ভালোবাসা অনেকটাই আগুন এর মতোন
প্রতি মুহুর্তে দগ্ধ হচ্ছে আবেগী মন.....
গ্রাস হচ্ছে সেই মনের ভালোবাসা;
আগুন রূপ অবিশ্বাসের ছোঁয়ায়......
হারিয়ে যাচ্ছে আবেগ;
অনুভূতি গুলো পুড়ছে প্রতিনিয়ত..
দ্বন্ধ যেন লেগেই আছে এই মনে...
যার কোনো শেষ নেই...
তবে যেদিন এই দ্বন্ধ বিরাম পাবে..
হয়ত সেদিন ছাই ছাড়া..
কিছুই পাওয়া যাবে না এই দগ্ধ মনে।।
-
আমি তানিশা...😊
বাবা মার কোলে আসার প্রথম সুযোগ হয় 20 জানুয়ারি 2002 (নেহাত বয়সটা... read more
শিশু রুপে নারীর বক্ষে তোমার ক্ষুধা;
পুরুষ রূপে নারীর বক্ষে তোমার তৃপ্তি!
শিশু রূপে নারীর যোনীতে তোমার উৎপত্তি;
পুরুষ রূপে নারীর যোনীতে তোমার কাম!
শিশু রূপে নারীর নাভিতে তোমার প্রাণ;
পুরুষ রূপে নারীর নাভিতে তোমার টান!
শিশু রূপে নারীর চাহনীতে তোমার মাতৃভক্তি;
পুরুষ রূপে নারীর চাহনীতে তোমার প্রেমব্যাপ্তি।।-
নিশ্চুপ রাতে তোমার কথা ভাবতে বাধ্য আমি !
পাবো না জেনেও কেন ভালোবাসি বলতে পারবে তুমি?
আলোকবর্ষ সমান দূরত্ব আমাদের মাঝে।
তাও তোমার নামটা রয়ে গিয়েছে মনের অন্তরালে
বলতে পারো অবুঝ আমি ;
সব টা জেনেও কেমন তোমার পানে চাই...
তোমার জেদের কাছে বোকার মতন হেরে যাই।
রাত তাই বড় নিষ্ঠুর তোমার কথা মনে করায় ;
দিন আমার মনের মতোন দূরে থাকতে শেখায়।
দিন যেমন রাতের কালো অন্ধকারে মিশে যায়
সারাদিন নিজের কাছে অক্লান্ত যুদ্ধের পর,
রাতের নীরবতায় আমি তোমাতে মিশে যাই।।-
প্রেমিকের মতোন প্রেমিক হয়ে উঠতে শেখ;
ইনস্টাগ্রাম ফেসবুকের #হ্যাশট্যাগ বায়ো ক্যাপশন ট্যাগ হওয়ার জন্য অনেককেই পাবে....
তবে হাতটা তারই ধরো যে তোমার সোশাল মিডিয়ার পোস্ট না;
তোমার চুপটি করে গাল ফুলিয়ে বসে থাকার কারন খুঁজবে...
যে তোমাকে অপরের কাছে পরিচয় করাতে দিদ্ধা বোধ করবে না;
বরং তোমাকে তোমার মতোন করেই ভালোবাসবে....
তুমি তার কাছে শুধু তুমি না;
ওর আমার আমিটার মধ্যে লুকিয়ে থাকা তুমি হবে
সেই মেয়েটি শুধুই তোমার প্রেমিকা নয় তোমার গর্ব বোধের কারন হবে;
যাই হোক শেষে বলি ; সবার আগে
প্রেমিকের মতোন প্রেমিক হয়ে উঠতে শেখ ।।
-
সময় বদলায় ; বদলায় মানুষ....
কাল যে না বলা কথা গুলো বুঝতো....
আজ শতবার প্রকাশ করা কথা সে বুঝতে অক্ষম;
মানুষের সখ বদলায় ; বদলায় রুচি....
আজ মানুষও বদলায়;
সেই চেনা মানুষ আজ বড্ড অচেনা লাগে....
কত্ত মানভঞ্জনের স্বাক্ষী অশ্রু...
আজ সেও চোখের মাঝে থেকে গড়িয়ে পড়তে গিয়ে
আমায় ব্যঙ্গ করে হাসে..
বুকের মাঝে কেমন ব্যথা অনুভূত হয় ; না বলা অভিমান বেরিয়ে আসতে চায়...
সেই অশ্রু কয় আর গড়িয়ে পড়তে দিও না আমায়!!
সেই দিন যে গেছে সে গেছেই ; আর নেই!
সময় বদলায় ; বদলায় মানুষ...
দিও না আর কৈফিয়ত ; আর সহিতে পারিবে না এ মন !
তোমার বিরহে রহিব নীরব ;
হারিয়েছে মোর ভাষা...
তাই আজ এক গভীর একাকিত্ব আপন করেছে আমায়।।-
মা তুমি মেয়ে, তুমি নারী, তুমি স্ত্রী, তুমি গর্ভধারিনী...
মা তুমি সুখদায়ীনী তুমি আমার অস্তিত্বের বাহিনী;
নয় মাসিকা অকল্পনীয় কষ্ট সহ্য করে ভূমিষ্ঠ হয়েছে তোমার সন্তান...
সৃষ্টি কে দিয়েছ নতুন প্রাণ...
পুরুষ কে দিয়েছ পিতার সৌভাগ্য,
নিজে মাতৃত্বের স্বাদ পেয়ে হয়েছ সৌভাগ্যবতী...
মাতৃত্বের লালসা মাতৃত্বের সেই
অভাবনীয় সুখের ইচ্ছা
তোমাকে বানিয়েছে এতই কঠোর যে;
প্রসবের যন্ত্রণা থেকে বড়ো হয়েছে
সন্তানের মুখের সেই নির্মল হাসি...
মা তুমি ভালোবাসার প্রতীক;
মাতৃত্ব তোমার অহংকার;
মা তোমার তুলনা হয়না তুমি শ্রেষ্ঠা;
যারা এই ভৌতিক পৃথিবীতে ভগবানের সন্ধান করে
তারা নির্বোধ.....
আমি বলি একবার তাকিয় মার চোখে
তুমি স্বয়ং এই নস্কর পৃথিবীতে ভগবানের সন্ধান পাবে।।
-
ঘরে ঘরে.....
সকল কর্মী নির্ভয়ে যাক নিজ কর্মে;
মাঠে মাঠে আবার শোনা যাক ছেলেদের কলধ্বনি....
ফুটবল ক্রিকেট এ গর্জে উঠুক ক্রীড়াঙ্গন;
বইপত্র নিয়ে আবার শিশুরা ছুঠুক শিক্ষা প্রাঙ্গন...
ডাক্তার নার্স পুলিশ সৈনিক নিক স্বতির নিঃশ্বাস;
যাদের জন্য এতো লড়াই তারা ফিরে পাক রোগ মুক্ত জীবন...
বিজ্ঞানীরা খুঁজে পাক আরগ্যের অনুসন্ধান;
মহামারীর হোক অবসান....
হে দাতা তোমার কাছে এই এক ছোট্টো আবেদন।।
-
Still it gives me warm peace
I know you are a psycho lover...
But only i am the cure of your pain
The almighty knows...
I am your's ; You are mine....
Dark_Thought🖤-
নিজেকে স্বনির্ভর বলো কোন মুখে
তুমি তো অন্ন থেকে ভোগ্য পন্য,
সব কিছুতেই শ্রমিকের মুখ পানে চেয়ে থাকো
পরক্ষনেই তার অবদান ভুলে যাও....
আজ স্ট্যাটাসে তার অবদান লিখে তাকে করে তোলো মহান....
অন্য দিন সে কত দীন কত নীচু তাই করতে চাও প্রমাণ
হে বড়োলোক তার শ্রমের দিও যোগ্য দাম...
তার কাছে তোমার এই ন্যায় হবে বড় সম্মান
মনে রেখো তাকে ছাড়া হে ব্যবসায়ী তুমি বড়ই অচল...
তোমার বাড়ির ধন,অন্নের মাধ্যম ও সেই শ্রমিকগণ
হে দাতা তোমার শ্রমিকের ভালো মন্দের দিকে দিও নজর...
তোমার কাছে এই এক ছোট্ট আবেদন।।
-