্বভাব গায়ে মোড়া রঙের চাঁদর,
অন্ধ মনের ঘুম পুড়িয়ে ও পাখি করে খালি বাসাবদল।।
-
একটা মন খারাপি বিকেল তোমায় দিতে পারি,,
বলো সঙ্গি হবে?
ব্যার্থ কিছু গল্প তোমায় সোনাতে পারি,,
বলো , আমার শ্রোতা হবে?
কিছু ছন্দ হারা গান তবে গাইতে পারি,,
বলো , আমার বেসুরো তালে সুর মেলাবে?
একটা মন খারাপি বিকেল তোমায় দিতে পারি,,
উদাস উদাস বিকেল টাতে আমার হাঁসির কারণ হবে?-
সে মোহমাখা আদর আর স্মৃতি মোড়া চাদর
প্রত্যক্ষ পরোক্ষ অনুভবে আজও মাখামাখি
বিরহ বাসিিনি সে সঞ্চিত কুঞ্চিত ভালোবাসা
মুহুর্মুহু বকে যায় প্রলাপে,,,দুমড়নো স্মৃতি ।।-