মন পাহাড়ের বেড়া জাল পেরিয়ে,
নাবিক বেশে মায়াবী স্বপ্ন সাজিয়ে ।
পারি দিতে চায় সীমান্ত ডিঙিয়ে,
এক অজানা পাহাড়ের পাদদেশে।
-
তবু ও লেখার খানিকটা প্রয়াস করি।
বেঁধেছি স্বপ্ন মনের আঙিনায়।
পরাবো রাখী, পড়বে ভাই;সেই অপেক্ষায়।
প্রবিত্র দিনে কথা দেই প্রত্যেক জনে জনে।
রাখিব মান-সম্মান বোনের সদা সর্বক্ষনে। পারে নাগো কেহ করিতে কর্তন।
ভাই-বোনের সম্মিলিত,অটুট বাঁধন।
রাখী পূর্ণিমার পূর্ণ শুভক্ষনে। ভালোবাসায় বাঁধা থাকুক প্রত্যেক ভাই-বোনের জীবনে।
-
স্বপ্নটা আজ অকাতরে কাঁদছে আমায় দেখে
বারে বারে।
বলছে আমায় আর কত কাল!হবে সময়, তুর দারে।
যাচ্ছি চলে থাকব না আর, তুই যে বড় অসহায়! নিঃস্ব মনে পারছিনা বলতে,আজ আমি বড় বেকাঁদায়।
অকাতরে কেঁদে যাচ্ছি,একি হল মন পাখি আমার।
প্রশ্ন করছি মনে মনে ডানা মেলবো কবে আবার।
যদি না হয় পূর্ণ এবার,স্বপ্ন দেখব বারংবার।
নালিশটা এবার তোমার কাছে, বাকি গুলি আমার।
-
চল না পাড়ি দেব মনের ঘরে।
যেখানে সাজাব তোমাকে খুব যতন করে।
ভালোবাসি তাইতো কাছে আসি,
যদি পেয়ে যাই তোমার মিষ্টি হাসি।
হাতে হাত রেখে আরও কিছুটা পথ,চল না ঘুরে আসি। যেখানে দুজন মিলে বাজাব কৃষ্ণ বাঁশি।
পথ যদি নাকো হয় শেষ অতি নিমিষে।
তোমাতে আমাতে মিলে হব আমরা ভিনবাসী অবশেষে।
-
আজ আমার স্বপ্ন বুনা।
চাঁদের আকাশে আনাগুনা।।
মনে পরে সেই স্মৃতি গুলি।
গুটি গুটি হাতে লিখতাম বুলি।।
স্লেট হাতে ভাঙতাম যত।
অ,অা লিখতাম তত।।
-
মনটা যেন আজ বড় ফাঁকা।
বুকের মাঝে পাথর চাপা।।
কাকে বলি কিসে ভাই
মনটা আজ বড় অসহায়।
আঁখি নম নীল নয়নে।
ভালো থাকিস সবার মননে।।-
আজ ও আমি ছবি আঁকতে শিখিনি
মনের অন্ধকার আয়নায়।
খুঁজছি যাকে পাইনি তাকে, কি করে
আঁকব বল, মনের আঙ্গিনায়।।
-
মনটা যেন আঁকা বাঁকা পথে চলছে পুনরায়।
হাঁসির খোরাক দিয়েছে বলি, মনটা বড় অসহায়।
কে আছ বলিতে তাহারে,
থাকিলে বলিয়া দাও,নিজের মতো করে।
আপন মনে খুঁজিয়া পাইনি যারে।
সে আর হবে কিসে, বলিতে পার কি কেহ ভাই?-