Simi Perveen   (S.perveen)
94 Followers · 12 Following

Joined 11 September 2020


Joined 11 September 2020
5 SEP 2024 AT 12:58

Pillars of successful future...


Friend, philosopher and guide

-


20 MAR 2022 AT 15:42

Paid Content

-


26 JAN 2022 AT 10:10

फिर से लहरा दे तिरंगा प्यारा ओ यारा
वो तिरंगा जिसका रंग हर रंग से ज्यादा गहरा है

-


26 JAN 2022 AT 10:00

এই ব্যাস্ত ভীষণ শহরে হটাত নিজের অজান্তে।
মনে পরে যায় টিফিনের সেই আড্ডা আর খুনশুটি।
হয় না কত দিন ধরে আতিতের সাথে দেখা।
তবুও হৃদয়ের মাঝে আছে কিছু ছবি আঁকা।
অনেক বছর পরে আমি গেলাম সেই স্কুলের পথে।
কত স্মৃতি বুকে ধরে স্কুল টি তেমনি দাড়িয়ে বাস্তবের পথে।
অতীতের সেই স্মৃতির আজব ভাবনা গুলো ছিল নিজের মতন।
নিরালা দুপুরে মন ভারী করে, কাঁদে আমার ক্লাস রুম।

-


23 JAN 2022 AT 17:28

(ছোট্ট তৃষা একটি মোম রঙে আঁকা ছবি নিয়ে হাজির হলো তার প্রিয় দাদুর ঘরে)
তৃষা--- দাদু দেখো ফোনে দেখে এই ছবি একেঁছি।
দাদু-- বাহ খুব সুন্দর ও পরিষ্কার, কিন্তু তৃষা দিদু মনি এটা বলো দেখি এটি কার ছবি।
তৃষা--- তা তো জানি না দাদু, তুমিই বলনা ইনি কে?
দাদু-- ইনি হলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা।
"নেতাজি সুভাষচন্দ্র বসু"

-


10 JUL 2021 AT 17:17

বাতাসে বহিছে প্রেম,
পাহাড়ে লাগিল নেশা।
এক অন্য বসন্ত পাহাড় জুড়ে।

মেলেছে লাল টুকটুকে ,
রডোডেনড্রন গুচ্ছের,
খামখেয়ালিপনায় আগাম পাপড়ি।

-


4 JAN 2022 AT 20:45

नफरत -ए- इशक मे // उनसे मुंह फेरना कैसा।।
मोहब्बत भी कमाल थी // नफरत भी बेमिसाल है।।

-


2 JAN 2022 AT 18:27

ডানা
অনিকেত এসে নীলিমার পাসে বসলো---
অনিকেত-- মন খারাপ?
নীলি--- না
অনি--- চোখে জল?
নীলি--- না
অনি-- মনে কষ্ট?
নীলি--- হুঁ
অনি-- (মনে মনে) আমি জানি আজ আবার মেয়ে হওয়ার কষ্ট তোকে সহ্য করতে হয়েছে।
(প্রকাশ্য) মেয়েদের আবার কষ্ট হয় নাকি, তোরা আকাশের পাখি। আজ এখানে কাল সেখানে।
নীলি--- হ্যাঁ, পাখি বটে তবে খাঁচার.....
এখানে সেখানে যাওয়া তো মা, প্রতিবেশী, সমাজ নির্ধারিত করে দেয়।
অনি-- তা ঠিক। কিন্তু তোদের তো কত সুখ, পুরুষদের মত তো কোনও কষ্ট নেই। দিব্যি খাচায় এ সরি মানে বাড়িতে আছিস, খাচ্ছিস দাচ্ছিস।
নীলি--- এই দেখ আজ আমার একটুও ইচ্ছে নেই তর্ক করার, দুনিয়ার সমস্ত কষ্ট শুধু পুরুষরাই সহ্য করে, কিন্তু...…
অনি-- কিন্তু...
নীলি--- কিন্তু এই যে কিছু না, তুই
তুই যা এখন
অনি -- (আকাশের দিকে তাকিয়ে) জানিস রে নীলি প্রত্যেক ছেলে মেয়ের এক জোড়া ডানা থাকে, কিন্তু তফাৎ শুধু এটাই
নীলি--- কী তফাৎ?
অনি-- (আলতো হেসে) মেয়েরা ডানা কাটা পাখি।।

-


31 DEC 2021 AT 19:29

जरूरी नहीं कोई वाजिब वजह हो मेरी रूठने की
तू मेरा खुदा हैं, मुझे हक है रूठने का।

हर वो ख्वाहिश जो नसीब में ना हो फिर भी
तू मेरा खुदा हैं, मुझे हक है मांगने का।

तू रूठे तो कर इबादत मनाऊं मैं तुझे,
बंदा मैं तेरा, तेरा हक है रूठे को मनाने का।

-


31 DEC 2021 AT 19:22

میری ناراضگی کی کوئی معقول وجہ ہونے کی ضرورت نہیں۔
آپ میرے خدا ہیں، مجھے ناراض ہونے کا حق ہے۔

ہر وہ خواہش جو نصیب میں نہیں ہے،
آپ میرا خُدا ہے، مجھے مانگنے کا حق ہے۔

اگر آپ ناراض ہے تو میں آپ کی عبادت کروں گی
بندی، میں اپکی ہوں، آپ کو حق ہے روٹھی کو منانے کا۔

-


Fetching Simi Perveen Quotes