Shubhankar Sarkar   (Shubhankar Sarkar)
3 Followers · 8 Following

read more
Joined 21 January 2019


read more
Joined 21 January 2019
23 SEP 2021 AT 17:50

কিছু ক্ষত থাকলো পড়ে
মায়া জালের উপেক্ষায়।
কিছু স্মৃতি হল প্রস্তর
মান ভাঙানোর অপেক্ষায়।।

-


16 SEP 2021 AT 23:34

My futile existence has been in the light till date. I guess it is time to embrace the shadows for a change!!

-


12 AUG 2021 AT 10:09

তুমি ছিলে ঠিক না থাকারই মতো,
যেদিন চলে গেলে, পেছনে রেখে গেলে কিছু ভয়ানক স্মৃতি।

-


9 MAR 2021 AT 15:17

এই জন্ম ভুল বসত, বেমানানের ভীড়ে

-


24 FEB 2021 AT 23:41

অভ্যাসেরা দিন গুনেছে প্রলয়েরই অপেক্ষায়।
টুকরো হয়ে ভাঙছে যে বুক, আবেগেরই উপেক্ষায়।

-


9 FEB 2021 AT 19:18

Blood trickles down the surface of the broken mirrors I hid inside my room. They were meant to reflect but worked as gateways to the unknown world. I only thrive for peace, which seems so costly to come by..

-


27 JAN 2021 AT 12:16

Education is expensive, Knowledge comes for free!!

-


17 NOV 2020 AT 14:26

Only the weak depict anger, the strong walk away relying on the circle of life.

-


4 OCT 2020 AT 22:46

শব্দহারা কথার মাঝে,
মনগুলো সব বর্ণচোরা।
সত্যি যদি হতো সবই,
বলি তোর কেন মন কপাল পোড়া?

মুদ্রা দিয়ে বিচার হবে,
দাঁড়িপাল্লায় বসবে যে মন।
হাজার বিচার বলবে কি আর,
ভালো মানুষ দেখতে কেমন?

নিয়ম সবই পাল্টে যাবে,
নিয়মেরই নিয়ম মেনে।
বলতে পারো কি হবে আর
অহেতুক এই মানুষ চিনে?

মা-রে তোকে কোথায় পাবো,
মিথ্যার এই অন্ধকারে।
আঁধারের বুক চিরে এসে,
কড়া নাড় মোর বন্ধ দ্বারে।।

-


22 AUG 2020 AT 21:22

নামহীন মূক্তভুমি আমায় ডাকে,
শেষের সূর্য্য বুঝি অস্ত যায়!

-


Fetching Shubhankar Sarkar Quotes