কত শতাব্দি দেখিনি তোমায়।
অবশিষ্ট আবেগের ভগ্নাস্তূপ জুড়ে,
ঘৃণার পাহাড় উদ্বেলিত।
অভিমানে অনুরাগে আর চাইনা তোমায়,
হৃদয়ের প্রেম যেথা লাঞ্ছিত।— % &-
তোমার প্রতি ভাবনা আমায় গ্রাস করছে নিয়মিত..
জানিনা আর কতদিন বাঁচব... read more
নীল আকাশের বুকে
মেঘ জমে রোজ,
হয় কত আবেগের রক্তবৃষ্টি।
তুমি কি স্নানের পরে এসে,
আজও দাঁড়াও জানালার পাশে,
একাকী নিভৃতে নির্জনে...?
কত পুরাতন স্মৃতি,
আনন্দের প্রেমপ্রীতি,
ভাসে আঁখি জলে।
সেই ছোট বেলা,
একসাথে খেলা।
ইচ্ছে মতো খুনসুটি।
বয়সের সাথে সমাজের তাপে,
পরিবর্তনের হাওয়া,
তুমিও হারালে, আমাকে কাঁদালে।
একান্তে কাঁদি, ফিরে পাই যদি,
আবার তোমায় আপন করে,
তা কি করে হয়? মনে লাগে ভয়।
যে যায় চলে, সে কি আর ফেরে..??-
আসলে সময় মতো সুযোগ বুঝে,
সুযোগের সৎ ব্যবহার করার,
সময় হয়ে ওঠে না।
আসলে আমার ঠিক সময় মতো
সময় হয়ে ওঠেনা।-
তখন বোধহয় সন্ধে হবে,
উত্তরেতে প্রবল হাওয়া,
বইছে দেখি ভীষন জোরে।
বুকের ভেতর ঠান্ডা লাগে,
তুমি জমছ বুঝি হীমের মতন।
আমি বারণ বুঝি, কারন খুঁজি,
একঝাঁক জোনাকির কোলাহলে।
অবশ হয়ে যায় সব স্মৃতির পাতা।
ছেঁড়া অভিমান উঁকি দেয়,
ভোরের কুয়াশা মেখে।-
তুমি জানো ভালোবাসা কারে কয়..?
জানো কেমন করে মনের মিলন হয়..?
জানি, জানোনা।
তুমি তো আবার এসব মানো না।
শুধু আনন্দে হয় আত্মহারা,
অনুভুতি মেখে নিতে চাও,
রাতের বিছানা জুড়ে।
তুমি আদর জানো না,
তুমি অভিমান বোঝ না।
তুমি ঠোঁটে ঠোঁট চেপে ,
চোখের ভাষা চেনো না।
অহেতুক উদ্বেলিত হও,
জ্বল্পনা আঁকো কল্পনা সাজাও।-
চেনা জানা ভিড়ে, অচেনার খোঁজে,
অনুভূতি হারায় বারে, বারে।
মুহূর্ত গলে, চোখের জলে।
নিভৃতে ইতিহাস লিখি ,
হৃদয়ের জ্বলন্ত অঙ্গারে।-
কত প্রেম বয়ে গেল,
শিরা বেয়ে ধমনীতে।
তবু মন সুখ খোঁজে,
চেনা সেই রমণীতে।-
একাকিত্বের শোষণ বড়,
তিলে তিলে মারে।
কত বীর্যবান গেল রসাতল,
কপালগুনে অজ্ঞাত অধিকারে।-