'অভিনয়ে' নোবেল প্রাইজ দেওয়ার ব্যবস্থা থাকলে-
সবাই তাদের প্রাক্তনকে,সেটা দেওয়ার দাবি জানাতো!
-
শরীর জুড়ে শান্তি-মিছিল,বিদ্রোহ শুনে চমকায় পিলে-
মনটা আজও চঞ্চলময়,খবর দিও হঠাৎ কান্না পেলে!
-
দেবে না নষ্ট করতে, তোমার লিপিস্টিক...?😘
ঠোঁটের ওপর ঠোঁট মানে কি,শুধুই শারীরিক..!!💗-
আমার জন্য পাত্রী চাই'র বিজ্ঞাপনে লেখা থাকবে-
'সারা জীবন পিঠ চুলকে দেওয়ার লোক চাই..'
-
ফ্যাক্ট সৌন্দর্যে থাকে না, ফ্যাক্ট থাকে ভালোবাসায়!
মনে ভালোবাসা থাকলে, সৌন্দর্য দৃষ্টিভঙ্গিতে বদলায়।
-
মানুষ চেনার সহজ উপায়, আঘাত নামক বিবমিষা-
তোমার যেটা ছেলে-খেলা, আমার সেটাই ভালোবাসা।
-
মনের মানুষকে অবহেলা করতে,প্রচণ্ড ক্ষমতা লাগে।
সব মানুষের কাছে এই ক্ষমতা থাকে না,
অত্যাধিক ভালোবাসাই এই ক্ষমতার জন্ম দেয়।
-
ফিরে এসো বললেই তো আর, মানুষটা ফিরে আসে না!
সবাই কি আর বোঝে, কাছের মানুষ হারানোর যন্ত্রণা!
-
সকাল-সাঁঝের ডিপ্রেশনই, রাত-বিরেতের বৃষ্টি ফোঁটা;
তোমার যেটা অট্টালিকা, আমার সেটাই বাস্তু-ভিটা।
-
শরীর জুড়ে জোয়ার এলে, নোঙর ফেলো কোন গাঙে!
শরীর খিদের এতো জ্বালা, কত সম্পর্ক গড়ে-ভাঙে।
-