QUOTES ON #বড়

#বড় quotes

Trending | Latest
20 JUN 2021 AT 14:46

বাবা !
বাকিটা ক্যাপশনে 👇

-


14 JUL 2020 AT 21:55

বড় হওয়াটা শিখে গেছি সবাই/
এবার ছোট হওয়া'টাও শিখে নেওয়া চাই//

-


4 MAY 2020 AT 1:13

অতি তুচ্ছ ঝামেলায় অামরা অনেক বড় জিনিস হারিয়ে ফেলি।



-


9 SEP 2020 AT 23:27

#সংগ্রাম

রোজ রোদ, রোজ ঘাম!
সংগ্রাম। সংগ্রাম।

মা বলতো, একবার বড় হতে পারলেই....

আর এখন কাজ আছে, কর্তব্য আছে।
প্রেম আছে, পরকীয়া আছে।
রোদ আছে, জল আছে।
শুধু, শুধু আমার জন্য আমি নেই।

জানলা ধরে উঠোনের চড়ুই পাখিগুলোর দিকে তাকিয়ে থাকা আমি নেই।
নেই, আর চড়ুই নেই, আর উঠোন নেই।
বোবা জানলাটাও ঢেকে গেছে ইঁটের গাঁথনিতে।

এখন শুধুই বয়ে চলা আমার আমিকে,
আর মিথ্যে প্রতিশ্রুতির হাজার হয়রানিকে।

পরের প্রজন্মের সাথে দেখা হলে, শুধু বলে যাবো,
" বড় হওয়া শুধুই একটা মায়া! একটা জাল! "

-


8 FEB 2021 AT 13:27

হৃদয় থরথর করছে, ভয়ও লাগে বড়।
গন্তব্য কাছে আসছে, উৎসাহ লাগে বড়।।

শীর্ষকেই জানতে চাইলাম
শীর্ষে পৌঁছনোর রহস্য।
শীর্ষ বলে ভাগ্যকেউ হাতের তালুতে
আসতে সময় লাগে বড়।।

মধ‍্য পথে দেখোনা পায়ের ক্ষত।
মাঝপথে ক্ষত দেখলে গন্তব্য দুর লাগে বড়।।

ভয়াবহ রাতে
ঘুমের থেকে পালাই।
ভয়াবহ স্বপন
আমার আপন লাগে বড়।।

© দীপঙ্কর চৌধুরী

-


2 SEP 2021 AT 0:32

❤ বুকের মধ্যে মস্তো বড় ছাদে ❤
❤তোকে শীতলপাটি বিছিয়ে দেব❤

-