তুমি সরতে থাকো দূরে..
ক্ষণিকের ধারণা ভেঙে যায়
যখন আবার আসো ফিরে..
-
লিখতে ভালোবাসি
তাই লেখায় মিশি..
নামহীন অভিমানে..
তুমি পোড়াতে থাকো নিজেকে
তুমি বলো না কিছু অতো..
শুধু টুকরো কিছু ক্ষণ
আগলে রাখো নিজের ভেবে,
ওইটুকুই তোমার আত্মার শান্তি..
প্রাণের আরাম, মনের মুক্তি..
কত শত বোঝা তুমি বইছো একাই,
তবু আমিও একা...।।
-