Arshad Khan  
8 Followers · 3 Following

অলিখিত লেখক
Joined 21 April 2020


অলিখিত লেখক
Joined 21 April 2020
6 JUN 2020 AT 16:28

যেই ফুলটি সব থেকে সুন্দর
তাকে ছেঁড়ার আকাঙ্খা সবার।

-


21 JAN 2021 AT 15:57

যাদের কাছে সময়ের মূল্য নাই
আমরা তাদের কাছে সময় চাই।

-


21 JAN 2021 AT 15:53

জীবনকে কাছে থেকে তখনই দেখা যায়
যখন কাছের মানুষগুলো দূরে চলে যায়।

-


19 JAN 2021 AT 12:38

আমি দুটি জিনিস সব স্থানেই দেখতে পাই,
একটি আকাশ এবং অন্যটি তোমাকে।
কারন আকাশ ও ভালোবাসা দুটিই অপরিমেয়।।

-


23 OCT 2020 AT 20:26

জীবনটা একটি উচু যায়গা থেকে গরিয়ে পরা মার্বেলের মতো...
গরিয়ে যেতে যেতে ঠিক কোথায় গিয়ে থামবে সে তা নিজেও জানে না।

-


23 OCT 2020 AT 12:12

আপনার যা কিছু আছে তার সবকিছুরই উপযোগ শেষ হয়ে যায় একটা নির্দিষ্ট সময় পরে।
শুধু ভালোবাসা থেকে যায়।

-


24 JUL 2020 AT 22:37

আমরা প্রিয় মানুষগুলোর যে কথাগুলো পাত্তা দেওয়ার দরকার নেই, সেগুলোই বেশি পাত্তা দেই। আর যেগুলো পাত্তা দেওয়া দরকার সেগুলো কানেই নেই না।

-


16 JUL 2020 AT 11:36

গুনে গুনে ভালোবাসা যায় না
ভালোবাসা বেহিসাবী।

-


26 JUN 2020 AT 21:13

ভালো আছি এটি পৃথিবীর অন্যতম মিথ্যা রিপলাই।

-


26 JUN 2020 AT 15:43

পৃথিবীর সমস্ত ছ্যাকা খাওয়া ছেলে
নিজেকে ভালো ছেলে দাবি করে।

-


Fetching Arshad Khan Quotes