-
সেই কেন্দ্রবিন্দুটি নিজের অস্তিত্ব রক্ষা করে অতীব যতনে,
তাই সে হামেশাই পাড়ি দেয় আমার স্মৃতি রোমন্থনে,
স্মরণ করিয়ে দেয় আমাদের 13 বছরের মিষ্টি বন্ধুত্বের ভিত্তিস্থল,
যার জন্য আজ বৃত্তটির আকার লাভ করেছে পূর্ণতা, থেকে গেছে নিটোল।
তাই আজ তোরই উদ্দেশ্যে লিখলাম হৃদয় দিয়ে দু-চার কথা,
আধখেঁচরা থেকে যাবে বিশ্লেষণ ,শুরু করলে গল্পগাঁথা।
14 বছরে পা দিতে চলেছে আমাদের বন্ধুত্বের মোমবাতি ও কেক,
আশা রাখি কখনো কম্পিত হবে না আমাদের বন্ধুত্বের ঠেক।-
আমার স্বপ্নরা রোজ উরে বেড়ায় নীল আকাশে,
সময় পেলে ঘুরে দারি'ও,প্রেম আঁকে নিশ্বাসে-শ্বাসে।-
তোমায় আমায় মিলে আছে যত আশা ..
পূরণ করবো মোরা একে অপরের উপর রেখে ভরসা ।।-
মুঠোফোনে প্রেম কিছুটা কাল রাত ও ভোর প্রভাত;
তুই ফিরবেনা জেনেও,আমার মনে প্রানে লাগছে জোরে আঘাত।-
জীবন কাটে আজ কষ্ট নামের ভাঙা ভাঙা কাঁচে
রাত জোনাকির আলো মেখে কিছু বিশ্বাস বাঁচে
__ আবির-
সে একাকী অবসাদ জ্বরে, হৃদয় অন্তরালে অবুঝ কিছু বায়না।
মনপিওনের চিঠি ডাকবাক্সে, বিরহী স্মৃতিপথে ভরসার ভাঙা আয়না।-
পাহাড়িয়া ঝর্ণা সব বাধা ফেলে সাগরের টানে ঝাপিয়ে পড়ে,
যেথায় আছে অগাধ আস্থা মনও তাকেই শুধু আঁকড়ে ধরে।-
দিদি
দিদি মানে অবিচ্ছেদ্য বন্ধুত্বের বন্ধন।
দিদি মানেই আদুরে শাসন,আবদারের দেশ।
দিদি মানেই চেনা একটা প্রিয় গন্ধ।
দিদি,যার দুটো হাত তোমায় আগলে রাখে,
যে তোমাকে সঠিক পথে চলতে শেখায়,
পড়ে গিয়েও ঘুরে দাঁড়িয়ে লড়তে শেখায়,
যার কোলে মাথা রেখে তুমি পার করে দিতে পারো শত সহস্র বছর।
দিদি মানে প্রাণ আঘাত কোরো না যেন,
প্রতিফলিত হতে বাধ্য।।
-