চলুক তেমন ভাবেই...
মনটা শুধু হচ্ছে পাথর
নইলে লুপ্ত হ'তাম কবেই...-
লিখতে ভালোবাসি
তাই লেখায় মিশি..
You are very precious & you can
do anything which you want...✨
Atlast you are your
best friend forever...💕-
মাঝে মাঝে মনে হয়...
কান্না পেলে কাঁদা'টা উচিত
নইলে হাসি পেলেও
মানুষ হাসতে ভুলে যায়...-
সত্যি'ই কি...
এমন থাকতে চেয়েছিলাম..
কত স্বপ্ন বাকি রয়ে গেল
অথচ পূরণ করতে চেয়েছিলাম..
-
নামহীন অভিমানে..
তুমি পোড়াতে থাকো নিজেকে
তুমি বলো না কিছু অতো..
শুধু টুকরো কিছু ক্ষণ
আগলে রাখো নিজের ভেবে,
ওইটুকুই তোমার আত্মার শান্তি..
প্রাণের আরাম, মনের মুক্তি..
কত শত বোঝা তুমি বইছো একাই,
তবু আমিও একা...।।
-