Ramen Patra   (RameN)
28 Followers · 18 Following

read more
Joined 8 September 2018


read more
Joined 8 September 2018
17 FEB 2022 AT 15:18

কত শতাব্দি দেখিনি তোমায়।
অবশিষ্ট আবেগের ভগ্নাস্তূপ জুড়ে,
ঘৃণার পাহাড় উদ্বেলিত।
অভিমানে অনুরাগে আর চাইনা তোমায়,
হৃদয়ের প্রেম যেথা লাঞ্ছিত।— % &

-


17 FEB 2022 AT 11:32

সব কথা কি কেউ রাখে,
কিছু তো কথার কথা।— % &

-


4 MAY 2021 AT 23:51

নীল আকাশের বুকে
মেঘ জমে রোজ,
হয় কত আবেগের রক্তবৃষ্টি।

তুমি কি স্নানের পরে এসে,
আজও দাঁড়াও জানালার পাশে,
একাকী নিভৃতে নির্জনে...?

কত পুরাতন স্মৃতি,
আনন্দের প্রেমপ্রীতি,
ভাসে আঁখি জলে।

সেই ছোট বেলা,
একসাথে খেলা।
ইচ্ছে মতো খুনসুটি।

বয়সের সাথে সমাজের তাপে,
পরিবর্তনের হাওয়া,
তুমিও হারালে, আমাকে কাঁদালে।

একান্তে কাঁদি, ফিরে পাই যদি,
আবার তোমায় আপন করে,
তা কি করে হয়? মনে লাগে ভয়।

যে যায় চলে, সে কি আর ফেরে..??

-


22 DEC 2020 AT 22:00

আসলে সময় মতো সুযোগ বুঝে,
সুযোগের সৎ ব্যবহার করার,
সময় হয়ে ওঠে না।
আসলে আমার ঠিক সময় মতো
সময় হয়ে ওঠেনা।

-


17 DEC 2020 AT 23:43

তখন বোধহয় সন্ধে হবে,
উত্তরেতে প্রবল হাওয়া,
বইছে দেখি ভীষন জোরে।
বুকের ভেতর ঠান্ডা লাগে,
তুমি জমছ বুঝি হীমের মতন।
আমি বারণ বুঝি, কারন খুঁজি,
একঝাঁক জোনাকির কোলাহলে।
অবশ হয়ে যায় সব স্মৃতির পাতা।
ছেঁড়া অভিমান উঁকি দেয়,
ভোরের কুয়াশা মেখে।

-


28 NOV 2020 AT 15:43

তুমি জানো ভালোবাসা কারে কয়..?
জানো কেমন করে মনের মিলন হয়..?
জানি, জানোনা।
তুমি তো আবার এসব মানো না।
শুধু আনন্দে হয় আত্মহারা,
অনুভুতি মেখে নিতে চাও,
রাতের বিছানা জুড়ে।
তুমি আদর জানো না,
তুমি অভিমান বোঝ না।
তুমি ঠোঁটে ঠোঁট চেপে ,
চোখের ভাষা চেনো না।
অহেতুক উদ্বেলিত হও,
জ্বল্পনা আঁকো কল্পনা সাজাও।

-


28 NOV 2020 AT 15:39

Unhe Mobile se to Nikal To Diya,
Kash Dill se bhi Nikal Pata.

-


28 OCT 2020 AT 21:19

চেনা জানা ভিড়ে, অচেনার খোঁজে,
অনুভূতি হারায় বারে, বারে।
মুহূর্ত গলে, চোখের জলে।
নিভৃতে ইতিহাস লিখি ,
হৃদয়ের জ্বলন্ত অঙ্গারে।

-


26 OCT 2020 AT 21:10

কত প্রেম বয়ে গেল,
শিরা বেয়ে ধমনীতে।
তবু মন সুখ খোঁজে,
চেনা সেই রমণীতে।

-


4 AUG 2020 AT 8:34

একাকিত্বের শোষণ বড়,
তিলে তিলে মারে।
কত বীর্যবান গেল রসাতল,
কপালগুনে অজ্ঞাত অধিকারে।

-


Fetching Ramen Patra Quotes