তাকে আমি ডেকেছিলাম ভাই বলে,
কোন সম্পর্কে? সে আমায় প্রশ্ন করে।
রক্তের সম্পর্ক না হলে বুঝি ভাই হওয়া যায় না!!
নাকি ভাই হলে দায়িত্ব অনেক তার ভার নিতে চায়না।
ভাই মানে তো অনেক আদর অনেক খুনসুটি,
ভাই মানে তো দিদির চোখের আখির তারা দুটি।
ভাই মানে তো পুতুল ঘরের বোনের খেলার সাথী,
পুতুল বিয়ের পাতার লুচি খেয়ে বলে মিষ্টি!!
দুপুরবেলা ছাতের থেকে আচার চুরি করা…
বোনকে বাঁচাতে সব দোষ নিজের ঘাড়ে নেওয়া।
বোনের বিপদ দেখলে পরে ভাই হয়ে যায় ঢাল,
শত প্রেমিকের থেকেও বড় একটা শুধু ভাই।
ভাইয়ের চোখে জল দেখলে বোনের চোখেও জল,
ভাইয়ের মুখে দেখলে হাসি বোন খুশি ঝলমল।
ভাই মানে একটা আকাশ বোনের ছত্রছায়া,
বোন মানে হাজার খুশি ভাইয়ের স্নেহ মায়া।
ভালো থাকুক সকল ভাই, বোনের এইটুকু চাওয়া…
যমের ঘরে কাঁটা দিয়ে ভাইয়ের আয়ু চাওয়া।
সকল বোনের স্নেহের ডোরে বাঁধা থাকুক ভাই,
রক্তের বন্ধন নাইবা হল প্রেমের বাঁধন চাই।
ভাই বোনের সম্পর্ক সবার থেকে সেরা,
কোন কিছুর বিনিময়ে যায় না তাকে হারা।-
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
যমের দুয়ারে পড়ল কাঁটা।
যমুনা দেয় যমকে ফোঁটা,
আমি দিই আমার ভাইদের ফোঁটা।-
ভাই মোর প্রাণের প্রিয়
হৃদয়ের অন্তঃস্থলে তার লেখনী সবার হতেও শ্রেয়।
ভালোবাসার অনেক বড়ো মন তার,
নেই কো তাতে কমতি আর।
অনন্য লিখনী দিয়ে সাজায় কবিতার ছন্দ,
করি অনুসরণ যদি কিছু শিখতে পারি ভাইয়ের মোতন কবিতার গঠন অঙ্গ।
ভাই মোর প্রাণের প্রিয় ♥️♥️-
ভাইটি আমার মিশুক আছে নামটি তার শুভ,
তার মিষ্টি সুরে ডাকটা "দিভাই" শুনতে লাগে ভালো।
ক্রিকেটে ওস্তাদ সে,খেতে রসিক বাবু,
ঘুরতে পেলে মজাই মজা যেনো সুখ নগরের ভানু।
দিদির সাথে ঝগড়া করে,দুষ্টুমিতে ষোলোআনা,
মান ভাঙাতেও নাম্বার ওয়ান,ওষুধ তার জানা।
মনটা তার স্ফটিক,দেখতে যেনো স্কুলের মিষ্টি খোকাবাবু,
লেখায় তার মনটা জানি,ভালোবাসায় দুষ্টুটা কাবু।
22 Oct,2k19-
বেঁধেছি স্বপ্ন মনের আঙিনায়।
পরাবো রাখী, পড়বে ভাই;সেই অপেক্ষায়।
প্রবিত্র দিনে কথা দেই প্রত্যেক জনে জনে।
রাখিব মান-সম্মান বোনের সদা সর্বক্ষনে। পারে নাগো কেহ করিতে কর্তন।
ভাই-বোনের সম্মিলিত,অটুট বাঁধন।
রাখী পূর্ণিমার পূর্ণ শুভক্ষনে। ভালোবাসায় বাঁধা থাকুক প্রত্যেক ভাই-বোনের জীবনে।
-
বন্ধুত্ব শুরু সেই Pochinki আর Bootcamp দিয়ে-
Primosrk'তে আড্ডা জমাই,ভাইয়ের গার্লফ্রেন্ডকে নিয়ে।
পাঁচ তলা মলের বন্ধুত্ব,পুরোটাই শুরু Pubg ঘিরে-
শুভ জন্মদিন জানালো তোর এই দাদা,গলা চিরে।
বেকার দাদার সামর্থ্য নেই,বড়ো উপহার দেওয়ার-
ছোট্ট এই কবিতা আর 8x, AWM, Suppressor.
-
আজ ভাইফোঁটার দিনে
ফোঁটায় ফোঁটায়
দিলাম এঁকে বেড়া
পরল কাঁটা যমের দুয়ারে
কেমনে ছোঁয় দেখি
সে আমার ভাইয়েরে...
-
বয়স যখন এক বছরও না ; তখন কত তিন মাসের ছিলাম তখন তোকে পেয়েছি ;...নাহ! আমার মায়ের পেটের না তুই ...হয়তো তার থেকেও বেশি কিছু ...সেই ছোটো থেকেই তোর সাথে থাকা তোর সাথেই বড়ো হওয়া ;তোর সাথেই হাতে হাত রেখে প্রথম স্কুল যাওয়া ,শেষ বেঞ্চে বসে তোর আর আমার সেই দুষ্টুমি করা; তোর সাথেই সারাদিন কত খেলা ;লুডো থেকে ক্যারাম সব কিছুর সঙ্গী তুই তোর সাথেই আড্ডা দেওয়া....আমার কতো ব্যক্তিগত গোপন কথার ঠিকানা; সবকিছুই এখন ছোটোবেলার স্মৃতি....সময় খুব বাজে সেই সময় একসাথে থেকেছি .....আর মাধ্যমিক পরীক্ষার পর তোকে খুঁজে যাই তাও চোখের আড়াল তুই; তোর আর আমার মাঝে পাঁচ ঘন্টার দূরুত্ব আজ ;জানি আর কয়েকটা দিন তারপর প্রায় দেখা করব তোর সাথে..দুবছর যে সময়টা একসাথে থাকিনি তার খামতি পূরন করব; তুই কখনই আমার খরাপ চাসনি তবুও কোনো এক আবেগে তোকেই ভুল বুঝেছি! তবে জানি তুই আমার অনেক বেশি Care করিস ;আমাকে নিয়ে খুব বেশি tension করিস! হয়তো তোর মতোন আমকে নিয়ে এতো বেশি possessive ভাই আমি কোনোদিন পাবনা !ভাই এর থেকে বেশি খেয়াল রাখিস......তোর আর আমার মাঝে রক্তের সম্পর্ক নেই
তবে যা আছে তা এই ধমনিতে বয়ে যাওয়া রক্তের সম্পর্কের থেকেও বেশি দৃঢ় বেশি গভীর.. খুব বিশ্বাস করি;;খুব ভালোবাসিরে তোকে ভাই ....Love you vaaiiii❤❤😘😘
-
খেলার মাঠ দুজনের দুস্টু মিষ্টি ঝগড়ায় ভরে ওঠে।
হালকা অভিমানে মেতে ওঠে ।
দুজনে, দুজনের প্রতি ভালোবাসায়।-